কোর্স নির্বাচন ইসলামিক অনলাইন মাদরাসায় ভর্তি হতে আপনাকে একটি কোর্স বাছাই করতে হবে – যে কোর্সে আপনি ভর্তি হতে চান। আমাদের সবগুলো কোর্স এবং কোর্সের কারিকুলাম জানতে এখানে ক্লিক করুন। এরপরও সিন্ধান্ত নিতে পারছেন না? তাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন।
ফি প্রদান ভর্তি হওয়ার জন্য খরচসহ ভর্তি ফি বাবদ ১৫০০ টাকা প্রদান করতে হবে এবং ভর্তিফর্ম পূরণ করতে হবে। (উল্লেখ্য, অনলাইন পেমেন্টের জন্য ভর্তিফর্মের লিংক এ গিয়েই ফর্ম পূরণের পর নিজের বিকাশ/রকেট/নগদ/ভিসা/মাস্টারকার্ড ব্যবহার করে ফি প্রদান করা যাবে।)
যারা সরাসরি বিকাশ নাম্বার এর মাধ্যমে পেমেন্ট করবেন, তাদের আগে নিম্নোক্ত নাম্বারে টাকা পাঠাতে হবে। (এটি আমাদের মার্চেন্ট নাম্বার। তাই সরাসরি পেমেন্টের ক্ষেত্রে বিকাশের Make Payment অপশন থেকে শুধুমাত্র ১৫০০৳ প্রদান করতে হবে)
বিকাশ নম্বর: 017 66 305 059 (Merchant)
এরপর উল্লিখিত ফর্মটি ট্রানজেকশন নম্বরটি সংরক্ষণ করতে হবে।
ফরম পূরণ টাকা পাঠানোর পর আলিম কোর্স, ফরজে আইনসহ যেকোনো সিঙ্গেল কোর্সে ভর্তি হওয়ার জন্য ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।