কিছু কমন নোটিশ
সেমিস্টার অথবা মাসিক ফি প্রদান:
যাদেরকে আল্লাহ আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন তাদের কাজে অনুরোধ করা যাচ্ছে পুরো সেমিস্টারের ফি অর্থাৎ ৬ মাসের ফি ৩০৬০ টাকা একবারে পেমেন্টে করার জন্য। কেননা প্রতি মাসে এই হিসাব রাখা খুবই সময় সাপেক্ষ বেপার। তবে যাদের আর্থি সমস্যা তারাই কেবল মাসিক বা ২/৩ মাসে ফি প্রদান করতে পারবেন।
মাসিক ফি প্রদানের শেষ তারিখ চলতি মাসের ১০ তারিখ। ১০ তারিখের ভিতর সেমিস্টার ফি প্রদান না করলে ক্যাম্পাস একাউন্ট বন্ধ হয়ে যাবে।
১০ তারিখ পার হলে ১০০ টাকা জরিমানাসহ প্রদান করতে হবে।
ফি প্রদানের নিয়ম:
ফি প্রদানের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে মেইন অপশন।
Payment Gateway এর কোন অপশন আপনার কাছে না থাকলে সে ক্ষেত্রে Bkash এর মাধ্যমেও দিতে পারবেন।
সেমিস্টার ফি যে যে মাধ্যমেই পেমেন্ট করবেন পেমেন্টের পর অবশ্যই ফিস পেমেন্ট ফর্ম পূরন করা লাগবে। ফিস পেমেন্টে ফর্ম পূরন না করলে পেমেন্ট আপডেট হবে না।
ফিস পেমেন্টের ডাইরেক্ট লিঙ্ক: https://iom.edu.bd/fees/
ওয়েবসাইট থেকে যাওয়ার জন্য: iom.edu.bd > Academic> Batch Activity>Fees Payment Entry
ফি প্রদান আপডেট:
আপনার Payment টি Confirm হয়েছে কি না তা জানার জন্য ৪৮ ঘন্টা পর নিম্ন লিখিত লিংক এ চেক করুন: iom.edu.bd > Academic> Batch Activity> Payment history
আপনার বিভিন্ন মাসের ঘরে সবুজ চিহ্নিত থাকলে পেমেন্ট জমা হয়েছে। লাল হয়ে থাকলে পেমেন্ট ডিউ আছে।
যেকোন সাহায্যের জন্য: 01856399000
ফিস স্ট্যাটাস চেক করা, রেজাল্ট দেখা, উপস্থিতি নম্বর:
আপনার জমা দেওয়া ফি আপডেট হয়েছে কিনা কিংবা রেজাল্ট দেখা কিংবা গতকালের ক্লাশের উপস্থিতি কাউন্ট হয়েছে কিনা দেখার জন্য:
Batch Activity
ওয়েবসাইট থেকে যাওয়ার জন্য: iom.edu.bd > Academic> Batch Activity
আপনার ব্যাচে ক্লিক করে ডিটেইলস দেখতে পারবেন।
আর পাসওয়ার্ড 1901 ব্যাচের জন্য: 1901
এবং 1902 ব্যাচের জন্য: 1902
প্রবাসী বাংলাদেশীদের সেমিস্টার ফি প্রদান:
সেমিস্টার ফি প্রদানের ক্ষেত্রে প্রবাসী ভাই/বোনদের জন্য আলিম কোর্স অথবা যেকোন একটা সিঙ্গেল সাবজেক্টের জন্য মাসিক ফি ১০০০ টাকা। তবে ভর্তি ফি সবার একই। কিন্তু কেউ যদি একের অধিক সাবজেক্ট নেন তবে প্রতি সাবজেক্টের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে দিতে হবে।
আলিম কোর্স: মাসে ১০০০ টাকা।
যিনি আলিম কোর্স করবেন না তার জন্য :
একটা সাবজেক্ট: মাসে ১০০০ টাকা।
দুইটা সাবজেক্ট: মাসে ১৫০০ টাকা।
তিনটা সাবজেক্ট: মাসে ২০০০ টাকা।
কারও যদি সমস্যা হয় সেক্ষেত্রে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। প্রবাসীরা বাংলাদেশি ফি জমা দিলে সেমিস্টার ফি কাউন্ট হবে না।
ফতোয়া:
বিভিন্ন বিষয়ে ফতোয়া বা মাসআলা প্রশ্নের উত্তর জানার জন্য IOM এর রয়েছে একাধিক সদস্য বিশিষ্ট একটা ইফতা বোর্ড।
ক্লাশে শুধু ক্লাশ রিলেডেট প্রশ্ন ছাড়া যেকোন কোন ধরনের ফতোয়া জিজ্ঞাসা করা নিষেধ।
তাই যেকোন ফতোয়ার জন্য এই ওয়েবসাইটে প্রশ্ন করতে পারবেন : https://ifatwa.info/
আশা করি খুব দ্রুত ফতোগুলো উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।
পরীক্ষা:
ক্লাশ টেস্ট অন্যান সাবজেক্টের ক্ষেত্রে এমসিকিউ, তাজবীদের ক্ষেত্রে ভাইবা।
সেমিস্টার ফাইনালে প্রতিটা সাবজেক্টে ক্ষেত্রে ভাইবা এবং এমসিকিউ দুইটাই হবে। ভাইবায় ৫০ মার্কস এবং এমসিকিউ ৫০ মার্কস । মোট ১০০ মার্কস। আর তাজবীদের ক্ষেত্রে ৫০ মার্কস কোরআন শরীফ খতমের উপর এবং ৫০ মার্কস ভাইবা হবে। আর যাদের কোন বিশেষ সমস্যার কারনে কোরআন খতম দিতে পারবেন না তাদের বিষয়টা পরীক্ষার আগে জানানো হলে তাদের উপযুক্ত সমস্যা বিবেচনা করে পুরো ১০০ মার্কের ভাইবা নেওয়া হবে। আর অন্যদিকে যারা এইবারই জীবনে প্রথম কোরআন শরীফ খতম করবেন তাদের জন্য রয়েছে IOM এর পক্ষ থেকে বিশেষ পুরষ্কার। আল্লাহ সবার মেহেনকে কবুল করুন
পরীক্ষা বা অন্য যেকোন সমস্যার সমাধান:
পরীক্ষা বা অন্য যেকোন বিষয়ে সংশোধনের জন্য :
যেকোন ধরনের সাজেশনের জন্য:
https://iom.edu.bd/suggestion/
IOM ফ্রি Matrimony হেল্প:
বিয়ে করা নবীর বড় সুন্নতের ভিতর একটি। ইসলামের অন্যতম রীতি ও বিধান। যা মানুষকে যিনা থেকে রক্ষা করে। হাদিস শরীফে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি বিয়ে করল তার অর্ধেক দ্বীন-ঈমান পূর্ণ হয়ে গেল, সে যেন বাকি অর্ধেকের বিষয়ে আল্লাহকে ভয় করে চলে’।-মিশকাত শরীফ…
আমাদের স্টুডেন্টদের ভিতরে অনেক দ্বীনদার পাত্র/পাত্রী আছেন। তাই আপনার সিভি আমাদের ওয়েবসাইটে দিলে আমাদের প্রতিনিধিরা যাচাই বাছাই করে বিবাহের জন্য হেল্প করবেন ইনশআল্লাহ।
এর কাজগুলোতে যারা সাহায্য করবেন শুধু আল্লাহর জন্যই। কোন বিনিময় ছাড়াই।
আপনার প্রদত্ত সব তথ্য ইনশাআল্লাহ শুধুমাত্র বিবাহ সংক্রান্ত কাজে সম্পূর্ন গোপনীয়তা রক্ষা করেই ব্যবহার করা হবে….
http://iom.edu.bd/free-matrimony-help/
মিটিং আইডি:
মিটিং আইডি জানার জন্য অথরিটির সাথে যোগাযোগ করুন।