আসসালামুয়ালাইকুম। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, চাকুরী করছি আবার দ্বীনকে প্রানপণে আকড়ে ধরে রাখার, আরো জানার এবং আমল করার চেষ্টায় আছি তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অনেক বেশি সহায়ক IOM এর Platform. আল্লাহ আমাদের দ্বীনের খেদমতকারী হিসেবে কবুল করুন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। IOM হচ্ছে ইলমের তৃষ্ণা মেটানোর ইলম ভর্তি এক পেয়ালা। বিশেষ করে দ্বীনে ফেরা জেনারেল পড়ুয়াদের জন্য। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে তৃষ্ণা মেটানোর সেই তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। IOM এর সাথে যুক্ত সকলকে মহান আল্লাহ তায়ালা বারাকাহ দান করুন। আমীন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। IOM সম্পর্কে যত কিছুই বলি না কেন বলে শেষ করা যাবেনা! দ্বীনের বুঝ পাওয়ার পরে সবসময় যারা মাদ্রাসায় পড়তেন তাদের দেখে কষ্ট হতো অনেক।আমিও যদি পড়তে পারতাম।আলহামদুলিল্লাহ আল্লাহ IOM এর মাধ্যমে আমার সে আশা পুরণ করেছেন।যদিও অনলাইন মাদ্রাসা কিন্তু দারস শুরু হওয়ার পরে অনলাইন মনেই হতো না।সবাই এত এত একটিভ আলহামদুলিল্লাহ। এখানে সবকিছু এত গোছালো, পড়াশোনা,দারস সবকিছুর জন্য কখনো কোনো বিরম্বনায় পড়তে হয়না আলহামদুলিল্লাহ।আগে ভয় পেতাম জেনারেল পড়াশোনা + মাদ্রাসা দুটো কন্টিনিউ করতে পারবো কিনা, কিন্তু এখানে পড়াশোনা ধরণ টা এমন যে দুটো ব্যালেন্স করতে প্রবলেম হয়না এটা অনেক ভালো লাগে।।সবাই সবাই অনেক সাহায্যে করেন।আর উস্তায, এমআর আপু, সিআর বোনেরা সহ সবাই অনেক মেহনত করেন আলহামদুলিল্লাহ। তাই IOM বেস্ট একটা প্লাটফর্ম দ্বীন শেখার জন্য।
দ্বীনের পথে আসার পর সবচেয়ে বেশি আফসোস হতো, ইশ! যদি মাদ্রাসায় পড়তে পারতাম। যদি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারতাম। যদি দ্বীনের খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারতাম। IOM এর মাধ্যমে সেই সুযোগ তৈরি হলো।
আলহামদুলিল্লাহ, আমার মতো কর্ম ব্যস্ত মানুষদের জন্য ইলম অর্জনের একটি আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে IOM। এটির মতো সংগঠিত (অর্গানাইজড) একটি প্ল্যাটফর্ম এই দেশের তথা বাংলা ভাষাভাষী মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত।
A planned and fair education system is needed to acquire knowledge. Knowledge cannot be acquired alone, for this, teachers are needed, it is not possible for those who study in general to study in offline madrasas, and many are employed in various professions, but still they want to acquire religious knowledge. This online institution is a suitable medium for all those people who are thirsty for knowledge and have good intentions. I was looking for such a medium. Basically, I searched for online madrasas on Facebook. First, it came up and I knew about it in detail from the website, and that is how I found IOM, Alhamdulillah. If you are looking to acquire Islamic education or intend to do da'wah work, then IOM can be the most effective and beneficial medium for you. Here you will not lack in any subject, if you participate in the course, you will be able to learn and verify your position through exams. You will get a beautiful religious environment, as well as religious friends along... with teachers from whom you will have a lot to learn. Especially the Alim course will teach you from scratch, Ing Sha Allah.read more
এক দ্বীনি বোনের মাধ্যমে জেনেছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে। মা’হাদু তারতিলিল কুরআন এর পড়ানোর ধরণ বেশ সহজ এবং সাবলীল। পরিকল্পনা, পড়ার বিষয়বস্তু ও ধরণ- শিক্ষার্থীবান্ধব।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, জেনারেল পড়ুয়া মেয়েদের জন্য ইসলামিক শিক্ষা অর্জনের উত্তম প্লাটফর্ম হলো IOM, আল্লাহ তাআলা আমাকে এই প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আইওএম এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি । আমাদের জন্য অনেক উপকারী একটি প্ল্যাটফর্ম।
আল্লহ সুবহানাহু ওয়া তায়ালার শুকরিয়া আদায় করছি আইওএম নামক এরকম একটা প্লাটফর্ম এ যুক্ত হওয়ার তাওফীক দান করেছেন ।ফিতনাময় এই দুনিয়ায় অনলাইন জগতের এই বেহাল দশা থাকা সত্ত্বেও অনলাইনে আইওএম নামক এই প্লাটফর্ম এক অমূল্য রত্ন। সুবহানাল্লহ । যখন ওস্তাদের ক্লাস গুলো করা হয় তখন মনে হয় আমি আমার বয়স হারিয়ে ফেলেছি।ওই ছোট বাচ্চা দের মতই পড়াশোনা করতেছি। মাশা আল্লহ।
এক বান্ধবীর কাছে এই প্ল্যাটফর্ম এর আলীম কোর্স সম্পর্কে জেনেছিলাম, প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে, তবে আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক ফলাফল পেয়েছি এবং পাচ্ছি আল্লাহর অশেষ রহমতে.... আলহামদুলিল্লাহ, অনলাইন প্ল্যাটফর্ম হওয়ায় মেইনটেইন অনেকটা সহজ বিশেষ করে জেনারেল পড়ুয়া মেয়েদের দ্বীনি ইলম অর্জনের জন্য উত্তম একটি প্ল্যাটফর্ম... আলহামদুলিল্লাহ
উস্তাজা সাবিকুন্নাহার সারা উনার তালিমে শুনেছিলাম হিদায়াত পাওয়ার পর সেটাকে ধরে রাখার জন্য প্রথম কাজ হল ইলম অর্জন আল্লাহর মনোনীত দ্বীন সম্পর্কে জানা।সেই থেকে অধীর আগ্রহে ছিলাম আল্লাহও কবুল করেছেন IOM এর একজন হয়েছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
হিদায়েত পাওয়ার পর ইলম অর্জনের খুব ইচ্ছা হয় কারণ দ্বীন সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ। মাদ্রাসায় পড়তে চেয়েছি! আল্লাহর কাছে দোআ করতে করতে একসম আল্লাহ কবুলিয়াত করেছেন। IOMian হয়ে আমি সত্যি গর্বিত।
ইসলামিক অনলাইন মাদ্রাসা শুধু একটি অনলাইন মাদ্রাসা নয় দ্বীনি শিক্ষার জন্য আদর্শ একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম আমার মতো অনেক জেনারেল পড়ুয়াদের ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ সহীহ শুদ্ধভাবে কুরআন তিলুয়াত শিখছি। এখানের প্রত্যেক উস্তায-উস্তাযা'রা খুবই উচ্চ শিক্ষিত। ইলমের বিষয়ে তারা আমাদের যেভাবে সাহায্য করছে তাতে করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা লক্ষ্যে পৌছাবো। আমি গর্বিত, আমি ইসলামিক অনলাইন মাদ্রাসার একজন শিক্ষার্থী। ইলম অর্জনে এটাই আমার প্রথম পছন্দ।
আলহামদুলিল্লাহ IOM এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারতেছি। IOM er মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হচ্ছে।দ্বীনি ইলম অর্জনের জন্য অন্যতম সেরা একটা প্রতিষ্ঠান Islamic Online Madrasah।আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাকে এই প্রতিষ্ঠানের একজন ছাত্রী হিসেবে কবুল করেছেন, আমাকে ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। এখানে ক্লাস করার পর থেকে আমার মনে হচ্ছে যে, আমরা যারা স্কুল পড়ুয়া বোনরা আছি, যারা কিনা আল্লাহর রহমতে দ্বীনের নূর পেয়ে দ্বীনি ইলম অর্জনের পিপাসায় কাতর, যাদের নতুন করে মাদ্রাসায় গিয়ে ইলম অর্জনের উপায় নেই বললেই চলে সেইসকল বোনদের জন্য দ্বীনি ইলম অর্জনের সবচেয়ে বেস্ট একটা মাধ্যম হচ্ছে IOM।এর ওস্তাদগণ মাশাআল্লাহ খুব সুন্দর করে প্রতিটি বিষয় বুঝানোর চেষ্টা করেন, যা স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হয়। পরিশেষে আবারো বলতে চাই, জেনারেল শিক্ষিত ভাইবোনদের দ্বীনি ইলম অর্জনের জন্য আইওএম একটা সেরা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা এর সাথে জড়িত সকলকে উত্তম জাজাহ দান করুক এবং তাদের এই খেদমতকে আল্লাহ তায়ালা কবুল করে নিক আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, জেনারেল পড়ুয়াদের ইসলামিক শিক্ষা অর্জনের উত্তম প্লাটফর্ম হলো IOM, আল্লাহ তা'আলা আমাকে এই প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন,আলহামদুলিল্লাহ।
IOM ~একগুচ্ছ নসীহা আলহামদুলিল্লাহ, দ্বীনি ইলম অর্জন করার সবচেয়ে সুন্দর, গুছানো একটি প্রতিষ্ঠান হলো IOM. এই প্রতিষ্ঠানের যেকোনো একটি কোর্সে যুক্ত হতে পারাও আল্লাহর রহমত। ফিতনাময় এই অনলাইন জগতে এসেও সঠিক পথের সন্ধান পাওয়া বিশেষ নি'আমাত ই মনে করি। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের একজন ত্বলিবা হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছেন।প্রতিটি ক্লাসে উস্তাদদের নসীহা গুলো প্রতিবার ই নিজেকে আরো জানার উপলব্ধি যোগায়,আমল করায় উৎসাহ যোগায়। জেনারেল পড়ুয়াদের দ্বীনি ইলম শিক্ষার জন্য বেস্ট অপশন IOM আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ত্বলিবুল ইলম হিসেবে কবুল করুন, আ-মীন।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে আইওএম এর মতো একটি দ্বীনি প্লাটফর্মের সহবতে দ্বীন শিখার তৌফিক দান করেছেন ।বিশেষ করে যারা আমরা জেনারেল লাইন থেকে উঠে এসেছি তাদের জন্য।
আস-সালামু-আলাইকুম, সাধারণত জেনারেল পড়ুয়া ভাইবোনদের জন্য ইসলামের পথে সহজ ও সুন্দর, সাজানো পথচলার আরেকটি নাম হলো আইওএম। আলহামদুলিল্লাহ অসংখ্যক শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে,উনি আমাকে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হিসেবে কবুল করে নিয়েছেন। এখানে শিখানো প্রতিটা শব্দ যেনো নিজের জীবনে পরিচালন করতে পারি সেই দোয়া করবেন আমার জন্য।
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barkatuh. First of all, I would like to express my gratitude to the Almighty God. By the infinite mercy of the Almighty God, I got the opportunity to get admitted to the Islamic Online Madrasa. Getting admitted to the Alim course was not that easy for me. But Allah made it easy. Having an online platform like the Islamic Online Madrasa has provided many benefits to those of us who studied in the general line. Especially for women, it has been more beneficial. We, who are women, do not need to go out to study in the Madrasa. There is no fear of creating fitnah even during online classes. Which has inspired me a lot. I want to get my other two sisters admitted to this institution as well. The excellent classes have inspired me even more towards Islam. There are regular classes and a good arrangement for exams after classes. The fact that the classes are held at night has been another benefit. I was admitted here mainly to earn the pleasure of Allah.... After taking the classes, I felt that I still lacked many things. I still have a lot to learn. Finally, I would say that the best medium to learn about Islam was the Islamic online madrasa. I am now in the first semester of the Alim course, if Allah spares me, I will finish this long three-year course with honesty, Insha Allah.read more
IOM is undoubtedly a blessing from Allah (SWT) for us. I sincerely pray for those who have worked tirelessly behind this remarkable initiative. Through them, thousands of people are getting the opportunity to come closer to the path of Islam and shape themselves accordingly. Attending the classes here brings me a profound sense of peace that is beyond words. Alhamdulillah, I am learning and discovering so much. Everything I do is solely for the pleasure of Allah (SWT), in the hope of attaining Jannah.
May Allah (SWT) guide us all on the path of Islam and make our families righteous as well, so that we can live our lives with firm faith. Ameen.
Alhamdulillah, Islamic Online Madrasa is a great platform where you can gain authentic Islamic knowledge from the comfort of your home. Subjects like Qur'an, Hadith, Fiqh, Aqeedah, and more are taught under the guidance of knowledgeable and experienced teachers.
What I liked: Online classes that save time and effort. Lessons from qualified and experienced scholars. Both live sessions and recorded lectures are available. Opportunity to ask questions and clarify doubts. Well-structured syllabus for effective learning.
In today's digital era, this madrasa is an excellent opportunity for those who wish to learn Islam but struggle with time and accessibility. Personally, I have benefited a lot from their teachings. May Allah bless this madrasa and make it a means for many to acquire true Islamic knowledge. Ameen!
আইওএম হচ্ছে জেনারেল পড়ুয়াদের জন্য বেস্ট একটা অনলাইন মাদ্রাসা।সব কিছু এত গোছানো মা শা আল্লাহ।দ্বীনি ইলম অর্জন করার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আইওএম।।উস্তাদ রা কত ভাল মা শা আল্লাহ।।আল্লাহ সুবহানাল্লাহু তা'য়ালা আইওএম এবং আইওএমের উস্তাজ, উস্তাজা, ত্বলিবে ইলমদের কবুল করে নিক আমিন, ছুম্মা আমিন।
হাদিস শরীফে বর্নিত রাসুল (সা.) বলেন, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম ত্বলব করা ফরজ। আমার মনে হয়েছে নামাজ পড়া, পর্দা করা যেমন ফরজ ইবাদত দ্বীনি ইলম শিখাও আমার জন্য ফরজ। এই হাদিসটা দ্বীন শিখার আগ্রহ আরো বেশি বাড়ায় আলহামদুলিল্লাহ ❤️। তাই তো আইওএম ভর্তি হয়ে যাই।এখন মনে হয় হায় আফসোস! আরো আগে কেন ভর্তি হলাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️আইওএম অনেক উপকারি একটা শিক্ষা প্রতিষ্ঠান।
আইওএম দ্বীনি ইলম অর্জন করার জন্য উত্তম একটা প্ল্যাটফর্ম। মা বোনদের জন্য এমন একটা প্রতিষ্ঠান খুব উপকারী হাজারো জেনারেল পড়ুয়া মা বোন এখানে পড়তেছে এই প্লাটফর্মে না আসলে বুঝতেই পারতাম না আইওএম আল্লাহর দেয়া নিয়ামত, একটা প্রশান্তির জায়গা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই রাব্বুল আলামীনের প্রতি তিনি আমাকে একজন ত্বলিবুল ইলম হিসেবে কবুল করেছেন। আল্লাহ তায়ালা যেন আমাকে একজন প্রকৃত আলিমা হওয়ার তৌফিক দেন, আমিন।
আমি যখন প্রথমবার আইওএম (ইসলামিক অনলাইন মাদরাসা) সম্পর্কে জানতে পারি, তখন আমার জীবন ছিল এক অন্ধকারের মধ্যে। ইসলামের প্রকৃত শিক্ষা এবং হেদায়েতের জন্য আমার হৃদয়ে এক খুঁজে চলা ছিল। কিন্তু ব্যস্ততা, দুনিয়ার মোহ, এবং সামাজিক প্রভাব আমাকে সঠিক পথে চলতে বাধা দিয়েছিল। তবে আইওএম যখন সামনে আসে, তখন আমি অনুভব করি এটি আমার জন্য আল্লাহর রহমত হতে পারে।
আইওএম একটি অনলাইন মাদরাসা, যেখানে যে কেউ নিজেকে দ্বীনের পথে পরিচালিত করতে চাইলে শিক্ষার সুযোগ পায়। তাদের কোর্সগুলি খুবই বিস্তারিত এবং সুলভভাবে গঠন করা, যাতে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারে। আমি যখন প্রথম এখানে ভর্তি হই, তখন বুঝতে পারলাম যে, এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি পরিবেশ, যা আমাকে ইসলামের প্রতি আমার বিশ্বাসকে গভীর করার সুযোগ দেয়।
আমার জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আইওএম-এর অনলাইন প্ল্যাটফর্ম, যেটি আমাকে ঘরে বসেই ইসলামের শিক্ষা গ্রহণের সুযোগ দিয়েছে। আমি বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছি, এবং প্রতিটি কোর্সই আমাকে ইসলামের গভীরে পৌঁছানোর এক নতুন উপলব্ধি দিয়েছে। বিশেষত, আলিম... কোর্সটি আমাকে ইসলামের প্রতিটি দিক সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দিয়েছে এবং এর দ্বারা আমি নিজেকে আরও যোগ্য করে তুলতে পারি।
আইওএম-এর শিক্ষকগণ অত্যন্ত অভিজ্ঞ এবং সুদক্ষ, যারা কেবল শিক্ষা দেন না, বরং প্রতিটি শিক্ষার্থীকে আল্লাহর পথে পরিচালিত করতে দিকনির্দেশনা দেন। এই প্রতিষ্ঠানটি এমন একটি জায়গা, যেখানে ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার পাশাপাশি, আমাদের ব্যক্তিগত জীবনের উন্নতির জন্যও উপদেশ ও সহায়তা পাওয়া যায়।
আইওএম-এর একটি বিশেষ দিক হল তাদের পদ্ধতি – সহজ, অথচ গভীর। এটি কেবল একটি পদ্ধতিগত শিক্ষার চেয়ে অনেক বেশি কিছু; এটি আমাদের মন এবং হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে। একদিকে যেখানে আমি ইসলামের শাস্ত্রীয় জ্ঞান অর্জন করেছি, সেখানে অন্যদিকে আমি নিজেকে আত্মিকভাবেও উন্নত করতে পেরেছি।
এই যাত্রা কখনোই সহজ ছিল না। দুনিয়ার মোহ, অতীতের ভুল, এই সব কিছুই আমাকে অনেকবার হারিয়ে যেতে উৎসাহিত করেছে। তবে আইওএম-এর শিক্ষা আমাকে সেই কঠিন মুহূর্তে সহায়তা দিয়েছে, আমাকে আবার সঠিক পথে ফিরে আসতে উৎসাহিত করেছে। যখন আমি এখানে ভর্তি হলাম, আমি অনুভব করলাম যে, আমি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রায় অংশগ্রহণ করছি।
আইওএম-এর মাধ্যমে আমি যে শান্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আল্লাহর সাহায্য এবং আইওএম-এর উপদেশ আমাকে সেই জীবন ফিরিয়ে দিয়েছে, যেটি আমি হারিয়ে ফেলেছিলাম। আজ আমি জানি, এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান নয়, বরং আল্লাহর পথে ফিরে আসার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
এই প্রতিষ্ঠানটির প্রতি আমার একটি গভীর কৃতজ্ঞতা রয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করেন, আমি এখান থেকে আরও শিখব এবং ইসলামের পথে চলতে থাকব। আমি আইওএম-কে আন্তরিকভাবে সুপারিশ করি, বিশেষ করে তাদের জন্য যারা দ্বীনের পথে ফিরে আসতে চান এবং ইসলামের গভীর শিক্ষা গ্রহণ করতে চান।read more
IOM একটি চমৎকার ইসলামিক শিক্ষা প্ল্যাটফর্ম। এখানে কুরআন, হাদিস, ফিকহসহ ইসলামিক বিভিন্ন বিষয়ে সহজ ও সুন্দরভাবে শেখানো হয়। আলহামদুলিল্লাহ, আমি এখানে পড়ে উপকৃত হচ্ছি। যারা দ্বীন সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এটি দারুণ সুযোগ।
আলহামদুলিল্লাহ এই ফেতনার যুগে বহু মানুষের দ্বীনের জ্ঞান আরো উন্নত আর সমৃদ্ধ করার জন্য আপনাদের ধন্যবাদ। সেই সাথে আই ও এম এর ফতোয়া বিভাগ এর জন্য জানাই আলাদা ভাবে শুক্রিয়া🙏 আল্লাহ তায়ালা আই ও এম এর সকল কাজ সহজ করে দিক এই দোয়া রইলো।
আলহামদুলিল্লাহ । আমাদের মতো জেনারেল পড়ুয়াদের জন্য দ্বীন শিখার জন্য একটু সুন্দর প্লাটফর্ম আইওএম । আলহামদুলিল্লাহ । আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই IOM এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই অনলাইন মাদ্রাসার সবচেয়ে ভালো লেগেছে ওস্তাদদের পড়ার ধরণ,এবং তাদের নসীহা গুলো।এত কিছুর মাঝেও বোনদের কন্ঠের হেফাজত হয় মাশা আল্লাহ! এইখানে এসে এক অন্য পরিবেশ! দুনিয়াবি পড়ালেখায় কে কাকে ছাপিয়ে যেতে পারে সেই চিন্তায় যখন ব্যস্ত, তখন এইখানের প্রত্যেক টা বোন কে কাকে সুন্দর করে পড়া বুঝাতে পারবে, সবাই ধৈর্য্যের সাথে প্রতিটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ধৈর্য, বিনয়,নম্রতা এইসব গুণাবলি সহজেই এইখান থেকে শিখা যায় আলহামদুলিল্লাহ ।
আলহামদুলিল্লাহ দ্বীন শেখার জন্য উত্তম একটা প্ল্যাটফর্ম। আইওএম আল্লাহর দেয়া নিয়ামত, আমার প্রশান্তির জায়গা।আলহামদুলিল্লাহ শুকরিয়া আমার রবের প্রতি তিনি আমাকে একজন ত্বলিবুল ইলম হিসেবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি সহোবতে শেষ অবধি লেগে থাকার তৌফিক দেন, আমিন।
আলহামদুলিল্লাহ। যথেষ্ট সমৃদ্ধি রয়েছে প্রতিষ্ঠানটিতে। বিশেষ করে ওস্তাদরা হৃদয় জয় করে নিয়েছে। ওস্তাদদের সাবলীলভাবে পড়া শিক্ষা দেওয়া থেকে শুরু করে তাদের দ্বীনের ফিকির মনমুগ্ধ করেছে।
alhamdullillah din sekhar jnno iom er student baniye allah amy upore onek boro rohom korchen tader sekhanor dhoron bebobhar sotti prosongsa kore ses korar moto noy
আলহামদুলিল্লাহ, IOM (www.iom.edu.bd) অনলাইন মাদ্রাসার একজন ছাত্র হিসেবে আমি খুবই আনন্দিত। এখানে কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামিক শিক্ষা অত্যন্ত সহজবোধ্য ও আকর্ষণীয়ভাবে শেখানো হয়। অভিজ্ঞ ও যোগ্য উস্তাদগণ অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের শিক্ষা দেন, যা আমাদের দ্বীনি জ্ঞান অর্জনে অনেক সহায়ক।
তাছাড়া, অনলাইন ক্লাসের ব্যবস্থাও অত্যন্ত সুসংগঠিত এবং সহজবোধ্য, ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে শিক্ষা গ্রহণ করা সম্ভব। ইসলামী শিক্ষার প্রসারে IOM একটি অসাধারণ উদ্যোগ। যারা সত্যিকারের ইসলামী জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করুন এবং এর শিক্ষকদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
এই মাদ্রাসায় আলিম প্রিপারেটরি কোর্সে- ❝তাজবীদ(শুদ্ধভাবে কোরআন পড়ার নিয়ম-কানুন),আকিদা,ফিকহ,কোরআন ট্রান্সলেশন,দাওয়াহ,এরাবিক ল্যাঙ্গুয়েজ,এরাবিক গ্রামার,সিরাহ(নবী (সাঃ)এর জীবনী),দোয়া এবং সুন্নাহ,হাদিস ও সুন্নাহ,ইসলামিক হিস্ট্রি,ইলমের আদব,উর্দু ভাষা,রিসার্চ এবং মাসায়েল❞ ইত্যাদি বিষয়ে জ্ঞান প্রদান করা হয়।এছাড়াও ফরযে আইন এবং বিভিন্ন সিঙ্গেল ইসলামিক কোর্স রয়েছে।তাছাড়া তালিম,অফলাইন গেট টুগেদার,বিভিন্ন ফ্রী কোর্স,পরীক্ষায় ভালো করলে গিফটস,সার্টিফিকেট ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।দ্বীন শেখার জন্য অনলাইন মাদ্রাসাগুলোর মধ্যে এটি একটি বেস্ট মাদ্রাসা।
মহান রাব্বুল আলামীন এর কাছে এখানের সব উস্তাদ - উস্তাজাদের জন্য মন থেকে দোয়া! হে আল্লাহ ! আপনি এই দ্বীনী প্রতিষ্ঠানকে আরোও বড় করে দিন! যাতে ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছিয়ে যায় সব জেনারেল পড়ুয়া ছেলেমেয়েদের জীবনে 🥀🖤
Alhamdulillah.. Islamic Online Madrasah is a reliable and heterogeneous organisation on online platform. With the help of this institution many school, college student's are also able to learn Islam. Best wishes for Islamic online Madrasah. I hope Islamic Online Madrasah will continue to be more successful in the upcoming days. Jajak-Allahu Khairan.
আলহামদুলিল্লাহ!!! অনলাইন প্লাটফর্মে একটি ভিন্নধর্মী এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো ইসলামিক অনলাইন মাদ্রাসা (আইওএম)। আইওএম সম্পর্কে জানা হয় মূলত ফেসবুকের মাধ্যমে। তারপর মহান রব আলিম কোর্সে ভর্তির সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ আইওএম এ ভর্তি হতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি।আমার মতো এমন হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দ্বীন শিখতে পারছে এই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে। তাই একজন আইওএমিয়ান হিসেবে আমি গর্বিত।
আইওএম এর সকল উস্তায-উস্তাযা এবং স্টাফদের প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করছি।
ইসলামিক অনলাইন মাদরাসা--জেনারেল থেকে দ্বীনে ফেরা যুবাদের জন্য এবং যারা বিভিন্ন ব্যবস্থার দরুণ অফলাইনে ধারাবাহিকভাবে দ্বীন শেখার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।
ছোটবেলা থেকে জেনারেল ব্যাকগ্রাউন্ডেই পড়াশোনা করেছি। এখনও পড়ছি। জীবন চলার পথে মোড়ে-মোড়ে রন্ধ্রে-রন্ধ্রে পদস্খলিত হওয়ার সকল উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও আল্লাহ সুবহান ওয়া তা'আলার ভালোবাসা ও দয়ায় দ্বীনে ফেরার সুযোগ পাই। দ্বীন শেখার আগ্রহ ও ইচ্ছাশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আইওএম এর শিক্ষার্থী হওয়ার সিদ্ধান্ত নিই। স্বপ্ন একজন দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাদ দ্বীন হওয়ার। আমার মতো এবং আরো অসংখ্য ভাই-বোনদের মতো যারা অফলাইনে ধারাবাহিকভাবে দ্বীন শেখার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য আইওএম হাইলি রিকমেন্ডেড। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।
আমার আল্লাহর অশেষ রহমতে এই প্লাটফর্ম (IOM) এর সাথে যুক্ত হতে পেরেছি। এটলিস্ট নিজের জন্য, নিজ পরিবারের জন্য এখানে ইলম অর্জনের উদ্দেশ্যে যুক্ত হওয়া উচিত অন্যান্য ভাই ও বোনদের।
بسم الله الرحمن الرحيم - পড়াশোনার করেছি জেনারেল লাইনে। দীর্ঘদিন ধরেই দিন শেখার আগ্রহ ছিল, কিন্ত কি ভাবে শিখব তা বুঝতে পাচ্ছিলাম না। মাসলা মাসায়েল জানার জন্য আলেম ওলামাগনের কাছে যেতাম, কিন্ত একেকজন আলেম বিভিন্ন ধরনের ফতোয়া বা পরামর্শ দিতেন। একারণে আমি দ্বিধায় পড়েযাই। কারণ বেসিক এলেম না থাকলে হক্কানী আলেম চেনা যায় না। দিন দিন আমার এই আগ্রহ আরও বৃদ্ধি পায়। এরপর, গত মে মাসে আমার বাবার সঙ্গে আমি হজ্জে যাই। সেখানে যাওয়ার পর আমার দীন শেখার আগ্রহ আরও বৃদ্ধি পায়। বিশেষ করে যখন মদীনায় রাসূলুল্লাহ(সঃ)- এর রওজা জিয়ারত এ যাই তখন আমার এমন এক অনুভূতি হয়, যে রাসূলুল্লাহ (সঃ) সমগ্র জগতের জন্য নূর নিয়ে এসেছেন, সেই নূরের কিছু অংশ আমার কল্বে থাকা উচিত।
এরপর আমি হোটেলে ফিরে অনলাইনে সার্চ করি (ইন্টারনেট মাদ্রাসা) , প্রথমেই IOM এর ওয়েবসাইট সামনে আসে। আমি ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পড়ে সিদ্ধান্ত নেই এই আলিম কোর্সটি করার জন্য। এরপর এক দিন বাদ আছর মসজিদে নববীতে বসে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করি।
আলহামদুলিল্লাহ গত ৩ মাস আমি এই... কোর্সে শিক্ষার্থী হিসেবে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই শিখছি যা স্বাভাবিক ভাবে বা অন্য কোন ভাবে শিখতে পারতাম না। এইজন্য আমি মহান আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং IOM এর প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আমার সকল উস্তাদগনকে ধন্যবাদ জানাচ্ছি । যাঝাকাল্লাহু খইরন।read more
দ্বীনী জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য মাধ্যম। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ব্যস্ততার জন্য যাদের দ্বীনী জ্ঞান অর্জনে সময় করতে পারেন না, তাদের জন্য IOM খুব ভাল একটা পছন্দ হতে পারে, এবং কোর্সগুলো সামর্থ্যের মধ্যে।