শিক্ষার্থীদের মতামত

Shra Boni
Shra Boni
06:10 16 Sep 25
জেনারেল পড়ুয়াদের দ্বীন শেখার জন্য IOM অনেক ভাল একটি প্রতিষ্ঠান।
নিজে নিজে পড়া আর উস্তাদের নির্দেশনায় পড়ালেখার মধ্যে পার্থক্য আছে। এই বুঝটা লাভ করি IOM এর মাধ্যমেই। আগে অনেকবার ভেবেছি নিজে নিজে ইসলামের বিষয়গুলো পড়বো। কিন্তু কখনও সফল হতে পারি নি। তবে IOM এ উস্তাদদের দিক নির্দেশনায় এবং সুশৃঙ্খল পাঠদানের পদ্ধতির কারণে পড়ালেখার ধারাবাহিকতা রক্ষা করে সহজ হচ্ছে। এবার যখন সুযোগ পেয়েছি, আমি দৃঢ়ভাবে চেষ্টা করবো IOM এর আলিম কোর্স শেষ করার।
أم عمار
أم عمار
05:50 16 Sep 25
দীনে ইলম ত্বলব করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই ফরজ ইবাদত ছোটো থাকতে পালন করতে পারিনি। দীনের বুঝ হওয়ার পর থেকেই চেষ্টা করে গিয়েছি কোনো প্রতিষ্ঠান থেকে ইলম অর্জন করার। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল বলে ততদিন পর্যন্ত সফল হইনি। এরপর দীনী বোনদের থেকে আইওএম সম্পর্কে জানতে পারি। সবকিছু বিবেচনা করে মনে হলো এটিই আমার জন্য সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান। ইলম অর্জনের জন্য আইওএম- কে বেছে নেওয়া আল্লাহর রহমত। ওস্তাদ, মুক্বরিরা আপু আমাদের প্রতি অত্যাধিক যত্নশীল। আল্লাহ সব সময় আমাকে আইওএম এর সাথে লেগে থাকার তাওফিক নসিব করুন, এবং সকলকে কবুল করুন।
Tania Sultana
Tania Sultana
03:06 16 Sep 25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটিয়ে আলিম কোর্সে ভর্তি হতে পেরেছি। উস্তাদগণের প্রত্যেকটা দারস আমাদের ইলমে দ্বীনের খোরাক জোগায়। আলহামদুলিল্লাহ, অনেক অজানা ইলম জানার সুযোগ হয়েছে।উস্তাদ, মুকারিরাহ আপু সবার অমায়িক ব্যবহার মন ছোঁয়ে যায়।আমার জীবনে দ্বীনি ইলম অর্জনের সেরা একটা প্রতিষ্ঠান আইওএম।আল্লাহ সুবহানাহু তা আলা, আলিম কোর্সের সাথে শেষ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করুন,আমীন।
Binte Alam
Binte Alam
03:04 16 Sep 25
অনলাইনে এত অপূর্ব একটি দ্বীনি প্ল্যাটফর্ম থাকতে পারে—যদি IOM-এর সাথে পরিচয় না হতো, হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। আলহামদুলিল্লাহ।

ভাবিনি কখনো, ঘরে বসে এমন গভীরতা ও ভালোবাসা নিয়ে দ্বীনের ইলম শিখতে পারব। কিন্তু IOM আমার জীবনে এক নতুন দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে আমাদের মতো মেয়েদের জন্য—যাদের নানা সীমাবদ্ধতার কারণে বাইরে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না—এটি সত্যিই এক অমূল্য নেয়ামত ও রহমত।

২০২৩ সালে যখন প্রথম একটি সিঙ্গেল কোর্স করি, তখনই বুঝেছিলাম—এ প্ল্যাটফর্ম শুধু ইলমের নয়, বরং হৃদয়েরও এক প্রশান্ত নীড়। উস্তাদদের আন্তরিক পড়ানো, স্টাডি গ্রুপের উষ্ণ পরিবেশ, সি-আর আপুদের স্নেহময়ী সহযোগিতা, আর এম-আর আপুদের অসীম ধৈর্য—সবকিছু মিলিয়েই প্রতিবার হৃদয় ভরে গেছে কৃতজ্ঞতায়। আল্লাহ তাঁদের প্রত্যেককে উত্তম প্রতিদান দিক।

অনেকদিন ধরে আলিম কোর্সে ভর্তি হওয়ার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা পূরণ হচ্ছিল না। অবশেষে আল্লাহ তায়ালার অশেষ করুণায় ২০২৫ সালের ২৫১৪ ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এ যেন দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এক স্বপ্নপূরণ।

IOM-এর সম্পর্কে ... আমি আমার ফ্রেন্ডদেরও বলেছি। আলহামদুলিল্লাহ, তাঁদের অনেকে আগ্রহী হয়ে ভর্তি হয়েছেন, আবার কেউ কেউ ফ্রি কোর্স করে দ্বীনের স্বাদ পেয়েছেন।

আমার একান্ত দোয়া—IOM যেন আরও অসংখ্য নিঃস্ব হৃদয়, হারানো প্রাণ আর বিচ্ছিন্ন জীবনের মানুষদের দ্বীনের উষ্ণ নীড়ে ফিরিয়ে আনে। আমীন।
read more
Maria Nur
Maria Nur
01:12 16 Sep 25
যারা জেনারেল লাইনে পড়ে বা অফলাইনে মাদ্রাসায় গিয়ে পড়া সম্ভব না তাদের জন্য একটা বেস্ট প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক অনলাইন মাদ্রাসা বা ও আই ও এম। এই মাদ্রাসার সিলেবাস,রুটিন এবং পাঠদান পদ্ধতিতে খুবই ভাল।
امتله حفصة
امتله حفصة
20:11 15 Sep 25
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমি IOM-এর আলিম কোর্সের একজন ছাত্রী। আল্লাহর পথে এগোনোর জন্য IOM আমার জন্য এক অমূল্য নিয়ামত। এখানে শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ এবং আধ্যাত্মিক দিক থেকে শিক্ষা গ্রহণের সুযোগ সত্যিই অসাধারণ।

IOM-এর মাধ্যমে ঘরে বসেই দ্বীনীয় শিক্ষা অর্জন করেছি। হৃদয় শান্তি পেয়েছে, দুনিয়ার ব্যস্ততার মধ্যেও আল্লাহর দিকে ফিরেছি। কঠিন সময়ে এটি আমাকে দুনিয়া থেকে আল্লাহর দিকে পথ দেখিয়েছে।

আলহামদুলিল্লাহ, IOM-এর শিক্ষার্থী হতে পেরে গর্বিত। এখানে কুরআন ও হাদীসের আলোকে জীবন গড়ার শিক্ষা পাচ্ছি, যা আমার আখিরাতের জন্যও উপকারী।

IOM মানেই শিক্ষার মান, IOM মানেই ভালোবাসা… 🤍
Md Sharif Al Amin
Md Sharif Al Amin
14:59 15 Sep 25
আলহামদুলিল্লাহ, ব্যস্ততার এ জীবনে ইলম অর্জনের পথে একটা প্লাটফর্ম। অনলাইনকে নেকি অর্জনের মাধ্যম বানানোর হাতিয়ার । মা শা আল্লাহ
Maisha Islam
Maisha Islam
14:08 15 Sep 25
আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল, মহান আল্লাহর অশেষ রহমতে আমি ও আইওএম এর আলিম কোর্সের একজন ত্বলিবুল।আল্লাহর জন্য ভালোবাসি আইওএমকে।আইওএমের সাথে এই ভালোবাসা যেন জান্নাত অবধি চলমান থাকে (আমিন)।আমার জন্য দ্বীন শিক্ষার জন্য আইওএম বেস্ট।ইলম শিক্ষার একটি অন্যতম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এত সুন্দর সাজানো গোছানো প্ল্যাটফর্ম আমাদের মতো জেনারেল পড়ুয়াদের জন্য একটা নেয়ামত।শুধু আমাদের জন্যই না সকল শ্রেণি পেশার মানুষের জন্যই নেয়ামতস্বরূপ।IOM-এর মাধ্যমে ঘরে বসেই আধ্যাত্মিক শিক্ষা ও আখিরাতের প্রস্তুতি গ্রহণ করেছি। হৃদয় শান্তি পেয়েছে, আল্লাহর নিকট ফিরেছি।দূর্দিনে IOM আমাকে দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরিয়েছে ।
আলহামদুলিল্লাহ, আমি IOM মাদ্রাসার ছাত্রী হতে পেরে গর্বিত। এখানে কুরআন ও হাদীসের আলোকে দীনী শিক্ষা ও সুন্দর ইসলামী পরিবেশে জীবন গড়ার সুযোগ পাচ্ছি।

IOM মানেই সুন্দর কিছু অনুভূতি, IOM মানেই ভালোবাসা...🤍
Mim Islam
Mim Islam
14:01 15 Sep 25
আইওএম হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে একজন জেনারেল স্টুডেন্ট খুব সহজে মাদ্রাসায় পড়তে পারবে।
আইওএম এর ২৫১৪ ব্যাচ এর একজন শিক্ষার্থী আমি।
এ প্রতিষ্ঠানে একটি অংশ হতে পেরে আমি অনেক উপকৃত হয়েছি। একজন মুসলমান হিসেবে ইসলামের সকল বিধিবিধান এখানে খুব সুন্দর করে শিখানো হয় ।এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার ইলম বৃদ্ধি করতে পারছি।এখানে ভর্তি হওয়ার পর আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি ।
উম্মে আম্মারা
উম্মে আম্মারা
09:30 15 Sep 25
ما شاء الله
যারা অনলাইনে মাদ্রাসায় পড়ে ইলম অর্জন করতে চান ,
তাদের জন্য এটা সত্যিই উপকারী!
M. Hakim
M. Hakim
06:53 15 Sep 25
আইওএম সম্পর্কে অবগত হই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের দ্বীনি গ্রুপ এবং এর প্রাক্তন শিক্ষার্থীদের ইতিবাচক পর্যালোচনা থেকে। পরবর্তীতে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের কার্যপরিচালনা ও আলিম প্রিপারেটরি কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে সিলেবাস ও কোর্স ফি আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও প্রশংসনীয় মনে হয়, যার ফলস্বরূপ আমি এখানে ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করি।

প্রথম সেমিস্টারেই আমার প্রত্যাশা সম্পূর্ণরূপে পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। ক্লাসের পাঠদান পদ্ধতি, সুসংগঠিত পরীক্ষা ব্যবস্থা এবং উস্তাজদের শিক্ষাদান কৌশল অত্যন্ত সৃজনশীল ও কার্যকর। বিশেষভাবে প্রশংসনীয় হলো তাদের সময়ানুবর্তিতা; নির্ধারিত সময়েই উস্তাজদের ক্লাসে উপস্থিতি তাদের পেশাদারিত্ব ও শিক্ষার্থীদের প্রতি তাদের দায়িত্ববোধের পরিচায়ক।

এছাড়াও, মারছুছ উস্তাজের ট্রেইনিং ক্লাসে আইওএম-এর কার্যক্রমের ব্যাপকতা ও গভীরতা সম্পর্কে জানতে পেরে আমি অভিভূত। এই প্রতিষ্ঠানটি শুধু প্রচলিত শিক্ষাই প্রদান করছে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টির জন্য সমাজের সামগ্রিক উন্নয়ন ও মানবজাতির হেদায়েতের জন্য নিরলস কাজ... করছে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যেনো এই প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বীনের খেদমতকে আরও প্রসারিত করে দেন এবং এর সকল প্রচেষ্টা কবুল করেন।
read more
Munmun Nahar
Munmun Nahar
06:18 15 Sep 25
আলহামদুলিল্লাহ IOM এ ভর্তি হতে পারা মহান রবের অনেক বড় নিয়ামত।জব,সংসার,বাচ্চা সব মিলিয়ে অফলাইন কোন মাদ্রাসায় পড়া অসম্ভব ছিল।মহান রব IOM এর সকল কতৃপক্ষদের উত্তম প্রতিদান দান করুন।
Saabira Sheikh Rupa
Saabira Sheikh Rupa
00:32 15 Sep 25
Masha-Allah IOM is truly an institution where one can only hope to gain knowledge. May Allah take their institution to greater heights, Insha'Allah.
Masud Rana Hemal
Masud Rana Hemal
00:06 15 Sep 25
আলহামদুলিল্লাহ আইওএম এ ভর্তি হতে পারা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত।ঘরে বসে আল্লাহর দিন সম্পর্কে জানতে পারতেছি।কারণ চাকরি করে আমার পক্ষে অফলাইনে ক্লাস করা সম্ভব ছিল না । এইজন্য আইওমের প্রতিস্টাতা এবং সকল উস্তাদ কে আল্লাহ তায়ালা রহমত করুক এবং আমাদেরকেও দিন শেখার তৌফিক নসিব করুক।
Habîba ʚĭɞ
Habîba ʚĭɞ
18:01 14 Sep 25
Alhamdulillah, IOM is one of my favourite online Madrasas. The teaching style of the Ustaz here is truly excellent, Ma Sha Allah.
Sathi Chowdhury
Sathi Chowdhury
19:10 13 Sep 25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আইওএম- এর একজন আলিম কোর্সের একজন ত্বলিবা। আই ও এমের সাথে পথ চলা আমার ২০২২ সাল থেকে। রমাদান ফ্রি কোর্সের মাধ্যমে এর সাথে আমার পরিচিতি। ।আই ও এম- এর উসিলায় আল্লাহতালা আমাকে দ্বীনের বুঝ দান করেছেন। আইওএম-এর শিক্ষাদান পদ্ধতি, সুশৃংখল ও সুন্দর গোছানো নিয়ম পদ্ধতি সত্যিই আমাকে মুগ্ধ করেছে। উস্তাদ- উস্তাজা , এম আর ,সি আর সকলের আচার-আচরণ আমাকে আরো বেশি অনুপ্রাণিত ও মুগ্ধ করেছ এই প্রতিষ্ঠানের প্রতি।ভালোবাসার আরেক নাম আইওএম। দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আইও এম বেস্ট।একটা দিনও আইওএম ছাড়া পার করতে চাই না। আইওএম ছাড়া আমার একটা দিনও যেন না কাটে আল্লাহর কাছে এই দোয়া করি।আই ও এম এর মাধ্যমে আল্লাহতালা যে এত প্রশান্তি দিয়েছেন সেটা লিখে বা বলে বোঝানো যাবে না। আইওএম এর সাথে যারা রিলেটেড তারাই ভালো জানে এখানে আল্লাহতায়ালা কি প্রশান্তি রেখেছেন। তাই যারা সহজ ভাবে দ্বীনের জ্ঞান অর্জন করতে চান তারা আইওএমএ এডমিশন নিতে পারেন ইনশাআল্লাহ ।আল্লাহতালা তার রহমত এবং বরকতের চাদরে আমাদের আই ও এম প্রতিষ্ঠানকে এবং এর সাথে... সংশ্লিষ্ট সবাইকে জড়িয়ে নিক এই দোয়া করি। আল্লাহ তায়ালা সকল প্রকার হাসাদ ,বদনজর থেকে আমাদের এই প্রতিষ্ঠানকে রক্ষা করুক। দুনিয়া এবং পরকালের উভয় জগতেই আই ও এম কে চাই ।এই প্রতিষ্ঠানের সাথে যাত্রা যেন জান্নাত অব্দি হয় এটাই আমার রবের কাছে চাওয়া।read more
Ritu Khatun
Ritu Khatun
15:09 13 Sep 25
আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল, মহান আল্লাহর অশেষ রহমতে আমি ও আইওএম এর আলিম কোর্সের একজন ত্বলিবুল।আল্লাহর জন্য ভালোবাসি আইওএমকে।আইওএমের সাথে এই ভালোবাসা যেন জান্নাত অবধি চলমান থাকে (আমিন)।আমার জন্য দ্বীন শিক্ষার জন্য আইওএম বেস্ট।
تسليمة أكتار شومة
تسليمة أكتار شومة
09:15 12 Sep 25
"IOM is an excellent madrasha with great teachers, well-organized classes, and a strong syllabus. I’m very happy to be a part of it."

Batch : 2514 (alim)
Roll : 25140120125
Kazi Maskawath
Kazi Maskawath
00:15 10 Sep 25
দ্বীনি জ্ঞান অর্জনের সময় কিছুটা অগোছালো ছিল। কীভাবে শুরু করবো, কী পড়বো—সে বিষয়ে পরিষ্কার ধারণা ছিল না। অনেক অনলাইনে কোর্স করেছিলাম, কিন্তু কোনোটি সম্পূর্ণ সাজানো-গোছানো ছিল না, যা একজন সাধারণ মুসলিমের জন্য পথনির্দেশ হিসেবে কাজ করবে। ঠিক তখনই ফেসবুকে IOM অনলাইন মাদরাসার খোঁজ পাই। IOM-এর ওয়েবসাইট ঘুরে দেখি—পুরো কোর্স সাজানো, গুছানো এবং সাধারণ মুসলিমের জন্য সহজপাঠ হিসেবে উপযোগী। ক্লাসগুলো সময়মত হয়, উপস্থিত না থাকতে পারলেও রেকর্ডেড ভিডিও আছে, পুরো সিস্টেম ডিজিটাল, সমস্যা হলেও সাপোর্ট সিস্টেম আছে, ফোন দিয়ে খোঁজ খবরও রাখে ছাত্রছাত্রীদের।
Taslima Jannat Tanju
Taslima Jannat Tanju
03:52 06 Sep 25
I feel very blessed to be a part of IOM(the best online platform for islamic knowledge).Best way to know about our deen in our very busy life..May Allah(SWT) make them more prosperous and grant all of us Jannah.Ameen
Rumane Jannat
Rumane Jannat
07:33 05 Sep 25
IOM মানেই সুন্দর কিছু অনুভূতি, IOM মানেই ভালোবাসা...🤍
Amatullah Hafsa
Amatullah Hafsa
07:10 05 Sep 25
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও আইওএম এর একজন সদস্য হতে পেরেছি।।আল্লাহ তায়ালা আমাকে ইলম অর্জনের একটা সুযোগ করে দিয়েছেন।আল্লাহ তায়ালা উনাদের কাজ কবুল করুন।আমিন।
Abida Sultana
Abida Sultana
16:37 04 Sep 25
আইওএম হলো একটা আতরের মতো আতর যেমন সব জায়গায় খুশবু ছড়ায় ঠিক তেমনি আইওএম ও ইলমের খুশবু ছড়ায়।আইওএম জীবনের অবিচ্ছেদ্য অংশ।
Riad Vai
Riad Vai
16:07 03 Sep 25
Online e best ekta potistan
Md. Mainul Kader
Md. Mainul Kader
12:39 03 Sep 25
আমি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেছি এবং পরে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছি। আমার পরিবারের সদস্যরা ধর্মপ্রাণ, তাদের প্রেরণাতেই আমার মনে ধর্মীয় অনুশীলনের প্রতি আগ্রহ জেগেছে।
একদিন আমি ইন্টারনেটে ইসলাম সম্পর্কে জানার উদ্দেশ্যে অনুসন্ধান করছিলাম। তখনই আমার চোখে পড়ে আইওএম ইসলামিক এডুকেশন সেন্টার। শুরু থেকেই এটি আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। এর পাঠ্যক্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার পরিবেশ আমাকে গভীরভাবে প্রভাবিত করে।
একজন প্রাইভেট চাকরিজীবী হিসেবে আমার পক্ষে নিয়মিত সরাসরি ক্লাসে উপস্থিত হওয়া বেশ কঠিন। কিন্তু আইওএম আমাকে অনলাইন ক্লাসের সুবিধা দিয়েছে, যা আমার জন্য সর্বোত্তম সমাধান। তাদের কোর্স কাঠামো অত্যন্ত সুন্দর এবং প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য জ্ঞান সমৃদ্ধ। তারা পুরো সিস্টেমটিকে এমনভাবে সাজিয়েছে, যেন এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়।
আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি—আইওএম শুধু আমার ধর্মীয় জ্ঞান বাড়াচ্ছে না, বরং আমার জীবনের প্রকৃত দিকনির্দেশনা... খুঁজে পেতেও সহায়তা করছে। আমি এই প্রতিষ্ঠানে পড়তে পেরে নিজেকে ধন্য মনে করি এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।read more
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
02:45 03 Sep 25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
IOM শুধুই একটা ইসলামিক প্রতিষ্ঠান নয়। বরং এই ফিৎনার যুগে দ্বীনকে ধরে রাখার একটি উপযুক্ত মাধ্যম।
আলহামদুলিল্লাহ
Khalid Masud Yeasin
Khalid Masud Yeasin
10:42 02 Sep 25
IOM makes learning Islamic knowledge easy, inspiring, and rewarding.
Nur Jahan
Nur Jahan
12:11 12 Jul 25
alhamdulillah top follower hadiya❤️❤️❤️❤️
Rehana Akter
Rehana Akter
08:31 12 Jul 25
আলহামদুলিল্লাহ টপ ফলোয়ার হাদিয়া🥰❤️❤️ মাশাআল্লাহ
Sadiya Jyoty
Sadiya Jyoty
12:04 07 Jun 25
আলিম কোর্সে আসার পর অনেক ঘটনার মাধ্যমেই বুঝেছি IOM হলো আমার জন্য একটি অন্যতম বড় নিয়ামত। আর ক্লাসগুলো এতো ভালো লাগে মা শা আল্লাহ! আল্লাহ তা' আলা যেনো শেষ পর্যন্ত লেগে থাকার তৌফিক দেন।
Amatullah Nazia
Amatullah Nazia
06:37 03 Jun 25
আমার মনে হলো, আলিম এর শুরু বা শেষে নয়, মাঝামাঝি তে এসে আজকের এই রিভিউ দিই।

২য় বর্ষ, ৪র্থ সেমির দারসগুলো শেষ হওয়ার পরে IOM নিয়ে আমার একান্ত অনুভূতি,

আমি একমাত্র রবের সন্তুষ্টির জন্য ই, IOM ও এর সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক ভালোবাসি অনেক মোহাব্বত ও করি। অনেক বারাকাহ এর দুআ এই প্রতিষ্ঠান ও এর সাথে যুক্ত সকলের জন্য।

আমার মতো যেই আল্লাহর বান্দা ও বান্দীদের জন্য, যারা "অন্ধকারে আলোর দিশায়" হাতড়ে বেড়ায়, সেই মানুষদের জন্য এক বিশাল মশাল হাতে চলা এক প্রতিষ্ঠানের নামই হলো- IOM, Islamic Online Madrasa, সুবহানাল্লাহ.

যারা সত্যিকার অর্থে দ্বীনি ইলম অর্জনের পথ খুঁজে,এখানে আসে ও শেষ পর্যন্ত লেগে থাকতে পারে ও পারবে, তারাই বুঝতে পেরেছে ও পারবে, এটা আল্লাহর কত বড় নেয়ামত তাঁরা পেয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এখানের সকল ত্বলিবান কে, আল্লাহ সুবহানাল্লাহ যেন আমৃত্যু ত্বলিবান হয়ে, দ্বীন ও দাওয়াতের জন্য আমাদের সকলকে কবুল করেন। আমীন।
مايشا منورة
مايشا منورة
01:54 12 May 25
আল্লাহর কতো সুন্দর প্ল্যান!

কখনো ভাবিনি ঘরে বসে এমন গভীরভাবে দ্বীনের ইলম শিখতে পারব। আইওএম আমার জন্য যেন এক আশ্চর্য দরজা খুলে দিয়েছে। বিশেষ করে আমাদের মতো মেয়েদের জন্য—যাদের নানা সীমাবদ্ধতা থাকে, বাইরের মাদ্রাসায় যাওয়া হয় না—এই প্ল্যাটফর্মটা একরকম রহমত, একরকম ভালবাসা আল্লাহর তরফ থেকে। আমি আল্লাহর কাছে সবসময় দো‘আ করি—এই উম্মাহ দরদী প্রতিষ্ঠানটাকে যেন তিনি কবুল করে নেন, হিফাজত করেন, আরও এগিয়ে দেন। আমিন।
Mousumi Mou
Mousumi Mou
19:23 10 May 25
আমি মনেকরি আইওএম জেনারেল লাইনে পড়া ভাই-বোনদের জন্য আল্লাহ তা'আলার প্রদত্ত একটি রহমত। বিশেষ করে আমাদের মতো মেয়েদের জন্য, যাদের পক্ষে এখন আর অফলাইন মাদরাসায় গিয়ে দ্বীনি শিক্ষা অর্জন করা সম্ভব না। সবসময় দু'আ করি আল্লাহ তা'আলা এই উম্মাহ দরদী প্রতিষ্ঠানকে কবুল করুন। আমিন।
Ismail Hossain
Ismail Hossain
16:48 10 May 25
আলহামদুলিল্লাহ, আইওএম এর আলিম কোর্সে ভর্তি হয়ে আমি খুবই উপকৃত।ওস্তাদগণ খুবই আন্তরিকতার সাথে আমাদের দ্বীন শিক্ষা দিচ্ছেন, যা আমাকে খুবই মুগ্ধ করে। আইওএম-এর সাথে থেকে দ্বীন চর্চা করে যেতে চাই ইনশাআল্লাহ
Fariha Tuj Jerin
Fariha Tuj Jerin
10:12 10 May 25
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
IOM আমার জীবনে স্বপ্ন পূরণের সঙ্গী।

হিদায়াতের পর দ্বীনের বুঝ না থাকায়, সঠিক পরিবেশ ও সঙ্গের অভাবে বারবার পথ হারিয়ে ফেলছিলাম৷ নূন্যতম তাজবীদটাও না জানা আমি একরকম দিশাহীন ভাবে ঘুরে ফিরেছি শুধু একটু সঠিক গাইডলাইনের আশায়। স্মরণ নেই ঠিক কীভাবে IOM এর খোঁজ পেলাম, তবে এখানে ভর্তির পূর্বে খুব করে খোঁজ খবর নিয়েছি ও আল্লাহর নিকট দুআ করেছি। নিজের ভিতর দ্বিধা ছিল, আমি তো দ্বীনের কিছুই জানি না। আমার মতো এত আনাড়িকে কে শেখাবে? তখনই আল্লাহর অশেষ রহমত হিসেবে IOM কে পাই। খোঁজ নিয়ে অনেকটা নিশ্চিন্ত হই যে আমাকে শুরু থেকে শেখাতে পারবে এই প্রতিষ্ঠানটি। এবং এখানে ক্লাস শুরু করে মুগ্ধ হই। একেবারে নওমুসলিম, ইসলাম সম্পর্কে জ্ঞানহীন কোনো ব্যক্তিও যদি এখানে যুক্ত হন, তিনিও সুস্পষ্ট ও পূর্নাঙ্গ ভাবে ইসলাম ও কুরআন এর শিক্ষা পেতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমার জন্য একেবারেই উপযুক্ত প্রতিষ্ঠান এই IOM. আলহামদুলিল্লাহ!

আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাযগণ, মুকাররিরহ আপুগণ এত ধৈর্যশীল এবং তাঁরা শিক্ষাদানে এতটাই দক্ষ যে, ত্বলীবুল ইলমের নিয়ত... সঠিক থাকলে তিনি এ প্রতিষ্ঠান থেকে উপকৃত হবেনই, ইনশাআল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন এর নিকট আমার হৃদয়ের অন্তঃস্থল হতে দোয়া করি, তিনি যেন আমাকে সর্বোচ্চ মেহনত করে ইলম অর্জনের তাওফিক দেন। এবং IOM এর উস্তায-উস্তাযাগণ এবং সংশ্লিষ্ট সকলের মেহনত ও নিয়ত কবুল ও মঞ্জুর করেন৷ আমীন৷ 🖤
read more
Ahlia Forhad Hossain
Ahlia Forhad Hossain
09:37 09 May 25
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহুতায়ালার,যিনি আমাকে এই প্রতিষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন।
আমি সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ।
যখন থেকে Diner বুঝ আসলো,তখন থেকে ইসলাম নিয়ে জানার অনেক আগ্রহ কাজ করত।
সপ্ন বাসা বাঁধল, যদি আলেমা হতে পারতাম,বা ইসলাম নিয়ে খুঁটিনাটি অনেক কিছু জানতে পারতাম। মোটামোটি কয়েক বছর পর, আমার পরিচিত এক Dini বোনের মাধ্যমে জানতে পারি আইওএম এর কথ। আমি কৃতজ্ঞ সেই বোনের প্রতি,আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে এর উত্তম প্রতিদান দিক,আমিন। আমি আমার এই কমেন্ট এর মাধ্যমে শ্রদ্ধেয় সব উস্তাযদের কাছে,আমি একটি request করতে চাই,সেটা হলো - ফিক,আকিদা বা অন্য Subject এ যখন কুরানের আয়াত আসে, তখন এর তাফসির টা আমাদের বুঝিয়ে দিলে অনেক উপকৃত হতাম। কারন কোরআন এর তাফসির যখন পড়ি,তখন অনেক কিছুই বুঝতে পারিনা,যে আল্লাহ কার,বা কাদের জন্য কি বলেছেন,বা এই তাফসির টা কি বুঝাচ্ছে। সম্মানিত উস্তাযদের প্রতি আমি আবারো বিনিত অনুরুধ রেখে বলছি, আমার এই চাওয়াটা আপনারা খমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ও সময় সল্পতার কারনে দারসে আপনাদের... পড়ানো সম্ভব হয় না,কিন্ত তারপর ও আমি আমার অন্যায় আবদারটি ব্যক্ত করলাম। জাযাকুমুল্লহু খইরন।read more
Souravi Islam Nur
Souravi Islam Nur
10:01 07 May 25
আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে আমি IOM এর একজন শিক্ষার্থী। ছোটবেলা থেকে একাডেমী শিক্ষায় এতটা বিভোর ছিলাম যে দ্বীনের গভীরে যাওয়ার চেষ্টা করিনি। কিন্তু IOM এমন একটা প্লাটফর্ম যেখানে আমাদেরকে দ্বীনের গভীরে যেতে সহায়তা করেছে। এখানের প্রতিটি ওস্তাদ এবং ওস্তাজার ব্যবহার অনেক ভালো আমরা তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
Lin Lin
Lin Lin
06:31 07 May 25
আসসালামু আলাইকুম।
ছোটোবেলা থেকেই নামাজ পড়তাম, রোজা রাখতাম। আর কুরআন পড়া বলতে আমপারার শুরুর ১০/১২ টা সুরা মুখস্থ ছিল। কিন্তু কুরআন পড়া বলতে যে আরো কিছু বুঝায় তা কখনো উপলব্ধি হয়নি বা বুঝতে চেষ্টা করিনি। তো একদিন আমার হাসবেন্ড আমাকে অনলাইনে একটি আলিম কোর্স সম্পর্কে জানালেন।প্রথম প্রথম আমি বিশ্বাস করতে চাইনি যে অনলাইনের মাধ্যমেও এ ধরনের কোনো কোর্স করার মাধ্যমে আলিম/ আলিমা হওয়া সম্ভব। বলতে গেলে তারই অনুপ্রেরণায় আমার এ যাত্রা শুরু। অতঃপর আইওএম এ অংশগ্রহণ করার পর আমার উপলব্ধি হলো যে ইসলাম শুধু নামাজ পড়া, রোজা রাখা, কুরআান তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়। কুরআনকে বুঝতে হয়, বুঝে শুনে তাজবীদ সহকারে পড়তে হয়। কুরআানকে অন্তরে ধারণ করতে হয় এবং কুরআনে বর্ণিত পন্থায় জীবনকে চালিত করতে হয়। শুধু নিজেরাই ইসলাম অনুযায়ী চললে হবেনা অন্যকেও ইসলামের পথে দাওয়াত দিতে হবে। তাদের কাছেও ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। এ শিক্ষা আমি আইওএম এ অংশগ্রহণ না করলে হয়তো কখনোই জানতাম না-----তো এই ছিলো আমার দ্বীনের পথে ফেরার গল্প। অনেক অনেক ধন্যবাদ আইওএম কে আমাকে ইসলামকে বুঝতে সহযোগিতা করার জন্য।
Nabila Islam
Nabila Islam
15:11 06 May 25
আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে IOM এ আসতে পেরেছি।
আমি মনে করি IOM এ আসতে পারা ভাগ্যর ব্যপার। IOM এর সম্মানিত উস্তাদগন যেভাবে ক্লাস করান, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়, আলহামদুলিল্লাহ।
উস্তাদগন ছাত্রদের প্রতি যেভাবে সম্মান, ভালোবাসা,শ্রদ্ধা নিয়ে কথা বলেন, মাশা আল্লাহ। আমি বিনয়ের চুড়ান্ত রুপ দেখেছি iom এ কিন্তু অধৈর্য্য দেখিনি কখনো। নতুন করে বিনয় শিখেছি।
এই কাদা ছুড়াছুড়ির যুগে IOM উস্তাদগন যেভাবে সকল মাজহাব, দল, মতের প্রতি সম্মান প্রদর্শন করেন! মাশা আল্লাহ! এই গুনটি এখন খুব একটা নেই আলেম ওলামাদের মধ্যে।
সম্মানিত মারসুস উস্তাদ এর 'উম্মতের ফিকির ' ক্লাস করার পরে কোনো দলের সম্পর্কে কথা বলতে গেলে আমি বারবার ভাবি। উস্তাদের একটা কথা আমাকে খুব প্রভাবিত করেছে। উস্তাদ বলেছিলেন :
"আমাদের দুটি চোখ, এক চোখ দিয়ে নিজের দোষ অন্য চোখ দিয়ে অন্যের গুন দেখবো"
এটা শোনার পরে আমি কারো সম্পর্কে খারাপ কিছু ভাবতে গেলে উস্তাদের মহান উক্তিটি মনে পরে যায়, এবং সচেতন হয়ে যায় ইংশা আল্লাহ।
IOM -এ এসে আমি দাওয়াহ এর গুরুত্ব বুঝেছি। উস্তাদদের মধ্যে আমি দাওয়াহ’র যে আগ্রহ উদ্দীপনা দেখেছি, তা... আমাকে বিমহিত করেছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আমি গর্বিত আমি Iomion.

"আল্লাহ এই IOM কে কিয়ামত পর্যন্ত জারি রেখ, এবং এর সাথে জড়িত সকলকে উত্তম জাযা দান করো।"
read more
Hanzalah Osman
Hanzalah Osman
19:43 29 Apr 25
I have come across one of the greatest efforts for the Deen. The work of IOM and its associated sectors is truly a blessing for us. May Allah accept this noble effort, grant it steadfastness, and rectify any shortcomings within it.
Mousumi Ripa
Mousumi Ripa
17:55 26 Apr 25
জেনারেল শিক্ষিত মানুষের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা এবং দ্বীনের পথে টিকে থাকা কঠিন। এই পরিস্থিতিকে সহজ করে জেনারেল শিক্ষিত মানুষকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আইওএম এর ভূমিকা অনস্বীকার্য।
Umme Mohammad
Umme Mohammad
16:41 26 Apr 25
আলহামদুলিল্লাহ,আইওএম একটি অসাধারণ অনলাইন মাদ্রাসা, যেখানে ঘরে বসেই মানসম্পন্ন ইসলামী শিক্ষা গ্রহণ করা সম্ভব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই মাদ্রাসা ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়ার এক মহান উদ্যোগ নিয়েছে।

শিক্ষকগণ খুবই অভিজ্ঞ এবং আন্তরিক। তারা অনলাইনের মাধ্যমেও ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের প্রতি মনোযোগ দেন এবং ধৈর্যের সাথে পড়ান। ক্লাসগুলো সুসংগঠিত, সময়মতো শুরু হয় এবং পাঠদানের মান অত্যন্ত উন্নত।

কুরআন শিক্ষা, হাদীস, আকীদাহ, ফিকহ এবং তাজবিদসহ বিভিন্ন বিষয় এখানে পড়ানো হয়। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড করা লেকচার, কুইজ ও মডিউল সুবিধাও দেওয়া হয়, যাতে ছাত্ররা নিজেদের সময়মতো পড়াশোনা করতে পারে।

আইওএম শিক্ষার্থীদের ইমান, আমল এবং নৈতিক চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দেয়। তাদের উদ্দেশ্য শুধু সার্টিফিকেট প্রদান নয়, বরং বাস্তব জীবনে দ্বীনি জ্ঞান কাজে লাগানোর প্রস্তুতি তৈরি করা।

আমি আন্তরিকভাবে আইওএম-এর সাফল্য কামনা করি এবং যারা অনলাইনে ইসলামী শিক্ষা গ্রহণ করতে চান, তাদের এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরামর্শ দিই। আল্লাহ তাআলা মাদ্রাসাটিকে আরো বরকতপূর্ণ করুন এবং... সারাবিশ্বে ইসলামের আলো ছড়াতে তাওফিক দান করুন। আমিন।read more
Md Jihad Hossain
Md Jihad Hossain
09:51 24 Apr 25
বর্তমান যুগে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আইওএম এই গুরুত্ত্বপূর্ণ চাহিদা পূরণে এক অগ্রণী ভূমিকা পালন করছে। যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে এবং তাদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান ও দাওয়াতের চেতনা জাগ্রত করতে এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইওএম-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর শিক্ষাপদ্ধতি। এখানে আধুনিক প্রযুক্তির অপূর্ব সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তেমনি নিজেদের ঈমান ও আমলের ভিত্তিকেও সুদৃঢ় করতে সক্ষম হয়।

এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা জ্ঞানার্জনের পথকে আরও সহজ ও আনন্দময় করে তোলে। শিক্ষার্থীদের যেকোনো জিজ্ঞাসা ও সমস্যার সমাধানে শিক্ষকমণ্ডলী সর্বদা প্রস্তুত থাকেন।

আইওএম শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ গড়ার কারখানা, যেখানে প্রতিটি শিক্ষার্থী জ্ঞানের আলোয় আলোকিত হয়ে একজন যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে। যারা দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে... সুন্দর ও আলোকিত করতে চান, তাদের জন্য আইওএম নিঃসন্দেহে একটি অসাধারন জায়গা।

পরিশেষে দোয়া করি:-
হে আল্লাহ! এই জ্ঞানালোকিত প্রতিষ্ঠানটিকে আপনার রহমতের ছায়ায় রাখুন। এর প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীকে আপনার অসীম দয়ায় আচ্ছাদিত করুন। তাদের জ্ঞানার্জনের পথকে সহজ করে দিন এবং তাদের অর্জিত জ্ঞানকে মানব কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করুন।
read more
Nasrin Sultana
Nasrin Sultana
05:34 22 Apr 25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দ্বীনের পথে চলার তাওফিক দিয়েছেন। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার জন্য কারো সোহবতের খুব প্রয়োজন।আর দ্বীনের পথে চলতে হলে ইলম অর্জনের গুরুত্ব অপরিহার্য।আমি এই বিষয়টা যখন উপলব্ধি করতে পারি তখন থেকেই একটা প্লাটফর্ম খুঁজতে ছিলাম।আলহামদুলিল্লাহ,ফেসবুকের মাধ্যমে আল্লাহ আমাকে আইওএম এর সম্পর্কে জানার তাওফিক দেন।সাথে সাথে আমি ভর্তি হয় আইওএম এ।আলহামদুলিল্লাহ, এতটা সুন্দর করে আলেম কোর্স টা সাজানো। আর উস্তাজরা নমনীয়তার সাথে ক্লাস নেন এবং দ্বীনের বিষয়ে প্রতিটা ক্লাসে নসীহা করেন।এমন উস্তাজদের সোহবতে, শেষ পর্যন্ত ইলম অর্জনে যেন লেগে থাকতে পারি। আল্লাহ আমাকে, আমার আপনজনদেরকে এবং আমার দ্বীনি পরিবার আই ও এম এর সকলকে দ্বীনের পথে অটল রাখুন, যেকোনো মুসিবত থেকে হেফাজত করুন, আমাদের চেষ্টাকে কবুল করুন। আমিন, ইয়া রাব্বুল আলামিন। 💚
রোলঃ২৫১৩০১২০৭২০
Binte Amdadul Haque
Binte Amdadul Haque
06:49 18 Apr 25
আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ, এই প্লাটফর্মটি আমার জন্য কত্ত বড় নিয়ামত তা লিখে বোঝানোর মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা শেষ পর্যন্ত আমাকে এই কাফেলার সঙ্গে থাকার তৌফিক দান করুন।
Umm ElmaanWuzayer
Umm ElmaanWuzayer
04:17 18 Apr 25
Assalamualsikum.
highly recommended for the general people of bengali language all over the world to learn the authentic hanafi fiqh and sunnah of the Prophet (SaW).
Tasmiya Sultana Sadiya
Tasmiya Sultana Sadiya
05:44 16 Apr 25
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও আইওএম এর একজন সদস্য হতে পেরেছি।।আল্লাহ তায়ালা আমাকে ইলম অর্জনের একটা সুযোগ করে দিয়েছেন।আল্লাহ তায়ালা উনাদের কাজ কবুল করুন।আমিন।
Ahmad Sohana
Ahmad Sohana
21:08 15 Apr 25
মাদ্রাসায় পড়তে না পারার যে আফসোস সেটা যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পূরণ করে দিবেন সেটা এখনো আমার কাছে স্বপ্ন দেখতেছি এমন মনে হয়।আমার রবের পরিকল্পনা কত ই না উত্তম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আইওএম এর একজন ত্বলিবাতুল ইলম।শুধু একটি কোর্স নয়, বরং মনে হচ্ছে যেন আমি একখানা দ্বীনি পরিবেশের, ভালোবাসার পরিবারে যুক্ত হয়েছি।
যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা হলো উস্তাযদের পড়ানোর ধরণ,প্রতিটি বিষয় খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেন। শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ক্লাসে তারা আমাদের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দ্বীনি নসিহা দান করেন।
আইওএম এর সিলেবাস খুব সুন্দরভাবে সাজানো, ঘরে বসেই এত কিছু শেখার সুযোগ পাওয়া আল্লাহর অশেষ রহমত। তাও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় দ্বীনি পরিবেশে,আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে আমি অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে এই মাদ্রাসার সাথে যুক্ত করেছেন।আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রবের।আল্লাহ তাআ'লা আমাদের আইওএমের সকল উস্তায,মুকররিরহ, সিআর,আইওএমের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং সকল ত্বলিবে ইলমকে দ্বীনের পথে কবুল করুন। আমিন... ইয়া রব্ব।read more
Emon Ibn Abu Taher
Emon Ibn Abu Taher
18:38 15 Apr 25
I highly recommend Islamic Online Madrasha (IOM). As a student I've been very impressed with the consistent class routine, the friendly and well-behaved Ustazs who are also excellent teachers, and the high quality of the education method and syllabus. I am very happy to be studying at IOM.❤️❤️
TaŜnima Ŝifa
TaŜnima Ŝifa
18:29 15 Apr 25
রবের শুকরিয়া আদায় করছি আইওম এর একজন ত্বলিবা হতে পেরে আলহামদুলিল্লাহ। দ্বীন শিক্ষার এক বিশ্বস্ত প্লাটফর্ম IOM । আইওম হতে পারে ঘরে বসেই সহযে দ্বীনের ছোট থেকে বড় বিষয় গুলো শিখার মাধ্যম। আইওম এর সাথে যুক্ত থাকা সকল কে আল্লাহ আফিয়্যাত এর সাথে কবুল করুন
See All Reviews
js_loader