ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ

খন্দকার মারছুছ বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন রুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে।
এরপর আইটিতে এম.এস.সি করেছেন এমআইটি(JU), থেকে।
এমবিএ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডিয়া থেকে ।

তিনি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন, রিলায়েন্স হাই টেক লিমিটেড।

তিনি আইবির মেম্বার ২০১৩ সাল থেকে: মেম্বারশিপ নং: MIEB-M/37140
তিনি আইইই এর মেম্বার। মেম্বারশিপ নং: IEEE-90613053
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন এর মেম্বার। মেম্বারশিপ নং: IAENG-169937

এছাড়া তিনি নিম্নলিখিত ডিগ্রিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্জন করেন:
পিএলসি প্রশিক্ষণ,এইচএমআই অ্যাডভান্সড কোর্স, এনএফআই অটোমেশন থেকে , নতুন দিল্লি, ইন্ডিয়া।

স্কাডা এবং ডিসিএস অ্যাডভান্সড কোর্স, আইটি ও অটোমেশন অ্যাকাডেমি, পাকিস্তান ।

সিএনসি প্রশিক্ষণ, ন্যাশনাল অটোমেশন, পটনা, ইন্ডিয়া।

মাইক্রোকন্ট্রোলারে , ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ।

নিওমেটিক এবং হাইড্রোলিক সিস্টেম, Festo

আরডুইনো, এনএফআই অটোমেশন, নয়া দিল্লি, ইন্ডিয়া।

এবিবি ডিসিএস, ABB

সিস্কো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েটস , CISCO

মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক সহযোগী (এমটিসিএনএ), বিজয় অনলাইন ।

ব্রডব্যান্ড কমিউনিকেশন ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ, Windmill
অভিজ্ঞতা:
সিনিয়র অটোমেশন ইঞ্জিনিয়ার, হাই টেক বাংলা (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ (মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা)
অটোমেশন প্রশিক্ষক, আইইবি (ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ), রাজশাহী
চীফ টেকনিক্যাল অফিসার, ওয়েব ডেভেলপার ফেজর আইটি লিমিটেড, ঢাকা।

এছাড়া তিনি ধর্মীয় লাইনে পড়াশোনা করেন নৈশ বিভাগ, দারুর রাশাদ মাদ্রাসা, মিরপুর-১২।