Frequently Asked Questions

IOM কি কোন দল বা গ্রুপের প্রতিষ্ঠান?
না, এটা সম্পূর্ন অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান — কোন বিশেষ দল বা গোষ্ঠীর নয়।
সাবজেক্টের প্রয়োজনে যে শিক্ষকগণ ক্লাস নেবেন তারা হতে পারেন কওমি আলেম,
সালাফী আলেম বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলার। ক্লাসের বিষয়গুলো কোরআন ও হাদীস
অনুসরণ করেই পাঠানো হবে, ইনশাআল্লাহ।

IOM থেকে কি আমি দাওরায় হাদিস পরীক্ষা দিতে পারব?
IOM-এর আলিম প্রস্তুতিমূলক কোর্সে হুবহু কওমি মাদ্রাসার সিলেবাস ফলো করা হয়নি।
৩ বছরে একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র/ছাত্রীর জন্য যে প্রয়োজনীয় জ্ঞানের সবটুকু
একসাথে দেয়ার চেষ্টা করা হয়েছে। IOM-এর সিলেবাস শেষ করলে আপনি ইনশাআল্লাহ কউমি
মাদ্রাসায় কুদুরী জামাতে ভর্তি হতে পারবেন; তারপর কওমি সিস্টেম অনুযায়ী পরবর্তী ৪টি
জামাত (কুদুরী, হেদায়া, মেশকাত, দাওরা) সম্পন্ন করে দাওরায় হাদিসের জন্য প্রস্তুত হবেন।
ফলে আলিম প্রস্তুতিমূলক ৩ বছর শেষে যদি আপনি ৪ বছর অফলাইন মাদ্রাসায় পড়েন, তবে
দাওরায় হাদিস পরীক্ষা দিতে পারবেন। প্রয়োজনে আমরা ভর্তি পত্র দিতে সাহায্য করব।

মেয়েদের কি নিকাব পড়ে ক্লাস করতে হবে? ছেলেমেয়ে কি একত্রে ক্লাস করবে?
না, ক্লাসে নিকাব পড়া আবশ্যক নয়। কোনো ছাত্র/ছাত্রীর ব্যক্তিগত ভিডিও অন্য কাউকে দেখানো
হবে না — কেবল শিক্ষক ভিডিও, লেকচার ও স্লাইড দেখা হবে। তাজবীদ ক্লাসে উচ্চারণ শোনার
জন্য বোনদের আলাদা গ্রুপ করে রাখা হবে যাতে কেবল বোনরাই বোনদের কণ্ঠ শুনতে পারেন।
এছাড়া স্টুডেন্টরা ক্লাসে রোল/স্টুডেন্ট আইডি দিয়ে নামলেসভাবে জয়েন করবে, ফলে লিঙ্গ
শনাক্ত করা সহজ হবে না।