কিভাবে ভর্তি হবেন?

  • কোর্স নির্বাচন ইসলামিক অনলাইন মাদরাসায় ভর্তি হতে আপনাকে একটি কোর্স বাছাই করতে হবে – যে কোর্সে আপনি ভর্তি হতে চান। আমাদের সবগুলো কোর্স এবং কোর্সের কারিকুলাম জানতে এখানে ক্লিক করুন। এরপরও সিন্ধান্ত নিতে পারছেন না? তাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন।
  • ফি প্রদান ভর্তি হওয়ার জন্য খরচসহ ভর্তি ফি বাবদ ১৫০০ টাকা প্রদান করতে হবে এবং ভর্তিফর্ম পূরণ করতে হবে। (উল্লেখ্য, অনলাইন পেমেন্টের জন্য ভর্তিফর্মের লিংক এ গিয়েই ফর্ম পূরণের পর নিজের বিকাশ/রকেট/নগদ/ভিসা/মাস্টারকার্ড ব্যবহার করে ফি প্রদান করা যাবে।)
  • যারা সরাসরি বিকাশ নাম্বার এর মাধ্যমে পেমেন্ট করবেন, তাদের আগে নিম্নোক্ত নাম্বারে টাকা পাঠাতে হবে। (এটি আমাদের মার্চেন্ট নাম্বার। তাই সরাসরি পেমেন্টের ক্ষেত্রে বিকাশের Make Payment অপশন থেকে শুধুমাত্র ১৫০০৳ প্রদান করতে হবে)
  • বিকাশ নম্বর: 017 66 305 059 (Merchant)
  • এরপর উল্লিখিত ফর্মটি ট্রানজেকশন নম্বরটি সংরক্ষণ করতে হবে।
  • ফরম পূরণ টাকা পাঠানোর পর আলিম কোর্স, ফরজে আইনসহ যেকোনো সিঙ্গেল কোর্সে ভর্তি হওয়ার জন্য ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।