অফলাইন মক্তব

  • ধাপ-১: ফর্ম পূরণ প্রথমে নিম্নোক্ত ‘Offline Maktab Application’ ফর্মটি পূরণ করতে হবে।
  • ধাপ-২: ভাইবা আগ্রহী মুয়াল্লিম / মুয়াল্লিমা কে IOM এ ভাইভা দিয়ে উত্তীর্ন হতে হবে। ফর্ম পূরনের পর ভাইভা সংক্রান্ত সকল নির্দেশনার জন্য School Maktab – IOM পেইজে যোগাযোগ করতে হবে।
  • ধাপ-৩: কনফার্মেশন ভাইভা দিয়ে উত্তীর্ন হলে আইওএম থেকে আপনাকে মক্তব চালানোর জন্য অনুমতি দেওয়া হবে।

ট্রেনিং

এই মক্তব ‍শুরু করার আগে অবশ্যই অফলাইন ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ছাড়া মক্তব শুরু করলে মক্তব চলবে না। তবে ট্রেনিং শিডিওল পাওয়ার আগে কিছু প্রয়োজনীয় ট্রেনিং ভিডিও দেখে নিতে পারেন। ট্রেনিং এর জন্য আইওএম এ যোগাযোগ করুন অথবা দ্বিনিয়াত এ যোগাযোগ করুন।

অফলাইন মক্তব শুরু করার পর স্কুল মক্তবের বই সংগ্রহ করার জন্যঃ

১. যাযাবর: 01679889690
https://www.facebook.com/jazaborstore
http://www.jazabor.com
২. তাকওয়া শপ: 01762316867
https://www.facebook.com/taqwaahshop

  • স্টুডেন্ট ভর্তির জন্য ভর্তি ফর্ম: এখানে
  • দরিদ্র স্টুডেন্টদের জন্য পুওর ফান্ড ফর্ম: এখানে

অপশনাল বিষয়:

যদি স্কুল মক্তবটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য প্রতিষ্ঠানিক সার্টিফিকেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে IOM অথরিটি কর্তৃক প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেয়ার জন্য ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

অফলাইন মক্তবের শিক্ষার্থীরা কোর্স সমাপনীর পর সরাসরি আইওএম কতৃপক্ষ হতে সার্টিফিকেট চায় সেক্ষেত্রে IOM কর্তৃক পরীক্ষা দেয়ার জন্য এবং সার্টিফিকেট নেয়ার জন্য ৫০০ টাকা জনপ্রতি ফি প্রদান করতে হবে।

উল্লিখিত বিষয় দুইটি ব্যতীত IOM এর সাথে আর কোনো আর্থিক লেনদেন থাকবেনা।