-
IOM কি কোন দল বা গ্রুপের প্রতিষ্ঠান?
-
না, এটা সম্পূর্ন অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান — কোন বিশেষ দল বা গোষ্ঠীর নয়।
সাবজেক্টের প্রয়োজনে যে শিক্ষকগণ ক্লাস নেবেন তারা হতে পারেন কওমি আলেম,
সালাফী আলেম বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলার। ক্লাসের বিষয়গুলো কোরআন ও হাদীস
অনুসরণ করেই পাঠানো হবে, ইনশাআল্লাহ। -
IOM থেকে কি আমি দাওরায় হাদিস পরীক্ষা দিতে পারব?
-
IOM-এর আলিম প্রস্তুতিমূলক কোর্সে হুবহু কওমি মাদ্রাসার সিলেবাস ফলো করা হয়নি।
৩ বছরে একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র/ছাত্রীর জন্য যে প্রয়োজনীয় জ্ঞানের সবটুকু
একসাথে দেয়ার চেষ্টা করা হয়েছে। IOM-এর সিলেবাস শেষ করলে আপনি ইনশাআল্লাহ কউমি
মাদ্রাসায় কুদুরী জামাতে ভর্তি হতে পারবেন; তারপর কওমি সিস্টেম অনুযায়ী পরবর্তী ৪টি
জামাত (কুদুরী, হেদায়া, মেশকাত, দাওরা) সম্পন্ন করে দাওরায় হাদিসের জন্য প্রস্তুত হবেন।
ফলে আলিম প্রস্তুতিমূলক ৩ বছর শেষে যদি আপনি ৪ বছর অফলাইন মাদ্রাসায় পড়েন, তবে
দাওরায় হাদিস পরীক্ষা দিতে পারবেন। প্রয়োজনে আমরা ভর্তি পত্র দিতে সাহায্য করব। -
মেয়েদের কি নিকাব পড়ে ক্লাস করতে হবে? ছেলেমেয়ে কি একত্রে ক্লাস করবে?
-
না, ক্লাসে নিকাব পড়া আবশ্যক নয়। কোনো ছাত্র/ছাত্রীর ব্যক্তিগত ভিডিও অন্য কাউকে দেখানো
হবে না — কেবল শিক্ষক ভিডিও, লেকচার ও স্লাইড দেখা হবে। তাজবীদ ক্লাসে উচ্চারণ শোনার
জন্য বোনদের আলাদা গ্রুপ করে রাখা হবে যাতে কেবল বোনরাই বোনদের কণ্ঠ শুনতে পারেন।
এছাড়া স্টুডেন্টরা ক্লাসে রোল/স্টুডেন্ট আইডি দিয়ে নামলেসভাবে জয়েন করবে, ফলে লিঙ্গ
শনাক্ত করা সহজ হবে না।