

Shamsi Rahman
2023-09-06T01:13:41+0000
Best place to learn our deen...i recommend it...Alllhamdulilllah, all necessities of life is being taught by beloved ustads and mukarrira apu.....

Mariyam Kanok Chapa
2023-09-04T02:04:49+0000
দ্বীনি ইলম অর্জনের জন্য, দ্বীনের পথে সংযুক্ত থাকতে এমন একটি প্লাটফর্মই খুজছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। IOM কে আল্লাহ কবুল করুন।2310220018

ঝিনুকে লুকায়িত মুক্তা
2023-08-31T10:53:28+0000
সারাদিনের ব্যস্ততার পর আলিমের ক্লাসে যুক্ত হয়ে উস্তাদের নাশিহামূলক কথা গুলো শ্রবণ করা মাঝে একটা জান্নাতি সুখ লাভ করা যায়, অন্তরে প্রশান্তি খুঁজে পাই আলহামদুলিল্লাহ।Sumson Nahar -23100120129

Mst Rubina Khatun
2023-08-30T15:33:42+0000
IOM সম্পর্কে বলার কিছু নেই। প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। মুসলিম হিসেবে ইসলাম সম্পর্কে আমাদের ব্যসিক ধারণা থাকা উচিৎ আমাদের সেটাও থাকে না। সে হিসেবে IOM বিরাট ভূমিকা পালন করছে। আলহামদুলিল্লাহ

Shimul Hasan
2023-08-29T05:00:21+0000
আমি মনে করি,জেনারেল লাইনে পড়ুয়াদের জন্য IOM আল্লাহর দেয়া একটা নিয়ামত। IOM এর আলিম (প্রস্তুতিমূলক) কোর্সের Batch-2310 তে ভর্তি হতে পেরে আমি আল্লাহর শুকিরিয়া আদায় করে জীবনেও শেষ করতে পারবো না।আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ,ইয়া রব।আমরা যারা জেনারেল লাইনে পড়ি, কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চাইলেও একটা বাধা ছিলো। সেটা হলো আলেমদের সহবতে থেকে দ্বীনি ইলম অর্জন করা।কিন্তু, আলেমদেরও সময় হতো না।আর দ্বীনি ভাইদেরও সুযোগ হতো না দ্বীনি ইলম শেখার।আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে IOM এর মাধ্যমে আলেমদের সোহবতে থেকে জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্টদের জন্য দ্বীনি ইলম অর্জন করার সেই বাধা দূর হয়ে গেছে....কুরআন তিলাওয়াত, ফিকহি মাসআলা,আকীদাহ,দাওয়াহ ও সুন্নাহ,ইলম অর্জনের আদব,আরবি ভাষা, ইত্যাদি প্রয়োজনীয় সব ইলম, যা কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন-যাপনের জন্য একজন মুসলিমের জানা আবশ্যক.. তার সবই শিখানো হয় Islamic Online Madrasah এর আলিম (প্রস্তুতিমূলক) কোর্সে।এছাড়াও IOM এর রয়েছে সংক্ষিপ্ত সময়ে প্রয়োজনীয় ইলম শেখার অনেক কোর্স।আল্লাহ তায়ালা IOM এর সকল উস্তাদদের ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার... তাওফিক দান করুন, IOM এর সকল স্টুডেন্টদেরকে সহীহভাবে, আমলের নিয়তে,আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য IOM এর ক্লাসগুলো থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন...read more

Anjum Tamim
2023-08-28T17:51:20+0000
I am so grateful to be a part of IOM. Amazing platform to learn about Quran and Sunnah. For general students like us, it's a blessing.

আমাতুল্লাহ সুরাইয়া
2023-08-28T17:38:46+0000
IOM জেনারেল শিক্ষার্থী এবং নতুন দ্বীনে ফেরা ভাই-বোনদের জন্য দ্বীনি ইলম শিক্ষার এক বিরাট প্লাটফর্ম। শুধু এটাই নয় বরং যারা আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী হয়েও হেলাফেলায় ছাত্রজীবন পার করে এখন তাদের ইলমের কমতি উপলব্ধি করতে পারছে তাদের জন্যেও IOM আল্লাহর অনেক বড় নিয়ামাহ।আল্লাহ সকলকে দ্বীনি ইলম অর্জন করে যথাযথ আমল করার তৌফিক দিন এবং উস্তায-উস্তাযাসহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের নেক হায়াত দান করুন।

Nusrat Jahan Lisa
2023-08-28T17:02:58+0000
আগে থেকেই ইসলামিক জ্ঞান অর্জনের জন্য কোর্স করার ইচ্ছা ছিলো বান্ধবীর দাওয়াতে এখানে ভর্তি হয়েছি নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে। হয়তো একটু একটু করে পরিবর্তন হবো।আল্লাহ ইসলামের পথে চলার তৌফিক দিন।।আপনাদের জন্য অনেক দোয়া আমাদের জন্য এরকম সুযোগ করে দেয়ার জন্য।

Jahangir Sarder
2023-08-28T16:05:10+0000
একরাশ ভালোবাসা ও বুকভরা আশা নিয়ে IOM এ তে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। 2310 Alim Batch এ ক্লাস করছি।IOM এর পড়া,পড়ানোর ধরণ,উস্তাযদের যোগ্যতা এবং কোর্স সংশ্লিষ্ট যা কিছু পাচ্ছি সবকিছুই এক কথায় অসাধারণ মাশা আল্লাহ! অনলাইনে এতো কম খরচে এতো ভালো মানের শিক্ষা অর্জন যে করা যায় তা হয়তো IOM এ তে ভর্তি না হলে উপলব্ধি করা যেতো না! আল্লাহ তায়ালা এই খেদমতকে যেন কবুল করেন।আমিন

Sohanur Rahman
2023-08-28T15:58:03+0000
IOM-Such a amazing platform to learn about Deen. Alhamdulillah IOM-blessing for me from Allah. I am very grateful to be a part of IOM. Jazakumullahu khairan to all members of IOM. Batch 2310

Mêhërûñ Ñëçhâ Jüî
2023-08-28T15:39:53+0000
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন এর।জেনারেল লাইনের শিক্ষার্থীদের দ্বীন শিক্ষার জন্য আইওএম অনেক বড় প্লাটফর্ম।দুনিয়াবি ব্যাস্ততার মধ্যে থেকেও আল্লাহ তায়ালা দ্বীন শিক্ষার জন্য উত্তম নিয়ামত দান করেছেন।আল্লাহ তায়ালা তলিবুল ইলম হিসেবে,দ্বীনের দা'য়ী হিসেবে সবাইকে কবুল করে নিক।ইয়া রব আপনি উস্তাদ,উস্তাযা,মুকাররিরাহ আপুদের মেহনত কবুল করে নিন।সবাইকে উত্তম প্রতিদান দান করুন।আ-মি-ন।ইয়া রব্বাল আলামিন।

Niropoma Niro
2023-08-28T14:34:04+0000
Here I found my new way of life. This path continues to enlighten me. 2310

Jannat Nur Rayah
2023-08-28T13:06:57+0000
আইওএম এ পড়াটা আমার কাছে স্বপ্নসমান ছিলো, এখন সেই স্বপ্ন সত্যি হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিটি ক্লাস, উস্তাদগন,মশক ক্লাস,মুকাররিরাহ আপু, ক্লাসে শেখানো ইলম আমার জন্য আল্লাহর রহমত স্বরুপ। এই প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু সংযুক্ত থাকতে চাই ইং শা আল্লাহ। ব্যাচ ২৩১০


Taslima Tasmin
2023-08-28T10:56:20+0000
দ্বীনে ফেরার পরে আমি ভেবেছিলাম অফলাইন একটা মাদ্রাসায় ভর্তি হবো কিন্তু পারিবারিক জটিলতার জন্য আর হইতে পারিনি। তখন আমি IOM সম্পর্কে জানতাম না। মনে মনে আফসোস করেছিলাম এমন কোনো অনলাইন প্লাটফরম যদি থাকতো অনেক ভালো হতো। এই আফসোস গুলো যে এভাবে বাস্তবে আমার সামনে আসবে কখনো ভাবিনি। আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাদের জন্য দ্বীনি ইলম চর্চা করা বা মাদ্রাসায় ভর্তি হতে চাওয়া এগুলা অনেক কঠিন বিষয়। ফ্যামিলির মানুষজনই প্রথম বাধা হয়ে দাঁড়ায়। আপনি যদি দেশের বাইরে পড়ালেখা করতে যেতে চান তাতে কোনো বাধা আসবে না। আপনাকে আরো এপ্রিশিয়েট করা হবে। কিন্তু মাদ্রাসায় ভর্তি হতে যান ভর্তি না হওয়ার হাজারটা কারণ আপনার সামনে চলে আসবে। বলা হবে এগুলা শিখে কি হবে! শুধু নামাজ পড়তে জানলেই তো হয়। যত জানবে জীবন তত জটিল হবে অতএব না শেখাই ভালো। আমার মত মেয়েদের জন্য অনলাইন মাদ্রাসা হলো আল্লাহর দেওয়া রহমত। আমি প্রথম যখন IOM সম্পর্কে জেনেছিলাম অনেক বেশি এক্সসাইটেড হয়েছিলাম। আমি আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।মাদ্রাসায় একসাথে এতগুলো বোন মিলে ক্লাস করতে অনেক... ভালো লাগে। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাকে এই মাদ্রাসায় পড়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রতিদিন যখন ক্লাস করি আর ভাবি আমি কত কিছুই জানতাম না। প্রতিদিন কতকিছু জানছি, শিখছি আলহামদুলিল্লাহ। দুনিয়াবি পড়ালেখার জন্য অনেক মেহনত করেছি। এখন এই মেহনত টা শুধুমাত্র আল্লাহর জন্য করতে চাই। আল্লাহ যেন আমাকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করে নেন। আমিন।read more

Tanvi Islam
2023-08-27T15:49:00+0000
আসসালামু আলাইকুম,,সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ ।দ্বীনে ফেরার পরে দ্বীনকে সঠিক ভাবে সম্পন্ন যানার এক খুব ইচ্ছা আগ্রহ ছিলো আলহামদুলিল্লাহ IOM -Islamic online madrasar মাধ্যমে সেই আশা পুরোন হচ্ছে আলহামদুলিল্লাহ।এখেন ভর্তি হয়ে বুঝতে পারছি আসলে আমাদের দ্বীন কত সুন্দর। উস্তাদ উস্তাযা,মুকাররির আপু এবং দ্বীনি বোনদের এত সুন্দর ব্যবহার, বুঝানোর ধরন মাশা আল্লাহ। IOM আমার মন থেকে এত গুলা ভালো বাসা।আল্লাহ IOM পরিবারকে আরো বড় করুন আমীন।

Riyad Hasan
2023-08-27T09:34:44+0000
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার প্রতি কোটি শুকরিয়া, আইওএমের মাধ্যমে দ্বীনি ইলমের কাছাকাছি আসতে পারতেছি। উস্তাদদের আন্তরিকতা পাচ্ছি, ভাইদের সহযোগিতা পাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ পাচ্ছি।

Mou Sumi
2023-08-25T16:08:23+0000
প্রথমে শুকরিয়া জানাই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। IOM এই ফিতনাময় অন্ধকারে একটুকরো আলোর মশাল।এই আলো দ্বীনকে করে আলোকিত, মনকে করে পুলকিত, নিয়ে যেতে থাকে মুসাফির করে জান্নাতের পথে,আলহামদুলিল্লাহ।

Ibn Mohsin
2023-08-24T10:59:43+0000
iom এর মত ইসলামিক এইসব মাদ্রাসা আমাদের হৃদয়ের এবং চক্ষু শীতলের মাধ্যম যখন চতুর্দিকে মিশনারি খ্রিস্টান হিন্দুত্ববাদী সহ সকল ধরনের ফিতনা জেকে বসেছে তখন আই ও এম এর কার্যক্রম আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাকে পুরো বিশ্বের জন্য কবুল করুন

Tanim Haque
2023-08-20T15:03:50+0000
🔸আসলে বিক্ষিপ্ত ভাবে জ্ঞান অর্জন করে পরিপূর্ণ জ্ঞান অর্জনের ধারা বজায় রাখা যায় না। এর জন্য প্রয়োজন ছিল গোছানো প্রাতিষ্ঠানিক পড়াশোনা। কিন্তু জেনারেল থেকে উঠে আশা আমাদের জন্য অফলাইন মাদ্রাসায় পড়া এখন বহু জটিলতা সৃষ্টি করবে। তাই আমাদের এখন অনলাইনে আশা। আগেও IOM সম্পর্কে কিছুটা জানতাম। শুনলাম অনেকেই IOM এ পড়ছেন। আল্লাহ'র এই নগণ্য বান্দা আমিও আগ্রহী হলাম এখানে ভর্তি হওয়ার। প্রথমে অনেক আশঙ্কায় ছিলাম যে পড়াশোনার মান কি ভালো হবে? অনলাইনে লাইভ ক্লাসে কীভাবে উস্তাদরা পড়াবেন? এখানে নিশ্চই অনেক জটিলতা তৈরি হতে পারে? তারপর আমার সব ভুল ধারণা ভেঙ্গে গেল। IOM সম্পর্কে আরও জানার পর তাদের প্রতি কৃতজ্ঞ না হয়ে পারিনি। খুবই সুন্দর ব্যবস্থাপনা। আর উস্তাদরা যাদের শিক্ষা, অভিজ্ঞতা এবং নিষ্ঠায় কোন কমতি নেই। আমি মানুষের সাইকোলজি কিছুটা বুঝি। উস্তাদ যখন ক্লাস নেন, মনে হয় তিনি যেন শুধু আমাদের ক্লাস নেওয়ার জন্যই অপেক্ষায় ছিলেন। মনে হয় এটাই যেন উস্তাদের মূল ক্লাস। IOM এর প্রতি আমার শ্রদ্ধা-ভালোবাসা আরো বৃদ্ধি পেয়েছিল যখন দেখেছি উম্মাহ এর প্রতি তাদের প্রগাঢ় ভালোবাসা এবং সকল মাজহাব ও ভিন্ন ফিকহের প্রতি পূর্ণ... শ্রদ্ধা। বাংলাভাষী আলেমদের মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে (রহিমাহুল্লাহ)। তিনি প্রকৃত হানাফী এর উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সব সময় উম্মাহ এর ঐক্য চেয়েছিলেন। উম্মাহ এর প্রতি ছিল উনার অকৃত্রিম ভালোবাসা। মানুষটি আমাদের মাঝে নেই। আজ এই উম্মাহ এর জন্য উনাকে খুব প্রয়োজন ছিল। মানুষটির জন্য আমি অশ্রুসিক্ত হয়েছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কি ছিলেন আমি অধম কোনোভাবেই বোঝাতে পারব না। আর সেই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের চেতনা ও প্রতিচ্ছবি IOM এর মধ্যে দেখতে পেয়েছি। এখানে হানাফী ফিকহ্ পড়ানো হয়। আর আমাদের যারা আহলে হাদিস / সালাফি ভাই-বোনেরা আছেন তারা নিরদ্বিধায় ভর্তি হতে পারেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন প্রকৃত হানাফী আর আহলে হাদিস ভিন্ন কিছু কিনা আমার জানা নেই। ফিকহি বিষয়ে সাহাবিদের মধ্যেও মতপার্থক্য ছিল। ঘৃণার অজুহাত না খুঁজে ভালোবাসার অজুহাত খুঁজুন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা লিখতে গেলে আমার আবেগ ধরে রাখতে পারি না। আমার চোখ অশ্রুসিক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা IOM প্রতিষ্ঠানটিকে এবং প্রতিষ্ঠানটির সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে কবুল করুন, আমিন।read more

মেহেজাবীন শারমিন প্রিয়া
2023-08-19T06:02:00+0000
IOM এর আলিম কোর্সটা অত্যন্ত সহজভাবে সাজানো। জেনারেল পড়ুয়া এবং চাকরিজীবী ভাই-বোনদের জন্য দ্বীনি শিক্ষা গ্রহণের অন্যতম একটি প্ল্যাটফর্মের নাম IOM। আমি ভীষণ উপকৃত হচ্ছি, আলহামদুলিল্লাহ ।

Sumaiya Khatun
2023-08-18T15:44:06+0000
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ যে আমি IOM এর মতো একটি দ্বীনি প্লাটফর্মের সদস্য হতে পেরেছি। ইসলামে প্রত্যাবর্তনের প্রথম দিকে নিজেকে খুব নি:সঙ্গ মনে হতো। কারণ, আমার চারপাশের মানুষগুলো আমার এই হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। যখন থেকে IOM এর সদস্য হতে পেরেছি, তখন থেকে আমার একাকীত্ব একেবারে ঘুচে গেছে, উপরন্তু আইওমিয়ানদের কাছ থেকে প্রতিনিয়ত গাইডলাইন পাই যেকোনো পরিস্থিতিতে কিভাবে দ্বীনকে আঁকড়ে ধরতে হয়।ইয়া রব! তোমার রহমত ও মেহেরবানি যখন সাইয়্যেআত (মন্দ/অকল্যাণ) কে হাসানাত (ভাল/কল্যাণ) দ্বারা পরিবর্তন করে দিতে পারে, সেক্ষেত্রে IOM এর বাহ্যত একটি হাসানাকে প্রকৃত হাসানায় পরিবর্তিত করে দেওয়া তোমার পক্ষে কঠিন নয়। অতি ক্ষুদ্র বস্তুরও যেখানে তোমার কাছে মূল্যায়ন রয়েছে, সেখানে তোমার এই গুণের দ্বারা তুমি আইওমিয়ানদের সামান্য আমলকে চিরস্থায়ী বানিয়ে দেবে এবং তার পুণ্য ফলাফল দিয়ে আইওমিয়ানদেরকে উভয় জাহানে উপকৃত করবে (আমীন)।

Sharmin Akter
2023-08-15T14:17:44+0000
জেনারেল লাইন থেকে দ্বীনে ফেরার পর আমাদের মতো স্টুডেন্টদের ইলম অর্জন,ইসলামের বিধি বিধান জানা কষ্টকর হয়ে পড়ে। সুযোগ থাকে না মাদ্রাসায় গিয়ে পড়ার।কারো পরিস্থিতির জন্য, কারো পরিবেশ থাকে না। তাদের জন্য আইওএম একটি বেস্ট অনলাইন মাদ্রাসা।এখানে ওস্তাদগণ থেকে শুরু করে সিআর আপুরা, মুকরিরাহ আপুরা সবাই অনেক ধৈর্য্যর সাথে পড়ান।ক্লাসে ওস্তাদগণ অনেক আন্তরিকতার সাথে পড়া বুঝিয়ে দেন। অনলাইন পড়া অনেকে অনেক রকম ভাবতে পারে। কিন্তু ওস্তাদ গণ অনলাইন দেখেও কোনো দিকে কমতি রাখেন না,সবকিছু সুন্দর করে পড়ান, বুঝান। মাদ্রাসার সাথে যুক্ত সকলকে আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক। আমাদের মাদ্রাসা আরও সম্মানিত জায়গায় পৌঁছাক আমিন।

Sumaya Islam
2023-08-14T07:19:22+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সকল প্রশংসা আল্লাহর,সালাত ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাত্র ই শুরু হলো IOM এর সাথে পথ চলা, আলহামদুলিল্লাহ।। ক্লাস গুলো করতে বেশ ভালো ই লাগে। সবচেয়ে বেশি ভালো লেগেছে ঈদ গেট টুগেদার এর অনুষ্ঠানটি মনে হচ্ছে যেন অফলাইন কোনো অনুষ্ঠানে বসে আছি। বিশেষ করে দ্বীনের বুঝ আসার পর যারা নিজেকে ত্বলিবে ইলমের খাতায় নাম লিখতে চায় তাদের জন্য IOM একটি উত্তম প্লাটফর্ম।ও আল্লাহ! আমাকে সহ IOM এর সবাইকে কবুল করে নাও।।।আমিন।।। আলিম 2310 ব্যাচের ত্বলিবা

Israt Binte Haque
2023-08-14T06:42:04+0000
I knew about IOM by social media. I think IOM is a great option for students who are looking for a high-quality Islamic education at an affordable price. The courses are well-structured and engaging, the teachers are qualified,experienced and very kind, and the price is very reasonable. I would definitely recommend IOM to anyone who is interested in learning more about Islam.Israt Fatema student of IOM-Batch 2310

Nadia Rahman
2023-08-13T09:05:34+0000
সকল প্রশংসা সেই মহান আল্লাহ'র, যিনি আমাকে দ্বীনের বুঝ দিয়েছেন!আমি একজন জেনারেল শিক্ষার্থী আমাদের মতো যারা জেনারেল লাইনে আছেন যাদের নিজের তীব্র ইচ্ছা থাকলেও পরিবার থেকে কখনো মাদ্রাসায় পড়ার সুযোগ দিবে না তাদের জন্য আইওএম মহান আল্লাহ তায়ালার এক বড় নিয়ামত।এখান থেকে ইসলামের খুটিনাটি থেকে শুরু করে সকল বিষয়ে ইলম অর্জন সম্ভব।ক্লাস,স্পেশাল ক্লাস,মশ্বক ক্লাস,এক্সাম।এছাড়া আইওএম গুগল ক্যাম্পাসে সবকিছু এতো সুন্দর ভাবে সাজানো থাকে মনেই হয় না এটা কোনো অনলাইন প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত প্রতিজন উস্তাদ,মুকাররিরহ আপু, সি আর আপু সহ সকলেই অতন্ত্য ধৈর্যশীল এবং আন্তরিক। আল্লাহ তায়ালা (iom)এর সকল কাজে উত্তম বারাকা দান করুক।এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সবাইকে আল্লাহ সুবহানাহু তা'য়ালা দুনিয়াতে ও আখিরাতে উত্তম প্রতিদান করুক।Nadia RahmanAlim course (Batch2310)

Atika Tyaba
2023-08-12T14:49:41+0000
One of the finest platform to learn Quran and Sunnah. Easy to enroll and best academy for women who doesn’t have opportunities to go out and learn.

Sheikh Sadia
2023-08-04T15:27:50+0000
Best Islamic online platform is IOMMay Allah give us hedayet throughly IOMBatch:2310 (Alim course)Name: Sheikh Sadia Sultana

Tyesha Anderson
2023-08-02T11:09:59+0000
My humble gratitude to this Mrs Lerynne West . She has assist me wisely with a lot of counsel lessons on realizing more about Crypto, than buying and selling, Mrs Lerynne West made me know that much work is required for honest earnings inspirational and helpful. My husband and I have been able to be minimal, conscious in spending, saving and investing wisely, I now earn $11,650 weekly after investing $700 in her trading platform. you're such a blessing to my family and this generation. contact Lerynne for those who are interested in forex trading https://www.facebook.com/Mrs-Lerynne-West-100622879247051 Email: [email protected] or WhatsApp: +1 713 874 8447

Amatullah Sajidah Enaj
2023-07-06T00:44:54+0000
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীনে ফেরার পর থেকে আমি যতগুলো প্রতিষ্ঠানে পড়েছি সবগুলোর চেয়ে IOM মনোমুগ্ধকর বর্ণনার দাবীদার আলহামদুলিল্লাহ। এখানের ক্লাসের একটা দ্বীনি আমেজ, উস্তাযদের দ্বীনের জন্য ফিকির সত্যিই অতুলনীয়। অতিরঞ্জিত নয় বরং সত্যিই আমি কখনো আমার জীবনে এরকম উস্তায পাইনি।আল্লাহ উনাদের ক্বলবকে আরো পরিশুদ্ধ করুন সাথে আমাদের ক্বলবকেও।অন্যান্য প্রতিষ্ঠানে পড়াকালে ইলম অর্জনের উদ্দেশ্যটা এভাবে শেখানো হয় নি,তবে কানে আওয়াজ আসতো দাওরা পাস করতে হবে,বেফাকে স্টেন্ড করতে হবে, ডাক্তার হতে হবে;অনেকের মাদরাসায় পড়তে ইচ্ছে হয়, অনেকের বাবা মা পড়ায় তাই পড়ে ইত্যাদি ইত্যাদি তবে এখানে শুরুর কয়েকটা ক্লাসেই ইলম কেন অর্জন করবো তার উদ্দেশ্য ক্লিয়ার করা হয়েছে এবং ঐরকম করেই শেখানো হচ্ছে ; ব্যাপারটা আমার খুব মজার লেগেছে।এখানে জেনারেল শিক্ষিত আপুরা তো অবশ্যই পড়তে পারেন ইনশা আল্লাহ এমনকি একজন মাদরাসা শিক্ষার্থীও এখানে ক্লাস করে উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহু তায়ালা।এতো ভালোবাসার আইওএম এ আমার একটি রিভিউ থাকবে না?তা হয় না।তাই ভেবে এতোদিন পর রিভিউ দিতে চলে এলাম। আর দ্বীনি বোনদের বলবো অনলাইনে দ্বীন শেখার... জন্য হলে এই প্রতিষ্ঠানেই পড়ুন ইনশা আল্লাহ, আর যদি শুধু আরবি শিখতে বা দাওরা পাস করতে হয় তাহলে সেই আলোচনা ভিন্ন।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আইওএম খেদমতে জড়িত সকলকে নেক হায়াত দান করুন।আমিন।read more

Hanan Bari
2023-03-13T10:59:51+0000
আলহামদুলিল্লাহ। নানা সমস্যার কারণে দ্বীন শেখার কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলাম না। তারপর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন একটা ব্যাবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে। আইওএম খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান। উস্তাদগণও অনেক ভালো পড়ান মাশাআল্লাহ। জেনারেল পড়ুয়া ভাই বোনদের জন্য দ্বীন শেখার সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান। তাই যারা এখনও চিন্তা করছেন ভর্তি হবেন নাকি না? তারা তারাতারি ভর্তি হয়ে যান।আল্লাহ সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন।আমিন

Md Ali Kador
2023-03-01T01:57:31+0000
আমি কেন আমার রবের দিকে ফিরে আসবো না? আমি যেদিকেই যায় না কেন সেই দিকেই আমার রবের নিদর্শন। আমার আফসোস হয় এই ভেবে যে আমি এতো দিন কত গাফেল ছিলাম। কতটা সময় আমার রবের নাফরমানীতে ছিলাম। আল্লাহ তা'আলা আমাকে ক্ষমা করুন। তিনি আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তা'আলা আমাকে তার নুর দিয়ে আমাকে বেষ্ঠিত করে রাখুন। দ্বীনে ফেরার পর আমার ইলম অর্জন শুরু হয় বিভিন্ন দ্বীনি বই পুস্তক পাঠের মাধ্যমে। কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না আমার জন্য। কিছু সময় পরে আমি IOM সম্পর্কে জানতে পারি।কিন্তু বড় আফসোস আমার ভর্তি হওয়া হয়ে উঠেনি 😥। দীর্ঘ ১ বছর পর আল্লাহ আমাকে কবুল করেছেন ইলম অন্বেষণ করার এই প্লাটফর্মে। আল্লাহ তা'আলা IOM কে কবুল করুন। ওস্তাদদের কথা কি বললো, তাদের সম্পর্কে যায়ই বলি না কেন, সেটা অত্যন্ত কমই বলা হবে। তাদের ক্লাসে পড়ানো, তাদের আদব সেটা অত্যন্ত প্রশংসানীয়। ছোট বাচ্চাকে যেমন ধরে ধরে পড়ায় তাদের অভিভাবক। ঠিক তেমনি ভাবে ওস্তাদগণ পড়িয়ে থাকেন। আল্লাহ তা'আলা তাদের এই পরিশ্রমকে কবুল করুন।

Md Rasal Mia
2023-02-28T18:09:02+0000
আলহামদুলিল্লাহ। জেনারেল পড়ুয়া ভাই-বোনদের জন্য + যেকোনো সেক্টরের চাকরিজীবী ভাই-বোনদের জন্য দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য IOM অতুলনীয়।IOM চলমান থাকুক কেয়ামত পর্যন্ত। সংশ্লিষ্ট সকলকে আল্লাহ পাক কবুল করুন।

Moon Chowdhury
2023-02-28T18:02:07+0000
IOM প্রত্যেকের জীবনে অশেষ রহমত। এই রহমতে আজীবন ঢুবে থাকতে চাই إِنْ شَاءَ ٱللَّٰهُ আল্লাহ্ IOM সংশ্লিষ্ট সকলকে নেক হেদায়েত দান করুন, তাদের সকল কাজে বারাকাহ দান করুন, নেক নিয়ত গুলো কবুল করুন।

Farzana R
2023-02-28T17:53:32+0000
আলহামদুলিল্লাহ, আমার বর্তমান ভালোবাসা আইওএম।❤️ইলম অর্জনের অনেক ইচ্ছা ছিল।আলহামদুলিল্লাহ আইওএম এর মাধ্যমে এটি পূরন হচ্ছে।অনেক ভালো লাগে এখানে ক্লাস করতে।মা শা আল্লাহ,উস্তায রা অনেক ভালো।মাশক ক্লাসের মুকররিরহ আপুকে আরো বেশি ভালো লাগে।উনার ব্যবহার মনোমুগ্ধকর।খুব যত্ন সহকারে আমাদের কে শেখান।ভুল হলে বার বার বলে দেন,শেখান।এখান কার সব সিস্টেম গুলোও সত্যি অসাধারন।সত্যিই এটি খুব ভালো প্লাটফর্ম।মা শা আল্লাহ।আল্লাহ উনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন।আমিন।❤️

Sharmin Islam
2023-02-28T17:43:35+0000
মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই- اِقْرَاْ- পড়, ইলম অর্জন কর। ইসলাম থেকে ইলমকে আলাদা করা অসম্ভব।আল্লাহ তা'আলা সেই ইলম অর্জনের জন্য IOM এর মাধ্যমে আমাদের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।

Jabun Nahar Saima
2023-02-28T17:37:47+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদরাসা পড়ুয়া হলেও দ্বীন সম্পর্কে অনেক কিছু জানতাম না। এগুলো কোথায় শিখবো তা নিয়ে চিন্তিত ছিলাম। ফেসবুকের কিছু দ্বীনি বোনদের মাধ্যমে IOM এর পরিচয় পাই৷ তখন থেকেই এখানে পড়ার ইচ্ছা ছিলো। কিন্তু একাডেমিক পরীক্ষার জন্য আটকে ছিলাম। পরীক্ষা শেষ হতেই ভর্তি হয়ে গেছি IOM এ। আপনাদের অশেষ ধন্যবাদ এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমার মতো কতো স্টুডেন্ট যে এখান থেকে উপকৃত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দোয়া করি আল্লাহর দয়ায় ভবিষ্যতে IOM আরো বড় হোক।

Sumaiya Afrin
2023-02-28T17:01:59+0000
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দ্বীনে ফেরার পরে জেনারেল পড়ুয়া হিসেবে মাদ্রাসায় না পড়তে পেরে যে আক্ষেপ করেছিলাম আইওএম তার অনেকটাই পূরণ করতে পেরেছে। আলিম কোর্সে ভর্তি হয়ে অল্প দিনের ভেতরে নতুন অনেক কিছু জানতে পারলাম তাদের উসিলায়।উস্তাদ ও মুকাররিরা আপুদের এই মেহনত আল্লাহ কবুল করুন। ত্বলিবুল ইলমের সঙ্গীদের সাথে চলার পথ দীর্ঘ হোক।

Esrat Jahan
2023-02-28T16:58:29+0000
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন এর।জেনারেল লাইনের শিক্ষার্থীদের দ্বীন শিক্ষার জন্য আইওএম অনেক বড় প্লাটফর্ম।দুনিয়াবি ব্যাস্ততার মধ্যে থেকেও আল্লাহ তায়ালা দ্বীন শিক্ষার জন্য উত্তম নিয়ামত দান করেছেন।আল্লাহ তায়ালা তলিবুল ইলম হিসেবে,দ্বীনের দা'য়ী হিসেবে সবাইকে কবুল করে নিক।ইয়া রব আপনি উস্তাদ,উস্তাযা,মুকাররিরাহ আপুদের মেহনত কবুল করে নিন।সবাইকে উত্তম প্রতিদান দান করুন।আ-মি-ন।ইয়া রব্বাল আলামিন।

Amina Binte Khalil
2023-02-28T16:53:32+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আইওএম মানে ভালোবাসার একটি নাম।আমার স্বপ্নের একটি প্রতিষ্ঠান। জেনারেল লাইনে পড়ুয়া দের জন্য আইওএম যুগোপযোগী ইলম অর্জনের অন্যতম একটা দ্বীনি প্ল্যাটফর্ম। দ্বীনে ফেরার পরে সিহিন্তা শরীফা ও নায়লাহ আমাতুল্লাহ রচিত "ফেরা" বই পড়ে প্রথম আইওএম সম্পর্কে জানতে পারি। তখন থেকে খুব খুব করে চাইতাম এখানে পড়তে।কিন্তু কিভাবে কোথায় পাবো সেটা নিয়ে ভাবতাম।হঠাৎ অনেক দিন পরে একটা কোর্সে পড়ার সময় একজন আপুর মাধ্যমে নতুন করে আইওএম সম্পর্কে জানতে পারি। সেই আপুই আমাকে আইওএম এর ফেসবুক লিংক দেন। তারপর কিছু উন্মুক্ত দারস এ জয়েন করেছিলাম।গত রমাদানে কিছু কোর্স সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আইওএম এর সম্মানিত উস্তাদগন অত্যন্ত সাবলীলভাবে, দক্ষতার সাথে দারসগুলো নিয়ে থাকেন।বন্ধুসুলভ আচরণ করেন।মুকাররিরাহ আপু,সিআর আপু সবাই খুবই আন্তরিক এবং প্রচুর মেহনত করেন।আল্লাহ সুবহানাহু তায়ালা আইওএম এর সাথে সংশ্লিষ্ট সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা খয়ের দান করেন এবং দাওয়াতি... কাজে আরো বেশি কবুল করেন। আমীন ইয়া রব্বাল আলামীন।read more

আমাতুল্লাহ মোমেনা
2023-02-28T16:39:17+0000
IOM( Islamic Online Madrasa) এটা শুধু একটা নাম নয়,শুধু একটা প্রতিষ্ঠান ই নয়৷ এটা হাজারো মুসলিম অমুসলিম ভাই ও বোনদের পথ প্রদর্শক,আল্লাহ সম্পর্কে আল্লাহর রাসুল (স) সম্পর্কে জেনে নেয়ার আরেকটা উসিলা৷

Kamrun Nahar
2023-02-28T16:29:46+0000
আসসালামু আলাইকুম, দ্বীনের বুজ পাওয়ার পর খুব ইচ্ছে হতো মাদ্রাসায় পড়ার সেই ইচ্ছে টা IOM এর মধ্যে দিয়ে পূরণ হলো। আলহামদুলিল্লাহ আমি মূলত IOM এর সন্ধান পাই আইওএমের ৬ ব্যাচের এক বোনের কাছ থেকে। IOM এর উস্তাদগন, মুকাররিরাহ আপুরা মাশাল্লাহ এতো সুন্দর ভাবে পড়ান।আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক।

Rumi Khatun
2023-02-28T16:14:03+0000
আসসালামু আলাইকুম।মূলত ফেসবুকের মাধ্যমেই Iom সম্পর্কে জানা।iom একটি দ্বীনি প্রতিষ্ঠান।iom এর ওস্তাজগণ,আপুরা সবার আচরণ বিনম্র যা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে।আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।আমিন

Sanjia Anni
2023-02-28T15:49:26+0000
IOM( Islamic Online Madrasa) এটা শুধু একটা নাম নয়,শুধু একটা প্রতিষ্ঠান ই নয়৷ এটা হাজারো মুসলিম অমুসলিম ভাই ও বোনদের পথ প্রদর্শক,আল্লাহ সম্পর্কে আল্লাহর রাসুল (স) সম্পর্কে জেনে নেয়ার আরেকটা উসিলা৷ আমি অনেক কিছু জেনেছি শিখেছি যা আমি আগে জানতাম না৷ আমার দিনের পথের সঠিক ধারণাটাই ছিলনা৷ না জেনে না বুঝে কত ভুল আমরা করে ফেলেছি৷ আল্লাহর রাস্তায় চলার পথ সুগম করার অন্যতম মাধ্যম হলো IOM. সকল শিক্ষক,শিক্ষিকা এতটা যত্ন নিয়ে আমাদের কে শেখান,আমাদের সাথে আছেন৷ আমাদের ভুল গুলো সুধ্রে দেয়ার জন্য আপ্রান চেষ্টা করছেন৷ প্রত্যেকটা ভাই ও বোনের উচিৎ দিনের পথে ফেরার জন্য নিজেদের আরেকটু সুধ্রে নেয়ার জন্য IOM এর মত প্রতিষ্ঠান এ যোগদান করা৷ আল্লাহ আমাদের সকল ভাই বোনদের কবুল করুন৷

Anika Tahosin Chowdhury
2023-02-28T15:44:17+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। শুরু করছি আমার মহান রবের নামে যার অনুগ্রহের কথা বলে আমি শেষ করতে পারব না,আমার মহান রব যার অশেষ রহমত, অনুগ্রহের কারনে আমি IOMএর সাথে যুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আমার রব আমাকে কবুল করেছেন জন্যই আমি IOM মতো একটা প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। জেনারেল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য দীন শিখার একটা উওম জায়গা IOM.IOM এর সাথে যুক্ত সকলকে আল্লাহ তায়ালা উওম প্রতিদান দান করুন,তাদের নেক ইচ্ছাকে কবুল করে নিন,তাদের কাজে আরো বরকত দিয়ে দিন, আমাদের সকলকে মাফ করে দিন।শুরু থেকে শেষ অবদি আমরা সকলে যাতে IOM এর সাথে থাকতে পারি এবং যতটুকু নিজে জানবো তা যেনো অন্যকে জানাতে পারি সকলকে সেই তাওফিক দিন,আমিন।

Nelufa Yeasmin
2023-02-28T15:43:21+0000
আসসালামু আলাইকুম।মূলত ফেসবুকের মাধ্যমেই Iom সম্পর্কে জানা।iom একটি দ্বীনি প্রতিষ্ঠান।iom এর ওস্তাজগণ,আপুরা সবার আচরণ বিনম্র যা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে।আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।আমিন

Binte Shafiq
2023-02-28T15:29:30+0000
আমার এক বোনের থেকে IOM সম্পর্কে জেনেছিলাম ২০২১ সালে। সেই থেকে এই মাদ্রাসায় পড়ার খুব ইচ্ছা ছিলো। অবশেষে ২০২৩ সালে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা IOM এ ভর্তি হওয়ার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ। আর এই মাদ্রাসা সম্পর্কে যতটুকু শুনেছিলাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশিই সুন্দর মাদ্রাসার প্রত্যেকটা কার্যক্রম। আমিতো অবাক হই একটা অনলাইন প্রতিষ্ঠান এতোটাও সুন্দর হয়? প্রত্যেকটা উস্তাদের ক্লাস, তাদের বয়ান, নাসিহাহ সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের উম্মতের জন্য। সবচেয়ে বেশি ভালো লাগে উস্তাদদের দাওয়াহ’র কাজ। দীনের দায়ী হওয়ার ইচ্ছাটা এখন প্রবল হয়েছে শুধুমাত্র IOM এর উছিলায়।

Jannatul Ferdaus Zinia
2023-02-28T15:23:10+0000
আলহামদুলিল্লাহ! আইওএম থেকে অনেককিছু শিখতে ও জানতে পারছি। কোর্স প্ল্যান বেশ গুছানো মনে হয়েছে। আল্লাহ আমাদের সকলকে এখান থেকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন।

Nosaiba Nadia
2023-02-28T15:22:32+0000
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যিনি আমাকে আইওএম এর মতো দ্বীনি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছেন।আইওএম এর মাধ্যমে আমি ইসলামের বিভিন্ন বিস্তারিত জানতে পেরেছি।এখানকার উস্তাদ উস্তাযাগন অত্যন্ত ভালো।আল্লাহ উম্মাহের প্রতি তাদের এই খিদমতকে কবুল করুন।তাদের ইলমে,আমলে কলবে বারাকাহ দিন।

আঁখি বিনতে আক্তার
2023-02-28T14:01:18+0000
আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ IOM এ ভর্তি হতে পেরে আমি অনেক খুশি।আল্লাহ তায়ালা এমন একটা দ্বীনি প্লাটফর্মে আসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ।উস্তাদ,উস্তাযাহদের ব্যবহার অমায়িকআলহামদুলিল্লাহ।

সামিয়া আনান
2023-02-28T13:56:11+0000
আলহামদুলিল্লাহ, এখানে ক্লাস করে প্রতিদিন অনেক অজানা বিষয় জানছি। ভুলগুলো শুধরে নিচ্ছি। প্রতিষ্ঠানের সকলে অনেক বেশি সহায়ক। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন।

Ari Fin
2023-02-28T13:43:53+0000
আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ।অনেক এমন বিষয় আছে যেগুলো আমি জানতাম না,iom এ এসে সে বিষয়ে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ।উস্তাদগণ, মুকররিরাহ আপু,সিআর আপুরা অনেক হেল্পফুল মাশাআল্লাহ।

Naznin Sultana Nipu
2023-02-28T13:19:28+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,সকল প্রশংসা মহান রবের। যিনি তাঁর রহমতের ছায়ায় আমাকে IOM এর মত এমন একটি মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।হেদায়েত সবাই পায়না,আবার কেউ কেউ আছে হেদায়েত পেয়ে ও তা হারিয়ে ফেলে।একটু একটু করে হেদায়েতের নূর যখন ক্বলবে আসতে লাগলো তখন ধীরে ধীরে নতুন কিছু জানার আগ্রহ জন্মানো শুরু হলো। মনে হলো একটা মাদ্রায় পড়তে পারলে অনেক কিছু জানতে শিখতে পারতাম!কিন্তু আফসোস ছিলো,হায়! বড় তো হয়ে গেছি এখন কোথায় বা পড়ার সুযোগ হবে এমন ভাবে?তখন দেখলাম অনেক বোনের যাত্রা আইওএম এ। তখন খোঁজ নিলাম রিভিউ দেখলাম আর মনোস্থীর করলাম এই যাত্রাটা আল্লাহর নাম নিয়ে শুরু করি।প্রায় ২মাস ক্লাস করেছি আলহামদুলিল্লাহ অনেক অজানা কিছু জানতে পারলাম। অনেক অনেক শুকরিয়া আল্লাহ পাক IOM এর মত একটা জায়গায় আমার স্হান করে দিয়েছেন। IOM ছিলো আমার স্বপ্নের,আর এখন তা বাস্তব আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কাউকেই নিরাশ করেন না। চেয়েছিলাম একটা মাদ্রাসায় ভর্তি হতে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।

Ghumer Poree
2023-02-28T11:51:07+0000
IOM আল্লাহ্-র পক্ষ থেকে পাওয়া অনেক বড় একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ্। অল্প সময়েই এটা ভালো লাগার এক অংশ হয়ে গিয়েছে।অরিয়েন্টেশন ক্লাসে একেকজন উস্তাদের বক্তব্য এতোটা সুন্দর আর মূল্যবান ছিলো মাশাআল্লাহ্! জেনারেল থেকে দ্বীনে ফেরা সবার জন্য ইলম অর্জন করার বেস্ট একটা মাদরাসা। ক্লাস গুলো করলে বুঝা যায় যে দ্বীনি ইলম অর্জন করা কতোটা গুরুত্বপূর্ণ। এমনকি দ্বীনি মজলিস যে জীবনে কতোটা প্রভাব ফেলে, দ্বীনি মজলিসের যে প্রয়োজন আছে সেটা আল্লাহ্-র রহমতে আইওএম থেকে বুঝেছি।আল্লাহ্ এই প্রতিষ্ঠানের প্রত্যেককে কবুল করুক, আমাদের কে উপকারী ইলম দান করুক, আমীন!

Farzana Pushpo
2023-02-28T11:33:21+0000
আলহামদুলিল্লাহ। IOM এ ভর্তি হতে পেরে আমি অনেক খুশি। আল্লাহ তায়ালা আমাকে এই মাদ্রাসায় পড়ার তওফিক দিয়েছেন। এখানকার উস্তাদদের নসিহত গুলো খনির মত।যে খনির সন্ধানে ছিলাম এতদিন তা আল্লাহ পাইয়ে দিয়েছেন।

Khadiza Sumi
2023-02-28T11:28:45+0000
আল-হামদুলিল্লাহ। জেনারেল শিক্ষার্থীদের জন্য অসাধারণ একটি প্রতিষ্ঠান। বিজ্ঞ সকল ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত অনলাইন মাদ্রাসা।IOM এ ভর্তি হয়ে আমার জীবন পাল্টে গেছে,আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকল ওস্তাদগন ও মুকরিয়া আপুদের।

Tanjin Tumpa
2023-02-28T10:59:21+0000
আসসালামু আলাকুম, ইসলামিক অনলাইন মাদ্রাসা আমাদের জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্টদের জন্যে বেস্ট একটা প্ল্যাটফর্ম ইলমে দ্বীন শিখার জন্যে। আল্লাহ চান তো এই মাদ্রাসাই হবে আমাদের পরিপূর্ণভাবে ইলমে দ্বীন শিখার পথ।

Rita Binte Saidur Rahman
2023-02-28T00:26:55+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমি আজ আইওম প্লাটফর্মে। আলহামদুলিল্লাহ কাছীরা। মহান আল্লাহ পাক না চাইলে আমি এই দ্বীনে মজলিসে উপস্থিত হতে পারতাম না।সবকিছু আসে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে। আর আইওম এমন একটি প্লাটফর্ম যেখানে আমাদের মত জেনারেল লাইনের শিক্ষার্থীদের জন্য অমূল্য সম্পদ মতো। হেদায়েত আসলে ধরে রাখার জন্য৷ ইসলাম অনুযায়ী চলতে হবে আর এর জন্য আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে। কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান নাই এখন যে যেখান থেকে সহজে ইলম জন্য করতে পারি। এমন কোনো পরিবেশ নাই। কিন্তু আইওম তা তৈরি করেছে মহান আল্লাহ তায়ালা খুশির জন্য আমাদের মত জেনারেল লাইনে শিক্ষার্থীদের জন্য। যাতে খুব সহজে বাসায় থেকে ইলম অর্জন করতে পারি।কোনো ঝামেলা ছাড়ায়। আলহামদুলিল্লাহ আইওমের শিক্ষা পদ্ধতি খুবই সুন্দর, আবার উস্তাদ এত আন্তরিক ভাবে আমাদের পড়ায় এবং ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায়।আমাদের মেয়েদের জন্য আলাদা প্রশ্ন উত্তর ক্লাস করান উস্তাযা যাতে আমরা সহজে সরাসরি প্রশ্ন করে উত্তরটা জেনে নিতে পারি। উস্তাজা অনেক আন্তরিকতা সহিত আমাদের বুঝিয়ে দেন।আলহামদুলিল্লাহ... আবার আমাদের মশকের জন্য আলাদা ক্লাস ব্যবস্থা করেছেন যাতে খুব সহজে উস্তাদা সাথে প্রাকটিস করে আয়ত্তে আনতে পারি।ভুল গুলো ধরিয়ে শুধরে দেন উস্তাদা।তাই সর্বশেষ বলা যায় আমাদের যেকোনো কারও জন্য ইলম অর্জন করার জন্য আইওম খুব ভালো।খুব সহজে আমরা ইলম অজানা করে আমল করতে পারবোআর ক্লাস গুলো এত সুন্দর ভাবে করান যে অমনোযোগ আসে না। ক্লাস করতে মন চাই। জীবনে চলার ক্ষেত্রে সব বিষয়ে ইসলাম অনুযায়ী চলার জন্য ইলম অর্জন করতে হবে এর জন্য আইওম বেস্ট.🥰কখনো কোনো ক্লাসে উস্তাদেরা নসিহা দিতে গিয়ে কান্না করে ফেলেন, তখন আমিও কেঁদে ফেলি এ যে মহান আল্লাহ তায়ালা দরবারে হাজির হয়ে কান্না করা অশেষ নিয়ামত।।কত কত পাপ করি তবুও মহান আল্লাহ তায়ালা আপনাদেরকে ছেড়ে যান না।অনেক নিয়ামত দান করেন।আলহামদুলিল্লাহ তাছাড়াও আলাদা তালিমের ব্যবস্থা আছে। যা আমাদেরকে প্রোডাক্টিভি মুসলিম করতে সাহায্য করে। এত সুন্দর করে উস্তাদা আমাদের নসিহা দেন যা অমায়িক।মাশা আল্লাহ মাঝে মাঝে এমন টপিকস নিয়ে আলোচনা করেন উস্তাযা আলোচনা করেন উস্তাদা কান্না করে আমারও কান্না করি।আসলে আমরা কি করতেছি ক্ষনিকের দুনিয়ায়। মায়া জালে আটকে পড়ে মহান রব কে ভুলে গেছি। আসতাগফিরুল্লাহ।। এমন অনুভূতির গুলো আল্লাহ পথে থাকতে বাধ্য করে। সব রকম ফিতনা থেকে বাঁচতে সাহায্য করেমহান আল্লাহ পাক কাছে লক্ষ লক্ষ শুকরিয়া এমন একটা প্লাটফর্ম নিয়ে এসেছেন।আলহামদুলিল্লাহ আর আইওমে সকল উস্তাযদেরকে মহান আল্লাহ তায়ালা নেক হেদায়েত আর তাদের নেক আশা গুলো পুরণ করুন। আমাদের কে সুন্দর একটা ইলম অর্জন জন্য অনেক পরিশ্রম করে।।জাজাকুমুল্লাহু খইরনআইওমের সাথে যুক্ত সকল উস্তাদা,আরও অনেকে আছে যারাও আইওমে কিছু না কিছু করে সাহায্য করে তার উপকার আমরাও ভোগ করি মহান আল্লাহ তায়ালা তাদেরও নেক হেদায়েত এবং নেক আশা পুরন করুন। সবাই কে জান্নাতুল ফেরদৌস তে যাওয়ার তৌফিক দান করুন। আমিনজাজাকুমুল্লাহু খইরন ভুলহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হেদায়েত থেকে যেনো ছিটকে না পরি।হেদায়েত আসা যেমন মহান আল্লাহ তায়ালা আশেষ রহমত তেমনি ধরে রাখাও কঠিন।আমাদের জন্য দোয়া করবেন শেষ অবধি থেকে ইলম অর্জন করে মহান আল্লাহ তায়ালা ইবাদত করে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করতে পারি। মৃত্যু পযন্ত দ্বীনে পথে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করি।ইংশা আল্লাহ ফি আমানিল্লাহread more

Tamanna Begum
2023-02-27T08:22:08+0000
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।IOM এমন একটি প্রতিষটান যেখানে দীনি শিক্ষা অর্জন করার সর্বোত্তম ভালো মাধ্যম। IOM হচ্ছে ভালোবাসার জায়গা।একটিা পরিবার যেখানে সকল,বোনেরা ভাইয়েরা মিলে দীনি ইলম শিখানো হয়।আমাদের উস্তাদগণ আমাদের সঠিক ভাবে সুন্দর করে শিক্ষা দেন।আলহামদুলিল্লাহ

Anisa Akhter
2023-02-27T05:40:35+0000
আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আইওএম প্রাণের বিদ্যাপীঠে পরিণত হচ্ছে। দ্বীনকে সহজভাবে জানার সহজ এক মাধ্যম। আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী দান করুন।

আফরা উবাইদ শান্তা
2023-02-20T05:16:02+0000
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।সকল সৃষ্টির মধ্যে বিশেষভাবে মানুষকেই আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছেন। এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টি-অসন্তুষ্টি এবং আখিরাতের সফলতা-ব্যর্থতার জ্ঞানও ধারণ করতে পারে। ন্যায়-অন্যায়বোধ এবং আসমানী ইলমের উপযুক্ততার কারণেই মানুষের জন্য এসেছে হালাল-হারামের বিধান। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর এই যোগ্যতা নেই। তাদের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ তাদের সাথেই দিয়ে দেওয়া হয়েছে। যেমন শীত-গ্রীষ্মের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য পশম, অন্ধকারে পথ দেখার জন্য চোখে বিশেষ শক্তি ইত্যাদি। পক্ষান্তরে মানুষ শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দান করে। শিক্ষার মাধ্যমে অজানাকে জানার এবং জানা বিষয়কে কাজে লাগিয়ে অজানার সন্ধান করার যোগ্যতা অর্জনের জন্য জেনারেল ছাত্র, ছাত্রী, ব্যবসায়ী, চাকুরীজীবী সহ সকল কে সুযোগ করে দিয়েছেন (IOM) প্রতিষ্ঠান।IOM মাদ্রাসা প্রতিটি ক্লাস অনেক যত্নসহকারে নিয়ে থাকেন।ক্লাসের সময় কারো মনে -ই হবে না সে অনলাইনে ক্লাস করছে মাশাআল্লাহ এত যত্নসহকারে... পড়ান।ক্লাসের প্রতিটি বিষয় এত সুন্দর করে বুঝিয়ে দেন আমাদের বুঝতে কখনও অসুবিধা হয় না।বই পড়া ছাড়াও আমরা ক্লাস থেকে শিখে নিতে পাড়ি আলহামদুলিল্লাহ। সকল উস্তাদ, উস্তাযার কথা, ব্যবহার এত অমায়িক মাশাআল্লাহ,মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা ক্লাস করি।পৃথকভাবে প্রতিটি ছাত্র, ছাত্রীর যত্ন নিয়ে থাকেন মাশাআল্লাহ। আল্লাহ চেয়েছেন বলে আজ আমি এত সুন্দর একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরেছি আলহামদুলিল্লাহ!IOM এর প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে নিজে অনেক সুভাগ্যবতী মনে করছি।এমন একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য,IOM সকল উস্তাদ, উস্তাযা, এবং প্রতিষ্ঠাতা উস্তাদ, প্রিন্সিপাল, সহকারী সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ নেক হায়াত দান করুক,এ সব ভালো ভালো কাজ করার জন্য আল্লাহ আরও বেশি তাওফিক দান করুক। (আমিন)আল্লাহ তাআলার আদেশে মানুষ যেমন লাভ করেছে জীবনের আলো তেমনি আল্লাহরই নিকট থেকে সে লাভ করেছে ইলমের নূর। ইলমের মাধ্যমে মানুষ নবজন্ম লাভ করে। আল্লাহর মারিফত যখন মানুষের মধ্যে আসে তখনই সে প্রকৃত মানুষ হয়।read more

Jahidul Islam Toha
2023-02-17T09:11:30+0000
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন এবং হাদিস শিক্ষার জন্য IOM খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম।জেনারেল শিক্ষার ছাত্র ছাত্রীর সহ চাকুরিজীবি থেকে ব্যবসায়িক দের জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম IOM । যদি কেউ শুধুমাত্র ক্লাসে মনোযোগ দেয় তবে তার ক্লাসের পরে আর পড়াশোনার প্রয়োজন নেই। মক্তবের ক্লাশে উস্তাদগণ পৃথকভাবে প্রতিটি ছাত্রের যত্ন নেন যা সত্যিই ভালো। আলহামদুলিল্লাহ আমি প্রকৃত শিক্ষা শিখছি যা শুধুমাত্র আল্লাহর জন্য। IOM এবং সমস্ত উস্তাদ এবং প্রতিষ্ঠাতা উস্তাদ এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল উস্তাদের জন্য মহান আল্লাহর কাছে আমার দুয়া।

Ahlia Tanzimul
2023-02-16T19:46:31+0000
হৃদয়ে যে বসন্ত আসে তার নাম 'দ্বীন'।আমার জীবনে বসন্ত এসেছিল ২০২০ এর রমাদ্বানে,হারাম সম্পর্ক থেকে বের হওয়ার মাধ্যমে।ঋতুর বেলায় যেমন বসন্ত চিরস্থায়ী না,তেমনি হিদায়াতের বসন্তও সবসময় আমাদের জীবনে স্থায়ী হয় না! বলছিলাম ২০২১ সালে ইসলামিক অনলাইন মাদ্রাসার ২১৫ ব্যাচে ভর্তি হবার কথা।আলহামদুলিল্লাহ ১ বছর আই.ও.এমের সাথে খুবই সুন্দর সময় কেটেছিল।কিন্তু নফসের প্রতারণায় ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেওয়া হয় নি।আই.ও.এম থেকে বিচ্ছিন্ন হবার সাথে সাথেই যেন আমার হৃদয়ের বসন্তে দেখা দিল গ্রীষ্মের দুপুরের তীব্রতা।সেই রোদের প্রখরতায় আমি পুড়লাম প্রায় ২ বছর ধরে।আমল,ইখলাস,আখলাকে নেমে এসেছিল কালবৈশাখীর কালো ছায়া।আমি সবসময় অনুভব করতাম,আই.ও.এম থেকে বিচ্ছিন্ন হওয়া আমার জীবনে নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল।আই.ও.এমের শূন্যতা আমাকে সারাক্ষণ পোড়াতো।আমি আল্লাহর কাছে বারবার চাইতাম,তিনি যেন যেকোনোভাবে আমাকে আই.ও.এমের সাথে জুড়ে দেন।২০২২ সালের ২৫ ডিসেম্বর গেট টুগেদারে যাওয়ার মাধ্যমে আবার আমার নতুন করে আই.ও.এমের সাহচর্যে আসার সুযোগ হয়।আবার যেন জীবনে সুকুন ফিরে পেলাম,ফিরে পেলাম আমার হারিয়ে যাওয়া পথ!এরপর হুট করেই... সম্ভবত রেজিস্ট্রেশনের লাস্ট দিন কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই ২৩০৯ ব্যাচে ভর্তি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ।আস্তে আস্তে আই.ও.এমের সাথে আমার জীবনে আবার নতুন করে বসন্ত এসেছে,আলহামদুলিল্লাহ।জীবনে যত সমস্যাই আসুক,ত্বলিবাহ ভাই-বোনদের কাছে অনুরোধ রইলো,যেভাবেই হোক আই.ও.এমের সাথে লেগে থাকুন।আমার মতো ভুল করে জীবন থেকে মূল্যবান সময়গুলো হারিয়ে যেতে দিয়েন না।আল্লাহ আমাকে দয়া করে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন,আলহামদুলিল্লাহ।কিন্তু সবার জীবনে এই সুযোগ না ও আসতে পারে!এখন আমার একমাত্র লক্ষ্য,আমৃত্যু আই.ও.এমের সাথে জুড়ে থাকা।আমি সবার কাছে বিশেষ করে দু'আ চাই,আল্লাহ যেন আমার এই পথচলাকে অনেক অনেক সহজ করে দেন।এই পথে হাঁটতে হাঁটতে যেন সিরাত্বল মুস্তাকিমের দিশা পাই।আল্লাহ যেন আমাকে সব সময় আই.ও.এম-কে অন্তরে লালন করার তাওফিক দেন।মাদ্রাসা থেকে পাওয়া শিক্ষাগুলো যেন আমি বাস্তব জীবনে,ইখলাসের সাথে আমলে পরিণত করতে পারি।আল্লাহ যেন আমার জীবনে দ্বীনের বসন্তকে চিরস্থায়ী করে দেন।নফস ও শয়তানের ধোঁকা থেকে যেন বেঁচে থাকতে পারি প্রিয় মাদ্রাসার হাত ধরে।কোনো এক জান্নাতি মজলিসে যেন আই.ও.এমের উস্তায,উস্তাযা,মুক্বররিরহ্ আর ত্বলিবাহ বোনদের সাথে সমবেত হতে পারি।read more

Md. Jihad Hasan Joy
2023-02-15T07:21:53+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমি আইওএম মাদ্রাসার ভর্তি হয়ে অনেক উপকার হয়েছি। এটি একটি অনেক সুন্দর প্রতিষ্ঠান। ইসলামের সকল প্রকার শিক্ষা এইখানে দেওয়া হয়।আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটি কবুল করুন, আমীন।

Sheikh Rejoan Islam
2023-02-14T12:19:16+0000
IOM is a great platform to learn about Deen. I love this platform. May Allah SWT grant long life to our Ustaz's of IOM.

Ferdousi Begom
2023-02-11T08:25:05+0000
This is a place where I can learn about Deen & gain knowledge. I've tried many online courses, about Islam from different institutes. But I found IOM is the best, among all of these.

মোঃ রেজওয়ান আহমেদ
2023-02-09T20:16:04+0000
IOM is a great platform to gain Quran and sunnah knowledge,it's a great plessure to me for admisson such a wonderfull Online madrasa.

MD Mostafizur Rahman Tasfiq
2023-01-17T04:21:40+0000
without any doubt i like this institutions.it's really helpful for general student's ����

Malome Skrr Bongz
2023-01-04T06:12:53+0000
It's a great privilege to know Melissa Lepore in my Forex trading career. I really can say I have improved a lot in my trading skills since ever since then. What can I say, Melissa Lepore trading skills is super unique, one of a kind and has it's own league. and I can confidently say that, Melissa Lepore has been very helpful and has really increase my life and family standard just within a month. My first investment was $10,000 and with her help, we made a profit of $43,500 after just seven days of investing with her. The money I spent on the course, is a well spent money and a good investment, I never regret it. Good job ma'am and God will continue to increase you.. Contact her today WhatsApp: +1 (765) 351-3234Email: [email protected]

Md Johirul Islam Joy
2022-12-05T16:50:44+0000
আল-হামদুলিল্লাহ। জেনারেল শিক্ষার্থীদের জন্য অসাধারণ একটি প্রতিষ্ঠান। বিজ্ঞ সকল ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত অনলাইন মাদ্রাসা��

ফারহানা কবির
2022-11-30T14:43:33+0000
IOM এর আলিম কোর্সের একজন শিক্ষার্থী হিসেবে আল্লাহ কবুল করছেন আলহামদুলিল্লাহ। IOM এর শ্রদ্ধেয় সকল ওস্তাদগন এবং সি আর আপুগন এবং মুকাররিরাহ আপুদের সবার কাজে আল্লাহ বারাকাহ দান করুন এবং তাদের সকলকে নেক হায়াত দান করুন। আমিন।তাদের দাওয়াতের উছিলায় আমার মতো হাজারো গাফেল দ্বীনি ইলম অর্জন করতে পারে সেই দোয়া থাকবে ইনশাআল্লাহ

Sajeda Parvin
2022-11-30T08:28:06+0000
IOM এ ভর্তি হয়ে আমার জীবন পাল্টে গেছে,আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকল ওস্তাদগন ও মুকরিয়া আপুদের।।

Samia Zahan
2022-11-17T21:58:39+0000
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাকে আইওএম নামক এতো বড় একটা নিয়ামত দিয়েছেন। শুকরিয়া ইয়া রব। আইওএম সংশ্লিষ্ট সকল ভাইবোন, উস্তায, উস্তাযা, আমাদের সকলকে আল্লাহ তায়ালা যেন মুখলেস বান্দা হিসেবে, ইসলামের একজন বড় দায়ী হিসেবে কুবুল করেন। আমিন।

Rony Huq
2022-09-17T12:00:39+0000
They do a lot of research and offer valuable classes with highly qualified teachers.

Fayaz Asha
2022-08-11T02:16:46+0000
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বীন শেখার জন্য এমন একটা প্লাটফর্ম পাব এটা কখনো কল্পনাও করিনি। মাশাল্লাহ সব কিছু এতো সুন্দর গোছানো এবং পড়ানোর তরীকা এতো সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ। মনে হয় যেন অফলাইন কোন একাডেমিতেই আছি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুন।আমীন।

Jannatul Mawa
2022-08-10T14:11:15+0000
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু,IOM এর মতো এতটা গোছানো,ইফেক্টিব,ইফিসিয়েন্ট way আমি আর কোথাও দেখিনি।উস্তাজ,উস্তাজা,মুকররিরাহ্ আপু,সি আর ভাই বোনেরা এত ধৈর্যের সাথে সব হ্যান্ডেল করেন।মাশাআল্লাহ্।এটা ইসলামের একটা কাফেলা বলেই সম্ভব। আল্লাহ্ IOM এর সবকিছুতেই বারাকাহ্ দান করুন।আমিন।এতদিন পর আমার মনে হচ্ছে যে, I find the golden resources যেটার মাধ্যমে আমি আমার জ্ঞানের তৃষ্ণা নিবারন করতে পারবো,ইনশাআল্লাহ্।

মোহাম্মাদ রেজাউল
2022-08-09T04:51:34+0000
ইন্নাল হামদা লিল্লাহ। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ।আমার 'রব' আমার প্রতি এতটা অনুগ্রহ, করুণা, দয়া করেছেন যে এমন এক প্রতিষ্ঠানের পরিচয় করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ্ ছুম্মা আলহামদুলিল্লাহ্।এই প্রতিষ্ঠানের উস্তাদ গুলোর ব্যবহার, আচার আচারণ বুঝানোর কৌশল মনোমুগ্ধকর। আমার প্রিয় একটি প্রতিষ্ঠান হয়েগেছে💘আলহামদুলিল্লাহ্। আমি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ। প্রত্যক মুসলিম নর-নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা যখন ফরজ। কিন্তু আমি জেনারেল হওয়ার জন্য গুছানো ইলম অর্জন করা আমার জন্য কঠিন হয়েগেছিলো। ঠিক তখনই IOM ফ্রী ৬মাসের জন্য যেটুকু জ্ঞান অর্জন না করলেই নয় সেটুকু অর্জন করার সুযোগ করে দিয়েছেন। আমি IOM এর বড্ড কৃতজ্ঞ আর 'রবের' শুকরিয়া আলহামদুলিল্লাহ💘 মহান রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে আল্লাহ যেন উত্তম যাযা, বারাকাহ দান করেন। এই প্রতিষ্ঠানে উস্তাদ, উস্তাযা, শিক্ষার্থী সকলকে কবুল করেন,ইলমে বারাকাহ দান করেন, সিরা-তাল মুছতাকিম যেন দান করেন। জাজাকুমুল্লাহ খাইর💘

Sharmin Akter Sumi
2022-08-08T18:30:03+0000
IOM ইলমে দ্বীন শিক্ষার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। আমারা যারা ইলমে দ্বীন শিক্ষার আগ্রহ থাকা সত্ত্বেও সময় সল্পতার কারণে ,ইলমে দ্বীন থেকে বঞ্চিত আছি ।আমরা নিশ্চিন্তে IOM এ ভর্তি হয়ে যেতে পারি ।(ইনশাআল্লাহ)আল্লাহ তা আলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন।(আমিন)

Sufaida Yasmin
2022-08-08T17:51:27+0000
Highly recommended.Technical systems are quite flexible,courses are inexpensive,the effort and manner of the ustaad are mostly appreciable and they maintain fluency on teaching as well.May Allah give barakah upon them.Jazakumullahu khair.

Marufa Akter Fatima
2022-08-08T17:44:23+0000
আলহামদুলিল্লাহ। অনেক ভাল লাগছে। ঘরে বসে দ্বীনি ইলম চর্চা করার সুযোগ হয়েছে। বিবাহিত জীবনে পরিবারের দায়িত্ব পালন করার পরও ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছি। এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাক, এটাই প্রত্যাশা।

Tayiba Tasnim Hridee
2022-08-08T17:39:14+0000
lOM is one of the most wonderful onilne platform for gaining the basic & deep knowledge about our deen Islam! Mainly it's absolutely a blessing for the students from general background & also for the former professionals. Ma Sha Allah! Barokumullohu Feek! Our teachers are very much knowledgeable as well as humble also! Ma Sha Allah! May Allah bless them more & more, Ameen🌸We have our own virtual campus which is really very handy for getting all the important materials & notices in one place! Ma Sha Allah! I'm exploring the best experience in online education here! Alhamdulillah A'la Kulli Haal💚 May Allah bless our IOM with unlimited Rohmah & Barakah, Ameen🌸

Tuhin Mridha
2022-08-08T17:38:58+0000
Alhamdulillah, ami IOM er 228 batch er student, aei koydin ja class korlam tate ami sontusto Alhamdullillah. R ekta bisoy ami bujhlam j kew jodi Quran porte na o pare tobe se Alim course er 1st semister er Tajbid & Moshk class korle suddho vabe Quran porte parbe In-Sha-Allah.Ami IOM & IOM er sathe songslisto sokoler & sokol talibul ilm er duniya o akhirater safollo kamona kori

Ameena Hossain Binte Monir
2022-08-08T17:35:49+0000
জেনারেল লাইনে পড়া স্টুডেন্ট এর জন্য নির্ভরযোগ্য একটি দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছেন আইওএম এ অধ্যায়ন করার সুযোগ।

Roknuzzaman Ruku
2022-08-08T17:33:39+0000
IOM is the best Islamic Online Madrasa I have seen. May Allah bless IOM.

Fouzia Akter
2022-08-08T17:16:58+0000
আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া মহান আল্লাহ তায়ালার দরবারে যিনি আমাকে দ্বীন ইলম অর্জনের জন্য IOM অনলাইন মাদ্রাসাই ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন। যারা আমার মতো জেনারেল লাইনে পড়াশোনা করেন, অন্য কোনো অফলাইন মাদ্রাসায় ভর্তি হবার সুযোগ নেই, তাদের জন্যে দ্বীন ইলম অর্জনের একটি আদর্শ প্লাটফর্ম হলো IOM। আল্লাহ পাক IOM অনলাইন মাদ্রাসার সাথে যুক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্যদের কবুল করুন । আমিন


Md Sanjid Hasan
2022-08-08T16:30:02+0000
আলহামদুলিল্লাহ, অশেষ শুকরিয়া মহান আল্লাহ তায়ালার দরবারে যিনি আমাকে দ্বীন ইলম অর্জনের জন্য IOM অনলাইন মাদ্রাসাই ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন। জেনারেল পড়ুয়াদের দ্বীন ইলম অর্জনের একটি আদর্শ প্লাটফর্ম হলো IOM. আল্লাহ তায়ালাIOM অনলাইন মাদ্রাসার সকল শিক্ষক এবং স্টুডেন্টসদের কবুল করুন ।

M Abdullah Al Mamun
2022-08-08T16:00:36+0000
An Outstanding organization for those who are unable to learn ILM from offline. A great initiative. May Allah subhanahu wa tawala accept the initiative.

Omar Faruq Maynul
2022-08-08T15:56:54+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, জেনারেল পড়ুয়াদের জন্য ইসলামিক একাডেমিক ইলম অর্জনের জন্য ভীষণ প্রয়োজনীয় অনলাইন ভিত্তিক মাদ্রাসা হচ্ছে আইওএম। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে ইলম অর্জন করতে পারছি, আল্লাহ যেনো এই ইসলমের উপর আমল করার সুযোগ করে দেন এবং নাজাতের উছিলা করে দেন। জাজাকাল্লাহু খাইরান।

Akhtar Hossain
2022-08-08T15:48:58+0000
I came to know about IOM from a facebook friend Dr.Aslam .To know about Islam IOM is a easy and reliable platform.

Israt Mitu
2022-08-08T15:14:03+0000
আলহামদুলিল্লাহ, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে থেকে প্রতিনিয়ত আপনি অন্তরের সূকুন অনুভব করবেন।আইওমের সাথে কানেক্ট হওয়াটা আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত,আর এই নিয়ামাহ থেকে অর্জিত জ্ঞানটা যেন আমরা জীবনের শেষ পর্যন্ত ধরে রাখতে পারি।আমিন!

Fakir Mohammad Ali
2022-08-08T14:46:44+0000
ইসলামিক অনলাইন মাদ্রাসা ই আমাকে সঠিক পথ দেখিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পেরেছি দ্বীনি এলেম ছাড়া দুনিয়াবী এলেম কখনো মানুষকে সুখী করতে পারে না। কিছুদিন ক্লাস করার পর বুঝতে পারলাম এখানে ওস্তাদরা সবাই আল্লাহর নেক বান্দা। ভয় ছিল এত কঠিন পড়ালেখা সময় করতে কি পারবো? মাশাআল্লাহ ওস্তাদরা ক্লাসে পড়া কমপ্লিট করিয়ে দেন। সকলের দোয়া চাই যেন টিকে থাকতে পারি। দোয়া করি আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানকে সারা পৃথিবীর মানুষের হেদায়েতের দ্বীনি মারকাজ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। সংশ্লিষ্ট সকলকে জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।

Abdullah Al Noman
2022-08-08T14:43:28+0000
যখন দ্বীনের বুঝ পেলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বুঝতে পারলাম এই বয়সে মাদ্রাসা যেয়ে ইলম অর্জন করা আর সম্ভব নয় আমার জন্য। ঠিক তখনই আইওএম আমার কাছে আল্লাহ পাকের রহমত স্বরূপ হাজির হয়েছে। সুবহানাল্লাহ।আল্লাহপাক আইওএম এর সাথে জড়িত সকলকে এর উত্তম যাযা দান করুক (আমিন)।

Taklima Aktar Shima
2022-08-08T12:47:08+0000
জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে সদ্য দ্বীনে ফেরা ভাই-বোনেদের দ্বীন সম্পর্কে জানার একটি বেস্ট মাধ্যম আইওএম আলহামদুলিল্লাহ... আইওএম থেকে অর্জিত দ্বীনি ইলম যেন আমাদের সকলের জান্নাত প্রাপ্তির ওসিলা হয় রব্বে কারীমের নিকট এই আর্জি!

Shuvo Ahamed
2022-08-08T10:44:55+0000
যারা ধর্মীয় জ্ঞান পিপাসু,তাদের জন্য IOM একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্লাটফর্ম,আলহামদুলিল্লাহ এখানকার স্টুডেন্ট হতে পেরে।

Nasrin Sonia
2022-08-08T10:21:15+0000
জেনারেল লাইনের শিক্ষার্থীদের জন্য আইওএম একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।কেননা,দ্বীনে ফেরা জেনারেল লাইনের বোনদের কাছে মাদ্রাসায় পড়তে পারাতো স্বপ্নের মতো!আর এর কিছুটা হলেও সম্ভব হয়েছে আইওএমের মাধ্যমে।আইওএমের সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।আমিন

রুবা ইয়া
2022-08-08T09:44:25+0000
সবেমাত্র দশম শ্রেণিতে উঠেছি তখন।হঠাৎ একদিন কথায় কথায় জানতে পারি যে,আম্মুর ইচ্ছা ছিলো আমাকে মাদ্রাসায় পড়াবেন।খারাপ লেখেছিলো ভীষণ।কারণ চঞ্চল আমি জীবনে আম্মুর স্বপ্ন পূরণ করবার ইচ্ছেটা ছিলো তুঙ্গে।কিন্তু ততদিন অব্দি আমি এটাই ভাবতাম যে অনেকদূর অব্দি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে পারাটাই আম্মুর স্বপ্ন!তবে যখন ভুল ভাঙলো তখন অনেক দেরি হয়ে গেছে।তখন আবার ছোটবেলার মতো স্লেট,পেন্সিল নিয়ে আরবি শেখার বয়স কোথায়! তারপরে যত দিন যেতে লাগলো আফসোসটা বাড়তে,বাড়তে এক গভীর ক্ষত হয়ে গেছিলো ক্বলবে। তারপর আল্লাহ্ সুবহানাহু ওয়া'তায়ালার অশেষ রহমতে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল।একগুচ্ছ কদম ফুলের সুঘ্রাণ হয়ে হেদায়াতের পরশ এসে ছুঁয়ে দিলো জীবন কানন।তখন মাদ্রাসায় পড়ার ইচ্ছেটা তীব্রতর হয়ে উঠলো।কিন্তু কিভাবে সম্ভব?যে পথে আগাই নানান জটিলতা।মাঝে-মাঝে আনমনা হয়ে ভাবতাম,যদি সব সহজ হয়ে যেত।সমস্ত মুশকিল দূরীভূত হয়ে যদি সহজ ব্যবস্থা করে দিতেন রব। অবশেষে তাই-ই হলো।আলহাদুলিল্লাহি রাব্বিল আলামিন!হঠাৎই ফেইসবুকে কিভাবে যেন আইওএম এর খোঁজ পেয়েছিলাম।মনে হয়েছিলো যে,আমার ইচ্ছে পূরণের জন্যেই আল্লাহ্ আগে থেকেই আইওএমকে পরিণাম... দিয়েছেন।কি সুন্দর ছিলো তখনকার অনুভূতি সুবাহানাল্লাহ! কিন্তু এরপরে ও অনেক বাধা-বিপত্তির স্বীকার হয়েছি।ফেইসবুকে কিছু কুচক্রে সমালোচনা দেখে মন ভেঙ্গে গেছে। প্রচন্ড দ্বীধা-দ্বন্দে ভুগেছি।কিন্তু আল্লাহর কাছে কল্যাণের দু'আ করে গেছি।যেন কল্যাণকর হলে আল্লাহ্ সহজ করে দেন আমার জন্যে।আম্মুও দু'আ করেছিলো আমার সাথে সাথে মাশা-আল্লাহ ।তারপর দুরূদুরু মনে ভর্তি হলাম আইওএম তথা ইসলামিক অনলাইন মাদ্রাসাতে।আর ভর্তি হয়ে ক্লাস শুরু করতেই আমার সমস্ত দ্বিধা কেটে যায়।পূরণ হয় বহুল প্রতীক্ষিত স্বপ্ন।জীবনটা এখন আমার কাছে স্বপ্ন স্বপ্ন লাগে।আইওএম এর ক্লাস,ওস্তাযগণ,সিআর আপুদের ধৈর্য্য,মুক্বররিরাহ আপুদের মশক সবকিছু এতো সুন্দর,এতো সুন্দর আলহামদুলিল্লাহ্।বারাকাল্লাহু ফিকুম ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।একমাস পার হয়েছে,বাকি প্রত্যেকটা মুহুর্ত ও জান্নাতী বাগিচার প্রশান্তিতে কাটবে ইন শা আল্লাহ্।আল্লাহ আইওএম এর সাথে জড়িত সবাইকে দ্বীন এর জন্য কবুল করে নিন।ঈমান ও আমলে বারাকাহ দান করুন।উভয় জাহানে কল্যাণ ও সম্মানীত করুন।আমাদেরকে ত্বলিবুল ইলম হিসেবে কবুল করুন।যথাযথ হক আদায় করার তৌফিক দিন।মনোযোগের সাথে ইলম অর্জনের তৌফিক দিন।কোর্স সম্পন্ন করে যেন আইওএম ও উম্মাহর এর খেদমতে রত হতে পারি,তৌফিক দিন।আ-মীন।read more

2022-08-07T23:02:10+0000
- নীর হারা সদ্ব্য দ্বীনে ফেরা পথিকের জন্য একটি উত্তম প্ল্যাটফর্ম যেখানে সে দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ ব্যাসিক থেকে শুরু করে এডভান্স লেভেলে যাওয়ার সুযোগ রয়েছে,আলহামদুলিল্লাহ 🖤


Mehedi Hasan Evan
2022-08-07T17:15:16+0000
আমার জন্য আরেকটা নিয়ামত হয়ে এসেছে আইওএম। আমার অনেক স্বপ্ন ছিলো, আমি কুরআন তিলাওয়াত করলে যেন বুঝতে পারি কি বলা হচ্ছে। আমি মনে করতাম এটা আর এখন সম্ভব না। বয়স নেই, তার উপর বিবাহিত। খুব আফসোস হতো মাদ্রাসায় না পড়ার জন্য। কিন্তু আমার সামনে এখন একটা সোনালী স্বপ্ন উঁকি দিচ্ছে। আমি খুবই আশাবাদী আমি একদিন কুরআন তিলাওয়াত করলে তার অর্থ বুঝতে পারবো। আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। ইন শা আল্লাহ। আল্লাহ যেন আমাকে তার দ্বীনের জন্য কবুল করে নেন।

Tanvir Rahman
2022-08-07T17:06:05+0000
আলহামদুলিল্লাহ,"IOM" দুনিয়াবি ব্যাস্ততার মধ্যেও নিজেকে 'তালিবুলইলম' বানানোর সুন্দর সুযোগ করে দিয়েছে। নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার জন্যে ব্যস্ততার মধ্যেও মানিয়ে নেয়া যাচ্ছে সহজেই।

রওনক জাহান রূপা
2022-08-07T15:10:35+0000
আলহামদুলিল্লাহ্ সকল প্রশংসা আমার রবের যিনি IOM এর মতো খ্যাতনামা মাদ্রাসায় আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন,মাদ্রাসায় না পড়ার অনেক আফসোস ছিল সাথে দোয়াও ছিল তিনি যেন আমার মতো গুনাহগার বান্দিকে সহজভাবে ইলম অর্জনের সুযোগ করে দেন যেহেতু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজমাদ্রাসার প্রত্যেক ওস্তাদ খুবই আন্তরিক ,সহজ ভাষায় পড়ান ।বেশী ভালো লেগেছে সুন্দরভাবে পর্দা রক্ষা করে তাঁদের পড়ানোর তরিকা।অনেক গোছালো তাঁদের প্রতিটা কাজ ।মুকাররিরাহ আপুরা সিআর আপুরা সবাই কতো আন্তরিক আলহামদুলিল্লাহ্ !আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।মাদ্রাসার সকল উস্তাদ ,মাদ্রাসার সকল কার্যক্রমের সাথে যারা জড়িত,মাদ্রাসার মুকাররিরাহ ,সিআর আপুদের আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দিন আমিন

Ruhana Amin
2022-08-07T11:22:34+0000
The only trustworthy online based deeni platform in Bangladesh... Sukarn IOM,for this beautiful institution specially for the genera background student..

Mizanur Rahman
2022-08-07T07:31:41+0000
আমার মত সাধারন মানুষ যারা মাদরাসায় পরতে পারিনি, তাদের জন্য IOM ই সেরা।কারন একই platform থেকে ইসলাম শিখার সকল বিষয় IOM শিক্ষা দিচেছ । সকল ওসতাদ অনেক আনতরিক ।

Shahida Binte Jasim
2022-08-07T05:50:47+0000
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শুকরিয়া জ্ঞাপন করছি। যদি আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা সম্ভব না দিনে ফেরার নিয়ে মনের অনুভূতি প্রকাশ করতে যাচ্ছি।সাময়িক কারণে ২১৬ ব্যাচ এ ফাইনাক এক্সাম দিতে না পারায়, পুনরায় রি এডমিশন নিয়েছি! জীবনের শুরুটা খুব সাধারন একটা মুসলিম পরিবারে ছোটবেলা থেকে যদিও তাগিদ দেওয়া হয়েছিল কুরআন শিক্ষা নেওয়ার জন্য মক্তবে যাওয়ার তাগিদ। আলহামদুলিল্লাহ এইজন্য মা-বাবার প্রতি কৃতজ্ঞ। স্বাভাবিক নিয়মে জেনারেল পড়াশুনা, সত্যি কথা বলতে পড়াশোনাকে এতটা গুরুত্ব দিতাম সকাল সাতটায় স্কুলে যেয়ে বিকেল পাঁচটায় বাড়িতে ফেরো কখনো যোহরের সালাত পড়া হয়নি কিংবা কখনো কখনো হঠাৎ ভয় কাজ করলে পড়তাম।কিন্তু দ্বীনের বুঝ কখনোই ছিল না বুঝতাম না, এটা কখনো বুঝতাম না যে নামাজ ছেড়ে দিলে কি হবে পর্দা কি? ইসলামের বিধি-বিধান কি? আল্লাহ তায়ালার আদেশ নিষেধ মেনে চললে কি হবে? না চললে কি হবে?সত্যি বলতে কখনো কেউ এসব গুলো কখনো সামনাসামনি এসে জিজ্ঞেস করেনি, কখনো প্রশ্নের ধারাগুলো আমার চোখের সামনে নিয়ে আসেনি, যে তুমি কি করছো? কোথায় যেতে হবে? কি... তোমার কাজ? পৃথিবীতে তোমাকে আল্লাহ তায়ালা কেন সৃষ্টি করেছেন? কোথায় যেতে হবে?আলহামদুলিল্লাহ যে ছোটবেলায় মক্তব থেকে কোরআন শিক্ষাটা সহিহ শুদ্ধ ভাবে শিখতে পেরেছি। তার জন্য সুম্মা আলহামদুলিল্লাহ এবং শালীনতা ভাবেই চলেছি পর্যায়ক্রমে।কিন্তু কখনোই বুঝতামনা পর্দ কি? মেয়েদের শালীনতা কিসে? মেয়েদের পর্দা ফরজ কিংবা মাহরাম নন-মাহরাম কি? মেয়েদের কিভাবে চলতে হবে? ইসলামে মেয়েদের কোন ছেলে ফ্রেন্ড থাকতে নেই এটা কখনো কেউ আমাকে জানায় নাই কিংবা কখনো কেউ প্রশ্ন করেনি না যে তুমি যেগুলো করতেছ এগুলা ঠিক নাকি ভুল?আল্লাহুম্মাগফিরলি স্কুল লাইফের দশটা বছর ইচ্ছে হলে নামাজ পড়তাম কিংবা দোয়া-দুরুদ কিছু পড়তাম কিন্তু অলটাইম, কো-এডুকেশন পড়াশোনা তো অনেক সময় দেখা যায় গান শুনতাম বাড়িতে আসতেছি নামাজ কাজা হয়েছে কোন আফসোস থাকতো না, এদিকে বুঝতামই না যে আসলে আমাদের কি করতে হবে আমাদের করণীয় কি?গান শোনা, টিভি দেখা, ফ্রেন্ডের সাথে সবসময় আড্ডা দেওয়া কথা বলা এগুলো ছিল নিত্য দিনের অভ্যাস। আস্তাগফিরুল্লাহ নিশ্চয়ই আল্লাহ তায়ায়া পরম ক্ষমাশীল।আমি জানতাম না গান-বাজনা শয়তানের খোরাক। শালীনতা দিয়ে চলাফেরা করতাম কিন্তু কখনো জানা ছিল না যে পর্দা আসলে কি? আসলে পর্দা বলতে বুঝতাম কি মানে ঘরের বাইরে যাওয়াই পর্দা করে মানে বোরকা পরতে হবে কিন্তু গায়রে মাহরাম নন-মাহরাম এগুলো এড়িয়ে চলতে হবে এটা কখনোই জানা ছিলনা বাকি আর পাঁচটা মেয়ের মতো আমারও ছিল ছেলে বেস্ট ফ্রেন্ড কিন্তু ইসলামে মেয়েদের যেখানে কন্ঠের পর্দা করতে বলা হয়েছে আমি কি করে গায়রে মাহরাম কে বানালাম বেস্ট ফ্রেন্ড! নিশ্চয়ই আল্লাহ মহান, অতি দয়ালু, আস্তাগফিরুল্লাহ।আলহামদুলিল্লাহ দ্বীনের পথে আসার আসলে একটা মাধ্যম শুরু হয় একজনের কাছ থেকে ইসলামিক বই কালেকশন করে পড়া ধার করে পড়ে আবার দিয়ে দেওয়া এভাবে আসলে ইসলামের উপর কিছু জানা এবং বুঝার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা।কিন্তু আফসোস তখনও আমার আসলে ছেলে ব্রেসফ্রেন্ট ছিলো, কলেজ লাইফে যাওয়া এবং কলেজ লাইফ আলহামদুলিল্লাহ আমার মহিলা কলেজ থেকে পড়াশোনা, আবার নতুন করে শুরু হয় সেখানে প্রথম বর্ষ পর্যন্ত আমার তেমন কোনো ইসলামিক ধার্মিক ফ্রেন্ড ছিল না। দ্বিতীয় বর্ষ থেকে আমার একজন ইসলামিক ধার্মিক ফ্রেন্ড হয়। আল্লাহর কাছে শুকরিয়া এরকম পর্দাশীল ইসলামিক মাইন্ডের কাউকে পাওয়ার জন্য আসলে অনেক ভাগ্যের ছিল।সত্যি বলতে জেনারেল থেকে পড়াশোনা করে এরকম দ্বীন মেনটেইন করা তার উপর খাস পর্দা করা, জেনারেল লেভেল এ পড়াশোনা করে এরকম দ্বীন মেন্টেন করতেছে এরকম স্টুডেন্ট খুবই দুর্লভ, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এরকম একজন দ্বীনি ফ্রেন্ড পেয়ে, আলহামদুলিল্লাহ্।তার কাছ থেকেই, দ্বীনের বুঝ আসার দ্বিতীয় ধাপ শুরু, একদিন ওর বাসায় বেড়াতে গিয়ে আমার মোবাইলে একজন ছেলের ফ্রেন্ড কল করে তো আমাকে ও জিজ্ঞেস করল আমি কার সাথে কথা বললাম? আমি তখন বললাম যে এটা ছেলে, তো ওই দিন থেকেই ওর কাছ থেকেই আমার প্রথম জানা হলো যে মাহরাম আপনি কোনটা নিবে এটা আপনার উপর নির্ভর করে।আসলে এখানে আসার পর অনেক দ্বীনি বোনেরসাথে পরিচয় হয়।না জানা অনেক প্রশ্ন জিজ্ঞেস করতাম বিভিন্ন প্রশ্নের উত্তর পেতাম আলহামদুলিল্লাহ হেদায়েতের পথে আস্তে আস্তে অগ্রসর হলাম।সুম্মা আলাহামদুলিল্লাহ, সবার অনুপ্রেরণায় পর্দা করতে শুরু করলাম। যদিও এর জন্য এখনো পোহাতে হচ্ছে অনেক কঠিন পথ। নিত্য নতুন কথা শুনতে হচ্ছে, আশেপাশের মানুষদের কাছে।আলহামদুলিল্লাহ্ দ্বীনের ব্যাপারে পরিবার সাপোর্ট করে, কিন্তু রিলেটিভদের জন্য অনেক বাধা পোহাতে হয়।এইভাবেই, এড়িয়ে চলা শুরু হলো নন মাহরামদের।জানিনা কতটা পারছি, আল্লাহ তায়ালা নিশ্চয়ই সাথে আছে।কিন্তু, মাদ্রাসার মেয়েদের দেখলে, খুব আফসোস করতাম যে আসলে কেন ছোটবেলা থেকে পরিবার মাদ্রাসায় পড়ায় নাই। আসলে একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্ট যখন দ্বীনের পথে হেদায়েতের পথে এসে পর্দা করতে চায় বিভিন্ন ধরনের জিনিস মেনটেন করতে চায় তখন তার জন্য আসলে বিষয়টি এমন যে আগুন হাতে নিয়ে চলার প্রায় সমান হয়ে যায়।সো এ বিষয়টা নিয়ে আসলে সবসময় শঙ্কায় থাকতাম যে একজন মাদ্রাসার টুডেন্টকে যখন পর্দা করতে দেখা যায় তখন প্রায় সমাজের প্রত্যেকটা লোক, পরিবারের লোক, পাড়া-প্রতিবেশী সবাই বিষয়টা খুব সহজভাবে। নেই কিন্তু আমরা যারা যারা জেনারেল লেভেলে পড়াশোনা করি আসলে এরপর যখন হেদায়েতের পথে আসি বিষয়টা ছিল খুব তাচ্ছিল্য সাথে নেয়।শুনতে হয় নানা ধরনের বাজে মন্তব্য। এমন সব কষ্ট আর মন খারাপ নিয়ে কাটিয়ে দিলাম প্রায় দেড়টা বছর।এর মধ্যে দ্বীনের পথে আসার জন্য সর্ব প্রথম ছিলো আআল্লাহর অশেষ রহমত, আর সাথে ছিল আমার প্রিয় দ্বীনি বোনদের অনুপ্রানা।এই দেড়টা বছর, এক দ্বীনি বোন খুব আগলে রেখেছে। বিভিন্ন বিষয় আমাকে অভয় দেখিয়ে আমাকে সব পরিস্থিতিতে সাহস জুগিয়ে ছে।আল্লাহ তায়ালা তাকে উভয় জাহানেই উত্তম প্রতিদান দিক।সেই সাথে যারা শুরু থেকে ছিলো তাদেরও।এরপর জুন ২০২১, এফবিতে ঘুরাঘুরি করছিলাম, কয়েকদিন ধরেই অনেকের টাইমলাইনে, কারো প্রোফাইল পিকচারে একটা ছবি বার বার চোখে পড়ছে।মনের কৌতূহল যেনো বেড়েই চললো। IOM এটা কি? এক দ্বীনি বোনের পোস্ট এ IOM কি জানতে চেয়ে কমেট করলাম, আলহামদুলিল্লাহ্।বোনটি খুব সুন্দর সাবলিল ভাষায় বুঝিয়ে দিলেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি ভর্তি হবো ISLAMIC ONLINE MADRASHAY.হ্যাঁ, এটাই আমার সপ্ন পূরনের ধাপ। যে কষ্ট এতদিন অন্তরে ছিলো, তা লাঘব করার এটাই এক মাত্র পথ।জানতে পারলাম, এখানে অনেক বিষয় নিয়ে পড়ানো হবে। ৩বছর, আলিম কোর্স। সুম্মা আলহামদুলিল্লাহ। শেষে হলেও ভর্তি সম্পূর্ন হলো নির্ধিদায়। ১লা জুলাই ২০২১, ছিলো মাদ্রাসার প্রথম। আলহামদুলিল্লাহ্, উস্তাদ এর বানী শুনে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ্ দীর্ঘ ৩মাস অতিবাহিত করছি, অনেক ভালো লাগছে।সত্যিই আমার জীবনে, IOM একটি সপ্ন পূরনের বড় ধাপ। সর্বশেষ সবার কাছে দু'য়া পার্থী সবাই আমার জন্য দুয়া করবেন, যেনো হেদায়াতের পথে অবিচল থাকতে পারি।আর আমার পরিবার কে যেনো আল্লাহ তায়ালা দ্বীনের জন্য কবুল করে নেন। যেনো আমার চলার পথে শত বাধা অতিক্রম করার ধৈর্য দেন।আর আমার অসুস্থ মায়ের জন্য সবার কাছে দু'য়ার দরখাস্ত রইলো।আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।শাহেদা আক্তার,IOM স্টুডেন্ট।রোলঃ22801765read more

Tania Tabassum
2022-08-06T13:29:57+0000
আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি।আল্লাহ মেহেরবানি করে দ্বীনের বুঝ দান করেছেন।আলহামদুলিল্লাহ। কিন্তু দ্বীনি ইলম কিভাবে অর্জন করব এটা নিয়ে যখন আমি দিশেহারা হয়ে পরি(মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নি) তখন আমি IOM এর খোঁজ পাই আলহামদুলিল্লাহ। যেখানে আমি আমার স্বপ্ন পূরন এর সুযোগ পেয়েছি।জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্ট দের জন্য এটি অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম। এখানকার ক্লাস গুলো করলেই তা বুঝা যায়❤️❤️

Raju Khandakar
2022-08-06T01:40:24+0000
আলহামদুলিল্লাহ। আমাদের সাধারণ মুসলিম যারা মাদ্রায় পড়ার সুযোগ হয় নাই। তাদের দ্বীন শিখার অনেক সুন্দর ও গুছানো একটা প্লাটফর্ম হচ্ছে আই ও এম। আল্লাহ আপনাদের কাজে বারাকাহ্ দান করুক। সাথে আমাদের ও এই প্রতিষ্ঠান থেকে ফায়দা হাসিল করার তাওফিক দান করুক। আমিন।

আমাতুল্লাহ জিনাত
2022-08-05T16:57:19+0000
আলহামদুলিল্লাহ,IOM হচ্ছে জেনারেল পড়ুয়া ভাই-বোনদের জন্য উত্তম একটি ইসলামিক প্লাটফর্ম।আমি দ্বীনে ফেরার পর থেকেই এমন একটি জায়গা খুৃজতেছিলাম।মা শা আল্লাহ, উস্তাযরা অনেক ভালো ভাবে বোঝান প্রত্যেকটি ক্লাস।আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এমন একটি প্লাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন।

Jakiya Binte Jalal
2022-08-03T14:29:20+0000
আলহামদুলিল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের অনেক বেশি ভালোবাসেন, এজন্যই IOM কে আমাদের দিনের পথে আসার উসিলা বানিয়ে দিয়েছেন, এবং সহজ করে দিয়েছেন আমাদের জন্য, জাযাকাল্লাহ খায়ের IOMএর সাথে জড়িত আছে সকলকে।

Nasrin Jahan
2022-08-03T04:57:57+0000
এই প্রতিষ্ঠান এর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান করুন,যাদের উছিলায় সকল স্তরের মানুষের দীন শিক্ষা সহজ হয়েছে।

Dilruba Talukder
2022-08-02T16:20:17+0000
জেনারেল এ পড়া স্টুডেন্টদের দ্বীনি ইলম অর্জনের জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে IOM।মাশাআল্লাহ্!তাদের এ উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয়।আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক-আমিন।

Md Asaduzzaman Polash
2022-08-02T08:40:54+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,,কিছু মানুষ দ্বারা একটি পরিবার গঠিত হয়, কয়েকটি পরিবার নিয়ে একটি গ্রাম হয়, এভাবে গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে মহাদেশ এবং মহাদেশ থেকে পুরা পৃথিবী গঠিত হয়। তাই যদি মানুষগুলো সুন্দর হয়ে যায় তাহলে পুরা পৃথিবী সুন্দর হয়ে যাবে। আর মানুষের সৌন্দর্য নিভর করে তার আখরাকের উপর।আর সৃষ্টি কুলের সুন্দরতম আখলাক ওয়ালা হচ্ছেন হযরত মুহাম্মদ সাঃ। তাই হযরত মুহাম্মদ সাঃ এর আখলাকের অনুসারী হতে পারলেই পৃথিবীতে সুন্দর করে সাজানো যাবে।নববী আখলাক নিজের মধ্যে হাসিল করার জন্য ইসলামী শিক্ষার কোন বিকল্প নাই।এমন মহৎ এক উদ্দেশ নিয়েই IOM যাত্রা শুরু করেছে।আমার বয়স প্রায় ৪০ বছর, পেশায় ইন্জিনিয়ার, মহান আল্লাহ অত্যান্ত মায়া করে দ্বীনের বুঝ দেওয়ার পরথেকেই ভাবছিলাম কিভাবে একটু দ্বীনী শিক্ষা গ্রহন করা যায়। পেশাগত কাজের জন্য পচন্ড ব্যস্ত থাকতে হয় তাই কোন বয়স্ক মাদ্রাসায়ও ভর্তি হওয়া সম্ভব হয়নি। ইন্টারনেটে অনেক খুজেঁ IOM এর সন্ধান পাই।তারপর যখন দেখলাম মুফতী জুবায়ের সাহের এখানে যুক্ত আছেন তখন আর দেরি করি নাই। ভর্তিহয়ে গেছি।আল্লাহর অশেষ রহমতে আমি IOM এ... দ্বীনি শিক্ষা অর্জন করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ।IOM এ দ্বীনি শিক্ষা কার্যক্রম আমার খুবই গোছানো এবং এতোটাই শিক্ষাবান্ধব যে, যেকোন পেশাজীবর নারী পুরুষ এখন থেকে দ্বীনী শিক্ষা হাছিল করতে পারবে।আল্লাহ সুবহানাহু তাআলা IOM এর সকলকে উত্তম প্রতিদান দান করুন।আমিন...মোঃ আসাদুজ্জামান পলাশআলিম কোর্সব্যাচ–228রোল: 228010029read more

Jerin Afrose
2022-08-02T04:36:04+0000
জেনারেলে পড়তে পড়তে আল্লাহ যখন তার দ্বীনের পথে ফেরালেন তখন আল্লাহর কাছে একটাই জিনিস চেয়েছি, আমি যেন একটা দ্বীনি পরিবেশ পাই এবং দ্বীন সম্পর্কে বেশি বেশি ইলম অর্জন করতে পারি যাতে আমি যেন আর পথভ্রষ্ট না হই।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে IOM এর মতো একটা দ্বীনি পরিবেশ এবং দ্বীন শিক্ষার প্লাটফর্ম দিয়েছেন।

Monalisa Mime
2022-08-01T17:47:14+0000
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক ইচ্ছা ছিল তারতিলের সাথে কুরআন শিখার, আল্লহামদুল্লিলাহ, প্লাটফরম পেলাম। জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আল্লাহ নেওয়ার তাওফিক দিয়েছে। আল্লাহ দ্বীনের পথে কবুল করুন।

Faiza Fairooz Momo
2022-08-01T10:18:12+0000
আলহামদুলিল্লাহ জেনারেল থেকে যারা দ্বীনি শিক্ষা নিতে চান তাদের জন্য আইএমও এক আলোর দিশা। অনলাইনে হওয়ায় পর্দা রক্ষা করে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই সহজে এই প্লাটফর্ম পেয়েছি।

Nahidul Islam
2022-08-01T09:55:27+0000
IOM এর ম্যনেজমেন্ট অনেক গুছালো এবং শিক্ষকদের ও আন্তরিক পেয়েছি।

Khadija Akter
2022-08-01T08:48:29+0000
আমাদের মত জেনারেল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য IOM বিশাল সুযোগ করে দিয়েছে ইলম শিক্ষার জন্য। প্রতিষ্ঠান টির শিক্ষা কার্যক্রম অনেক বেশি গুছানো,ইনশাআল্লাহ IOM খুব তাড়াতাড়ি আরো অনেকের হৃদয়ে জায়গা করে নিবে।

Romana Afroj
2022-08-01T07:23:30+0000
IOM, a place where the approach of Ustads and talibul Iilm will make the heart and life peaceful.Its a place where the newly practicing Muslim can gather knowledge of Islam in a systemetic way. May Allah pour His Rahma to all the people related with IOM, make the life easy and grant us Jannatul Ferdous.

Jannatul Ferdous Mou
2022-07-31T19:21:26+0000
gfdcfffcccccccccccccvvvআসসালামু আলাইকুমওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।।সত্যি কথা বলতে আমি মনে করি আমি এখনও পুরোপুরি দ্বীনের পথে ফিরে আসতে পারি নি।তবে এটা সত্য যে আমি চাই সম্পূর্ণ দ্বীনের পথে ফিরে আসতে এবং আমি চেষ্টা করি দ্বীনের পথে থাকতে সেই সাথে আমলও করি।ছোট বেলা থেকেই আব্বু আম্মু,হুজুর,ইসলাম শিক্ষা বই হতে শিখেছি মিথ্যা বলা পাপ,চুরি করা পাপ,অন্যের ক্ষতি চাওয়া যাবে না,শিরক করা যাবে না,মা বাবার অবাধ্য হওয়া যাবে না,কাওকে কটু কথা বলে কষ্ট দেওয়া যাবে না,গীবত করা যাবে না ইত্যাদি ইত্যাদি।এছাড়াও অনেক নবী-রাসুলের সম্পর্কে জেনেছি সাথে তাদের জীবনি জেনেছি।ইসলামের ইতিহাস কিছুটা জেনেছি।বদরের যুদ্ধ সহ আরও কিছু যুদ্ধ সম্পর্কে জেনেছি।এখন নামগুলো পুরোপুরি মনে নেই।ঈমান কি বুঝার চেষ্টা করেছি।কুরআন পাঠ শিখেছি।অনেক গুলো দুআ ও সুরা মুখস্থ করেছি।হিজাব সম্পর্কে জেনেছি। ৫ ওয়াক্ত নামাজের নিয়ম শিখেছি।রোজা সম্পর্কে জেনেছি।বিভিন্ন ইসলামিক কাজের ফজিলত সম্পর্কে জেনেছি।বাবা মা,আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে জেনেছি।হালাল হারাম সম্পর্কে জেনেছি। আল্লাহর রহমতে ইসলামিক অনেক বিষয়ই জেনেছি এবং সেই সাথে এখনও... অনেক বিষয়ি অজানা রয়েছে।আল্লাহর রহমতে জানার অনেক বিষয়ই মানতাম।যেমনঃমিথ্যা না বলার চেষ্টা ,গীবত না করা,সালাত আদায় করা,রোজা রাখা, ইত্যাদি ইত্যাদি। ইসলামের বিধি বিধানের সাথে চলার মোটামুটি চেষ্টা করতাম।কিন্তু সেই সাথে কিছু কিছু কাজ করেছি যা ইসলামের বিধানের বাহিরে ছিলো।যা আমাদের শিক্ষা ব্যাবস্থা,পরিবেশ, কালচার এবং নিজের বুঝের অভাবে করে ফেলেছি।যেমনঃসালাত নিয়ম করে আদায় না করা,বিদ্যালয়ের কালচারার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন,হিজাব না করা,বিভিন্ন ছেলে বন্ধুদের সাথে মিলামিশা, বাবা মার সাথে অধিক রাগারাগি করা ইত্যাদি ইত্যাদি।আসলে কখনো আগে ভেবে দেখেনি যা করছি তা কি ঠিক করছি।আমার গুনাহ হচ্ছে কি?আমার কৃত কাজ কি ইসলামের বিধি নিষেধ অনুযায়ী হচ্ছে কিনা।আল্লাহ ও তার রাসুল এর অপর যেমন বিশ্বাস করতাম,কুরআন যেমন মাঝে মাঝে পড়তাম সেই সাথে আল্লাহর নিষেধ করা কিছু কিছু কাজ থেকেও বিরত থাকতাম না।ইসলামের কিছু জিনিস মানতাম আবার কিছু জিনিস মানতাম না।একটা সময় এসে মনে হলো আমি কি করছি।যা করছি তা কি ঠিক করছি।ইসলাম নিজেই একটা বিধান।এই বিধানকে তো আমি আমার ইচ্ছে মতো ব্যাবহার করতে পারি না।আমার প্রথম ভাবনায় এসেছিলো যা আমি জেনেছি যে," ঈমান সহ যদি কোন মুসলিম মৃত্যুবরণ করেন তবে তিনি একদিন অবশ্যই জান্নাত পাবেন"।আর আমরা অনেকেই মনে করি "লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ " বললেই মুসলিম হওয়া।এটা বলার পর তা অন্তরে বিশ্বাস এবং তদা অনুযায়ী আমল করতে হয়।অন্তরে বিশ্বাস মানে আল্লাহর বলা নিষিদ্ধ সবকিছুি থেকেই বিরত থাকা আল্লাহর ভয়ে।আর আমি কি করছি এগুলো।তখন ভাবলাম তাহলে কি আমার ঈমাণ শক্তিশালী নয়।আমি কিভাবে আল্লাহর নিষিদ্ধ কাজ গুলো অনায়াসেই করে ফেলছি।আল্লাহ কি আমাকে ছেড়ে দিবেন হাশরের ময়দানে।এরকম আরো অনেক চিন্তা মাথায় আসতে শুরু করলো।মনে হলো যে আমাকে সব দিচ্ছে,যে আমাকে সৃষ্টি করেছে,যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার সাথেই কি নাফরমানী করছি।ভাবনায় আসতে শুরু করলো এইযে জীবন নিয়ে এত ব্যাস্ত কিন্তু সেই জীবনের কোন ভরসা নেই।যখন তখন এই দেহ নিথর হয়ে যেতে পারে।তারপর কি হবে আমার।তারপরের জীবনের জন্য তো তেমন কিছু করার সুযোগই পাচ্ছি না এই ব্যাস্ততার জীবনের মোহে।মনে হতে শুরু করলো আল্লাহর রহমত আমার উপর নেই।যদি থাকতো তাহলে তো এই ভুলগুলো আমার দ্বারা হতো না।মনে হতে লাগলো আল্লাহর রহমত প্রয়োজন। ভাবনায় আসতে শুরু করলো তাহলে কি আসল ছেড়ে নকলের পিছনে ছুটছি এতদিন ধরে।আরও অনেক ভাবনা আসতে শুরু করলো মনে মনে।এখান থেকে আস্তে আস্তে শুরু।৫ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করি প্রথমে।তারপর থেকে আস্তে আস্তে কেমন যেনো একটা পরিবর্তন আসা শুরু করলো জীবনে। কেমন যেনো একটা স্বস্তি অনুভব করতে শুরু করলাম মনের ভিতরে।আল্লাহর কেমন যেনো একটা রহমত অনুভব করা শুরু করলাম ধীরে ধীরে। অন্যায় বা আল্লাহর নিষিদ্ধ কাজ গুলো থেকে ধীরে ধীরে একাই মন থেকে উঠে যেতে শুরু করলো।যেই নিষিদ্ধ কাজ গুলো আগে খুব সহজেই করে ফেলতাম এখন সেই কাজ গুলো করতে মন একাই বাধা দেয়।কিছুদিন আগে আমার বিবাহ হয়েছে আল্লাহর মেহেরবানীতে।আমার স্বামির চাওয়ার সাথে আমার চাওয়া মিলে গিয়েছে এবং সে আমাকে দ্বীনের পথে ফিরে আসার আরো একটি ভালো মাধ্যম IOM এর খোঁজ দিয়েছে।এতদিন ঠিক নিজের ভিতর যা ছিলো তাই দিয়ে দ্বীনের পথে ফেরার চেষ্টা করেছি এখন ওস্তাদ পেয়েছি যা আমাকে দ্বীনের পথে ফিরতে আরও বেশি সহয়তা করছে।এতদিন কোন নিদিষ্ট রাস্তা পাচ্ছিলাম না ইসলামের বিধানে ফিরে আসার কিন্তু এখন ধীরে ধীরে মনে হচ্ছে রাস্তাটা পেয়ে গেছি,একন শুধু পথ ধরে এগুতে হবে।সর্বপোরি বলতে পারি আমি এখন সম্পূর্ন দ্বীনদার না হলেও সম্পূর্ণ দ্বীনের পথে ফিরে আসতে চাই।আমি চাই আমার এবং আমাদের জীবন সম্পূর্ণ ইসলামের বিধানে চলুক।ইসলাম কত সুন্দর,কত নিখুত।এখনও মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি।আল্লাহ যেন সেই সব নিষিদ্ধ কাজ থেকে আমাদের হেফাজত করেন,আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন সাথে আমাকেও।আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ দ্বীনদার হিসেবে কবুল করেন।ID:2280963read more

سمريتي ريما
2022-07-31T19:02:46+0000
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।জেনারেল পড়ুয়া হিদায়াতে পথে এসে ইলম অর্জনের জন্যে দিশেহারা ও অনুসন্ধানকারীদের জন্যে উত্তম প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক IOM প্রতিষ্ঠানের পরিপাটি গুছানো ক্যাম্পাস,নিয়ম,শৃঙ্খলা,আদব,শ্রদ্ধাভাজন দারস,স্নেহ ও যত্নশীল মশক।আলহামদুলিল্লাহ। মাশ আল্লাহ।বারাকাল্লাহু ফীকুম।ফিহক্ব,দোয়া ও সুন্নাত দারস মাশ আল্লাহ।আল্লাহুম্মা বারিক লাহা

Lima Sheikh
2022-07-31T18:59:35+0000
IOM একটি ভালোবাসা। যারা বিভিন্ন ব্যস্ততায় দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন না তাদের জন্যও এটি যেনো আশীর্বাদসরূপ। উস্তাদরা এতো সুন্দর করে পড়া বুঝান অসাধারণ ভালো লাগা কাজ করে। আর মশক্ব ক্লাসেও মুকাররিরাহ আপুরা এতো ধৈর্য সহকারে পড়া ও ভুল ধরিয়ে শুদ্ধভাবে না শেখানো পর্যন্ত থামেন না। এই সবকিছুই দেখে সত্যিই মুগ্ধ। আল্লাহ IOM এ বারাকাহ দিক। এ যেনো দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। কিন্তু এখানের ইউজিং প্রসেস ও রুলস রেগুলেশনসগুলো আরেকটু সহজ করলে অনেকের জন্যেই ভালো হয়। আল্লাহ IOM কে কবুল করুক আমিন।❤

Jonaki Sultana Rimu
2022-07-31T18:09:52+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবা রাকাতুহ! IOM আমার কাছে স্বপ্নের প্রতিষ্ঠান।স্বপ্ন রাব্বুল আলামীন বাস্তবে পরিণত করেছেন।এমন একটা দ্বীনি প্লাটফর্ম মোনাজাতে সব সময়ই চেয়েছি রবের কাছে।অন্তরস্থল থেকে দোয়া এবং কৃতজ্ঞতা সেই রবের দোয়ারে যিনি আমার দোয়া কবুল করে নিয়েছেন। সেইসব বোনেদের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে IOM সম্পর্কে জানিয়েছেন, ভর্তি হতে সহযোগিতা করেছেন।

Muhammad Al Amin
2022-07-31T18:07:15+0000
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, দ্বীনি ইলম অর্জন আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত।যারা এই দ্বীনি ইলম অর্জন করতেছেন বা করেছেন তারাই কেবল এর তাৎপর্য ও মাহাত্ম্য অনুধাবন করতে পারেন। আইওএম এমন একটি প্রতিষ্ঠান যেটি দ্বীনি ইলম অর্জন করার পথকে সুগম করেছে, করেছে কুসুমাস্তীর্ন।বিশেষ করে উস্তাদগনের মনোমুগ্ধকর উপস্থাপনা ও বরকতময় দারসে আমি নিজেকে শামিল করতে পেরে ধন্য মনে করছি।ইলমকে আমলের মাধ্যমে জীবনে বাস্তবায়ন করে মহান রবের অনুগ্রহ পাব এই আশায় বুক বেধেছি। আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। (আমীন)

Afsana Mouly Akhy
2022-07-31T18:00:44+0000
আসসালামু আলাইকুম। আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যারা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ রহমতে হেদায়েত প্রাপ্ত হয়েছেন এবং স্রোতের প্রতিকুলে চলতে চলতে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য IOM পথ চলার সাথী হতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই দ্বীনি পরিবেশের সংস্পর্শে এনেছেন এবং আসমাঊল হুসনা শিখতে পেরে, আল্লাহর গুনবাচক নামগুলো উসিলা করে করে দুআ করে আমি যে প্রশান্তি পেয়েছি, বিশ্বাস নিয়ে দিনের পর দিন ধৈর্য্য রেখে প্রত্যেকটা দুআ কবুলের যে আনন্দ মহান আল্লাহ আমাকে দিয়েছেন আমি চাই আপনারা প্রত্যেকেই আপনার নিজের জন্য ইলম অর্জন করুন, আল্লাহর হক মানুষের হক বুঝে সর্বোচ্চটা দিয়ে পালন করার চেষ্টা করুন। আমরা আমাদের রবকে যাতে বলতে পারি, আমরা গুনাহগার, অযোগ্য, অকৃতজ্ঞ তবু তুমি আমাদেরকে এতো এতো নিয়ামত দিয়েছো যা নিয়ে কোনোদিন ভাবার প্রয়োজনবোধ করি নি, আজ আমাদের এই চেষ্টাটুকু তুমি কবুল করে নাও, ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দা করে নাও।

বেলা ফুরাবার আগে
2022-07-31T17:53:09+0000
আমি এখন IOM এর 228 ব্যাচের স্টুডেন্ট। ভর্তি না হলে বুঝতেই পারতাম এ না এটা কেমন প্রতিষ্ঠান ! সুবহানাল্লাহ । IOM এর প্রত্যেকটা ক্লাস, ক্লাসের সিস্টেম, সকল কারিকুলামগুলো অনেক সুন্দর করে গোছালো | অলরেডি IOM এর ক্লাস করে ফিকহ- ক্লাসের প্রেমে পড়ে গিয়েছি। ভর্তি না হলে আন্দাজই করতে পারতাম না IOM এমন!! মাশা-আল্লাহ! আল্লাহর সন্তুষ্টির পরিমান শুকরিয়া জ্ঞাপন করছি,যিনি আমাকে IOM থেকে ইল্ম শেখার সুযোগ করে দিয়েছেন! আলহাহাম-লিল্লাহ । ছুম্মা আলহামদু-লিল্লাহ। আল্লাহ কবুল করুন।


Tania Binte Abdul Hakim
2022-07-31T17:49:56+0000
Assalamu alykum wa rahmatullahi wa barakatuh...IOM e vorti houwar age moner moddhe ekta voy kaz korclo je sob kichhu samliye uthtey parbo ki nah..!Alhamdulillah...ami Mohan Alloh Rabbul Alamin er nikot shukriea jananor vasay hariea felesi...!Tini jodi na chayten tobey kokhonoi emon ekta Islamic Online Madrasa te porar sujog amar kokhonoi hoto na. IOM er Ustajgon,Ustaja apura, Mukorrirah apuder soho sokaler babohar khub e Valo o khubi antorik. Khubi jotno niea poray sokaley & khub sundor kore bujhiye dan topic gulo..!Bonder kontho jeno shuntey na pay tar jonne CR vaider ke kotha boler permission deowa hoise...!Madrasay porar bohudin er issa ta aj IOM er maddhome purno hosse vabtey ek onno rokom shanti onuvob করি...!Jak IOM er maddhome Alloh amader sokoler Tolibul Ilm er poridhi ke aro প্রসার korun o deen er pothe tike thakar toufik daan korun..Allohumma AmeenAllah IOM er sokolkei Ihokal o Prokale Uttom protidan o Barakah prodan korun..Ameen...Summa Ameen...

আয়িশা আফরিন ফারিহা
2022-07-31T17:48:49+0000
IOM আল্লাহ্-র পক্ষ থেকে পাওয়া এক বড় অনুগ্রহ,আলহামদুলিল্লাহ্।অল্প সময়েই এটা ভালো লাগার এক অংশ হয়ে গিয়েছে।অরিয়েন্টেশন ক্লাসে একেকজন উস্তাদের বক্তব্য এতোটা সুন্দর আর মূল্যবান ছিলো!মাশাআল্লাহ্ এখনো মনে পড়ে।অনলাইনের মাধ্যমেও যে এভাবে দ্বীনি ইলম্ অর্জন করা যায়,আইওএম তার একটা দৃষ্টান্ত।ক্লাস গুলো করলে বুঝা যায় যে দ্বীনি ইলম্ অর্জন করা কতোটা গুরুত্বপূর্ণ।এমনকি দ্বীনি মজলিস যে জীবনে কতোটা প্রভাব ফেলে,দ্বীনি মজলিসের যে প্রয়োজন আছে সেটা আল্লাহ্-র রহমতে আইওএম থেকে বুঝেছি।আল্লাহ্ এই প্রতিষ্ঠানের প্রত্যেককে কবুল করুক,আমাদের কে উপকারী ইলম্ দান করুক,আমীন...।।।

Ayesha Binte Ali
2022-07-31T17:47:26+0000
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক দিন যাবত খুজছিলাম এমন একটা প্লাটফরম। মনের মতো একটা মাদরাসা আলহামদুলিল্লাহ। সবাই খুবই আন্তরিক। সবার ব্যবহার কথা বার্তায় মনে হয় অনেক দিনের পরিচিত আলহামদুলিল্লাহ।

ফারজানা ফায়জা
2022-07-31T17:45:21+0000
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা দ্বীনি ইলম অর্জনের জন্য এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। জেনারেল লাইনের শিক্ষার্থী হয়ে দ্বীনকে জানার জন্য এটি একটি উত্তম জায়গা।

আমাতুল্লাহ আমি
2022-07-31T17:44:41+0000
আলহামদুলিল্লাহ,,ইলম শিক্ষার জন্য অন্যান্য অসাধারণ প্রতিষ্ঠান,আলহামদুলিল্লাহ রবের কাছে হাজারো শুকরিয়া যে রব আমাকে IOM এ পড়ার তাউপিক দান করেছেন,,আলহামদুলিল্লাহ‼️রবের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না,,আলহামদুলিল্লাহ‼️

Umma Hunny
2022-07-31T17:35:13+0000
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্.....জেনারেল পড়ুয়াদের জন্য আইওএম একটি অতি উত্তম দ্বীনি প্লাটফর্ম।এই দ্বীনি প্লাটফর্ম এর সাথে থেকেই আমরা যেন সবাই দ্বীনের পথে এগিয়ে যেতে পারি ইন শা আল্লাহ!আল্লাহ্ সুবহানু ওয়া তায়ালা যেন আমাদের সবাইকে কবুল করে নেন। (আমীন)

Ayverin Neertija
2022-07-31T17:33:53+0000
মক্তবের পাঠ চুকিয়ে এসেছি সেই কবে! কুরআন পড়াটা সেখানেই শিখা যা পারতাম। কিন্তু একটা সময় দেখলাম পড়েছি তো ঠিক কিন্তু ছোটকালে কোনরকমে যা পড়েছি তার সবটা শুদ্ধ নয়। অভিজ্ঞ উস্তায/উস্তাযা ছাড়া তো নিজে পড়া যাবে না। অফলাইন এ সুযোগ ছিলো না। ফেসবুক স্ক্রল করতে গিয়ে একদিন হঠাৎই সামনে আসে আইওএম। ভাবলাম অনলাইনেও মাদ্রাসা হয় নাকি!! অনেকেই ভর্তি হচ্ছে। কিন্তু সিদ্ধান্ত নিতে পারলাম না কি করবো। অনেকদিন কেটেছে তারপর। আমিও আইওএম এর প্রতি খোঁজ খবর নিচ্ছিলাম। আর দেখতে লাগলাম অনলাইন কার্যক্রম অনেকদিন। তারপর মন স্থির করে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই।আলহামদুলিল্লাহ্, সমস্ত প্রশংসা তারই, যিনি আমাকে এই দ্বীনি কাফেলায় শামিল হওয়ার তাওফীক দিয়েছেন।আমার এখনও ওই মুহূর্ত গুলো মনে পড়ছে। রেজিস্ট্রেশন করার পর কত টা আগ্রহ নিয়ে বার বার মেইল চেক করতাম। কখন যে কনফার্মেশন মেইল পাবো!! অবশেষে আলহামদুলিল্লাহ যখন মেইল পাই কি যে খুশি হই! আইওএম এর সাথে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হয়।আলহামদুলিল্লাহ্। উস্তাযদের ক্লাস কত আন্তরিকতার সাথে হয়। আমার ভর্তি হওয়ার উদ্দেশ্য যেনো আল্লাহ্ কবুল করেন।আইওএম এর সাথে সম্পৃক্ত... সকলে- যারা এই সুযোগ করে দিয়েছেন আমার মত দ্বীনের পথে ফেরা জেনারেল পড়ুয়াদের তাদের সকলকে হৃদয়ের অন্তস্থল থেকে সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ্ আপনাদের সকলকে এর উত্তম প্রতিদান দিন। দ্বীনের পথে আমাদের প্রত্যেকের নেক যে আসা নিয়ে এই আইওএম পরিবারে যুক্ত হয়েছি তা মহান রব্বুল 'আলামীন এর দবারে গৃহীত হোক সেই দোয়া, সেই কামনা 🥰আলহামদুলিল্লাহIOM💚read more

Md. Ashraful Islam
2022-07-31T17:33:44+0000
আলহামদুলিল্লাহ। আমার মত জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এর দ্বীন শেখার জন্য আইওএম খুবই সহায়ক একটা প্রতিষ্ঠান। অনেক দ্বীন থেকে সরে ভাই বোন আবার দ্বীনের ফেরার প্রেরণা পাচ্ছে এই প্লাটফর্মের মাধ্যমে।দ্বীনের মৌলিক বিষয় গুলো খুব সুন্দর করে সহজে শেখার সুযোগ হচ্ছে। আল্লাহ তাআলা আইওএম কে কবুল করে নেন। আইওএম এর পিছনে যারা মেহনত করেন এবং আইওএম এর সকল স্টুডেন্টসদের কবুল করে নেন। আমিন।

Sanjida Nipa
2022-07-31T17:24:17+0000
দ্বীনে ফেরার পথে প্রতি মুহূর্তে ইলমের গুরুত্ব অনুধাবন করছিলাম। যখন চোখের সামনে বিভ্রান্তিকর জিনিস আসতো (যেমন- নামাজ ছেলেদের মতো নাকি মেয়েদের আলাদা) সদ্য দ্বীনে ফেরা আমি তখন খুব সিদ্ধান্তহীনতায় ভুগতাম। কোনটা কে আকড়ে ধরবো! খুব অসহায় লাগতো তখন! তখন ভাবলাম এসব পরিস্থিতি মোকাবেলা করতে হলে ইসলাম নিয়ে আরো জানতে হবে আমার।কিন্তু মেডিকেল পড়ার এতো চাপের ভেতর বাড়তি ইলম কীভাবে অর্জন করবো, নির্ভরযোগ্য সোর্স কোনটি এই উত্তর খুঁজে বেড়াচ্ছিলাম। তখন এক ফ্রেন্ড এর কাছ থেকে IOM সম্পর্কে প্রথম শুনি। সে এখানে ভর্তি হয়েছে ২য় ব্যাচে। সেই আমাকে আশ্বস্ত করে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার আরো অনেকে পড়ে। IOM এর সিলেবাসটাই এমনভাবে সাজানো যাতে জেনারেল লাইনের স্টুডেন্টরা নিজেদের পড়াশুনার পাশাপাশি এখানে সহজেই পড়তে পারে। এরপর IOM কে নিয়মিত ফলো করতে থাকি। ধীরে ধীরে ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত, ত্বলিবে ইলমের মর্যাদা সম্পর্কে জানতে থাকি। এসব শুনে ইলমের প্রতি আরো লালসা আরো বেড়ে যায়।কিন্তু পরিস্থিতি, পড়াশুনার চাপ সবমিলিয়ে হয়ে উঠছিলো না। দু'আ করছিলাম আল্লাহর কাছে তিনি যেন আমাকে সুযোগ করে দেন, আমার জন্য সহজ করে দেন। অত:পর... মহান আল্লাহ তার অনুগ্রহে ইলম অর্জনের এই কাফেলায় আমাকে শরীক হওয়ার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ! IOM এর সাথে পথচলা খুবই স্বল্পদিনের। ভর্তির পর থেকে খুবই উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলাম কবে ক্লাস শুরু হবে। অবশেষে অপেক্ষার অবসান হলো। মাত্র কয়েকদিনের ক্লাসেই IOM এর প্রতি মুগ্ধতা আরো বেড়ে গেলো। উস্তাদদের পড়ানো, IOM এর ব্যবস্থাপনা, সবার আন্তরিকতা সবকিছুই আশানুরুপ ও সন্তোষজনক।আল্লাহ তা'আলা IOM এর সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করে নিক, তাদেরকে সর্বোত্তম প্রতিদান দিক। উস্তাদ ক্লাসে আমাদের শিখিয়েছেন আমাদেরকে ইলমের ঝর্ণাধারা হতে হবে। আল্লাহ তা'আলা আমাদের সকল ত্বলিবে ইলমে ইলমের ঝর্ণাধারা হওয়ার তোফিক দিকআল্লাহুম্মা আমীন...read more

Bithi
2022-07-31T17:21:04+0000
আসসালামু আলাইকুম। মাদ্রাসায় পড়ার ইচ্ছাছিল আমার অনেক আগে থেকেই কিন্তু জেনারেল পড়ার জন্য সেটা আর হয়ে ওঠেনি।অবশেষে আল্লাহ সুবাহানাল্লাহতালার অশেষ রহমতে আইওএম মত প্রতিষ্ঠানের দেখা মিলিয়ে দিয়েছে। আল্লাহর ক

Tamanna Najnin Shampa
2022-07-31T17:09:23+0000
আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়ার ইচ্ছা ছিলো অনেক দিন থেকে IOM এর কারনে সেই ইচ্ছা পূরন হতে চলেছে

শামসুল আরেফিন
2022-07-31T17:09:05+0000
দ্বীনের ইলম শিখতে চাওয়া যেকোনো ব্যাকগ্রাউন্ডের যেকোনো বয়সীদের মানুষের জন্য উত্তম একটি প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ। খুব উপকৃত হচ্ছি, ইনশাআল্লহ আরও অনেক পথ যেতে চাই আইওএমের সাথে।

উম্মে সালমা
2022-07-31T17:06:51+0000
আসসালামু আলাইকুম, দ্বীনি ইলম অর্জনের জন্য IOM একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। এখানে সবাই অত্যন্ত বিনয়ী এবং আন্তরিক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এবং দ্বীনের দাঈ হওয়ার তৌফিক দিক, আমিন।

Halima Khatun Juthy
2022-07-31T17:06:15+0000
আলহামদুলিল্লাহ,,, দ্বীনের পথে আসার পর থেকে দ্বীনি ইলম অর্জনের জন্য দ্বীনি সহবতে থাকার জন্য অনেক ইচ্ছা ছিলো একটা মাদ্রাসায় ভর্তি হবার।। আল্লাহ তায়ালা চেয়েছেন বলে IOM এর মতো এত সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরেছি এবং দ্বীনি ইলম অর্জনের ইচ্ছাটাও পূরন হয়েছে আলহামদুলিল্লাহ।।। জেনারেলে পড়েও দ্বীনি ইলম অর্জনের জন্য অন্যতম একটি প্লাটফর্ম IOM.

Mehedi Mosharrof
2022-07-31T16:59:50+0000
Alhamdulillah. A Great Place to Acquire Islamic Knowledge. All Ustad's are very much helpful and passionate.

Musaria Islam
2022-07-31T16:58:22+0000
মাদ্রাসায় পড়ার ইচ্ছা আমার অনেক দিন থেকেই। কিন্তু জেনারেল লাইনে পড়ার জন্য সেভাবে কখনো অফলাইনে পড়ার সময় সুযোগ করে উঠতে পারি নি। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হল অনলাইনে, ইসলামিক মাদ্রাসার (আইওএম) মাধ্যমে, আলহামদুলিল্লাহ। প্রথম দিন থেকেই মাদ্রাসার প্রতি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ব্যাবস্থাপনা, এত ভালো উস্তাজ, এত সুন্দর মশক করার ব্যবস্থা! মাশা আল্লাহ!! ত্বালিবে ইলমদের মর্যাদার কথা উস্তাদদের মুখে শুনে নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়, চোখ অশ্রুসজল হয়ে ওঠে!এই মাদ্রাসার সাথে জার্নিটা মাত্র শুরু হল। কিন্তু এই অল্প কয়েকদিনই আমি অনেক কিছু শিখেছি, জেনেছি যেটা হয়ত একা একা কখনোই শিখে উঠতে পারতাম না। আমার মনে হয় আমার মত যারা জেনারেল লাইনে আছেন এবং দ্বীন শিক্ষা করার আগ্রহ আছে কিন্তু অফলাইনে পেরে উঠছেন না, তাদের জন্য আইওএম একটা উত্তম প্লাটফর্ম, আলহামদুলিল্লাহ। তাই এই মাদ্রাসার সাথে আমি অনেক দূর যেতে চাই, ইন শা আল্লাহ। মহান আল্লাহ যেন আমার অন্তরকে দ্বীন দ্বারা পরিপূর্ণ করে দেন এবং এই দ্বীনকে কাজে লাগিয়ে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাসিল করার তৌফিক দেনলমহান আল্লাহ আমাদের সকালের উত্তম প্রচেষ্টাগুলোকে কবুল করুন,... আমিন।read more

Nusaibah RN
2022-07-31T16:49:24+0000
অনেক দিনের স্বপ্ন পূরণ হলো IOM এ ভর্তি হয়ে। উনাদের পড়ানোর নিয়মনীতি, সিলেবাস সবকিছু যাঁচাইয়ের পরে ভর্তি হয়েছি। এখন মনে হয়, আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত টা ঠিক ছিলো 🤍

জান্নাতুল ফেরদৌস মুক্তা
2022-07-31T16:47:57+0000
জেনারেল স্টুডেন্টদের জন্য একটি অন্যতম মাধ্যম দ্বীন শিখার।

Laboni Akter
2022-07-31T16:40:35+0000
Alhamdulillah.. Iom er ostad o mokurrira onek antorik..protita subject onek somoy niye poran..amr dekha one of the best online platform

Saad Ahmad
2022-07-31T16:31:54+0000
Excellent place for learning Quran & Sunnah for General Student.

Tofazzal Hossain
2022-07-31T16:25:15+0000
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ছোটো থাকতে যে স্বপ্ন দেখতাম যে আমি মাদ্রাসায় পড়বো সেই স্বপ্নটা পরে হলেও IOM এর কল্যানে পূরন হচ্ছে। বাকিটা আমার রব্বেকারীমের ইচ্ছা।

Roknul Hakim Alrazi
2022-07-31T16:22:26+0000
আলহামদুলিল্লাহ . দিনের খেদমতে নিয়জিত প্রতিষ্ঠানটি আসলেই অনেক উপকারি। জেনারেল লাইনে শিক্ষিত ভাই বোন দের জন্য অনেক বড় সুযোগ ইসলামের ব্যাসিক জিনিস গুলো জানার। দাওয়াতের ক্ষেত্রে এগিয়ে আসার।আল কুরআন অধ্যায়ন। একই সাথে তালিমের মাধ্যমে সাহাবী ওয়ালা পরিবেশ তৈরি করা। সবকিছুর জন্যই মহান আল্লাহ রব্বুল আলামীন এর নিকট তিনি যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমীন

Afsana Aishe
2022-07-31T16:14:19+0000
আইওএম দ্বীনি শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।আমরা যারা জেনারেল পড়ুয়া আছি নতুন দ্বীনে প্রবেশ করে যেনো অতল সাগরে পরে যাই।কি করব না করব বুঝে উঠতে পারি না। কোনটা সঠিক কোনটা ভুল এ নিয়েও দোটানে থাকতে হয়।আইওএম যেনো অন্ধকারে আশার আলো নিয়ে আমাদের জীবনে এসেছে।আল্লাহর রহমতে আমাদেরকে ইলম অর্জনের সুযোগ করে দিয়েছে। আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নাই।আমার প্রতিষ্ঠান আইওএম-কে ভালবাসি আল্লাহর জন্য।শেষ পর্যন্ত আইওএম-এর সাথে থাকতে চাই ইংশা আল্লাহ।

Rokeya Arafat
2022-07-31T16:06:46+0000
IOM এক স্বপ্নের নাম জেনারেল এডুকেটেড মানুষদের জন্য।আল্লাহ সুবহানাহু তায়ালা আই ও এম এর মাধ্যমে দ্বীনি জ্ঞানকে ছড়িয়ে দিন। এরসাথে জড়িত সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন।আমিন।

Tanjina Akter
2022-07-31T16:00:48+0000
আলহামদুলিল্লাহ IOM একটি ভালবাসার জায়গা এবং দ্বীন শিক্ষার যুগান্তকারী প্লাটফর্ম

Khandaker Eliyas Ahmad
2022-07-31T15:56:03+0000
IOM একটা ভালোবাসার জায়গা। আল্লাহ তা'আলা যখন দ্বীনের বুঝ দান করেন। তখন থেকেই আমি একাডেমিক লেখা-পড়া করার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করি। ফলাফল হিসাবে অনেক দিন আগেই ফেইসবুকে IOM এর সন্ধান পাই। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে অনেকের রিভিউ দেখে হৃদয়টা ভরে গেল। একটা ভালোবাসার প্লাটফর্মে আল্লাহ আমাকে পৌছে দিয়েছেন। একমাত্র আল্লাহর সন্তষ্টি অর্জনে আমিও ২২৮ ব্যাচের তালিবুল ইলম হিসাবে এনরোল করে নিলাম। বর্তমানে আমাদের ক্লাস চলমান। আমাদের যাত্রা দীর্ঘ ৩ বছরের। হে আল্লাহ আপনি আমাদেরকে ও IOM কে কবুল করুন। আমিন ইয়া রব্বিল আলামিন। খন্দকার ইলিয়াস আহমাদরোল- ২২৮০১০৮৩৪ ব্যাচ- ২২৮

Sumaiya Tabassum
2022-07-31T15:43:47+0000
আলহামদুলিল্লাহি আলা কুল্লিহাল। ঘরে বসেই দ্বীনি পরিবেশ থেকে উস্তায, উস্তাযা মুকররিরহ আপুদের সহোবত পাচ্ছি।দ্বীনের উপর টিকে থাকার জন্য সহোবত খুব জরুরি, আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। পর্দারও খেলাফ হচ্ছে না, এদিকে ফরজ পরিমান ইলম শিক্ষার সুযোগ হয়ে গেছে আইওএম এ। আল্লাহর মেহেরবানিতে আইওএম এ আছি, এটা অনেক বড় নিয়ামত। জেনারেল লাইন না শুধু সকল পেশার সকল মানুষের জন্যই আইওএম বেস্ট প্লাটফর্ম। আইওএম এ পড়াশোনার সুযোগ থেকে শুরু করে সবকিছু প্রশংসনীয়, স্পেশালি মেয়েদের পর্দার ব্যাপারটা। আল্লাহপাক যেন দ্বীনি ইলম এর এই পথে আমাকে টিকে থাকার তৌফীক দেন, আমাকে কবুল করে নিন দ্বীনের জন্য এবং আইওএমকেও। আমীন।

Abdur Rahman Bin Muhammad
2022-07-31T15:38:24+0000
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আইওএম এ এসে দ্বীনের নতুন দিগন্ত উন্মচিত হয়েছে, আলহামদুলিল্লাহ।আল্লাহ্ এই প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু লেগে থাকার তৌফিক দান করুক আমিন।সাধারণ শিক্ষিত ভাই বোনদের দ্বীনি ইলম বা ইলমে ফরযে আইন অর্জন করার জন্য আইওএম এর আলিম কোর্স একটি যুগান্তকারী সিলেবাস।যাজাকুমুল্লাহু খায়রান।

কারিশমা আনান সুহানা
2022-07-31T15:28:52+0000
আইওএম এক টুকরো ভালোবাসার নাম। জেনারেল শিক্ষিত যে কোনো মানুষের জন্য ভরসাস্থল। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের নেক নিয়ত কবুল করে নিক।

Md. Shakibur Rahman
2022-07-31T15:10:42+0000
দ্বীনের বুঝ আসার পর থেকে খুব ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়ার, কিন্তু জেনারেলদের জন্য বিষয়টা একটু কঠিন ছিল স্কুল, কলেজ, ভার্সিটি মেইন্টেইন করে অফলাইন মাদ্রাসায় পড়া। ইসলামিক অনলাইন মাদ্রাসা সেই সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাবতেও অবাক লাগে আমি এখন মাদ্রাসার ছাত্র। আমাদের উস্তাযগণ খুব সুন্দর করে পড়া বুঝান যার ফলে অনেক কঠিন জিনিস সহজেই বুঝা যায়। আর বড় বিষয় আমাদের ভাইদের মদ্ধে বিশাল একটা কমিউনিটি তৈরি হয়েছে এই মাদ্রাসার মাদ্ধমে। দুয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত যেনো এই মাদ্রাসার মাদ্ধমে উম্মতের খেদমত করিয়ে নেন।

Kamarum Monira
2022-07-31T14:27:09+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম ক্লাস করেই IOM কে অনেক বেশি আপন মনে হয়েছে এবং অনেক প্রশান্তি পেয়েছি।এখানকার সকল শিক্ষক কে অনেক আন্তরিক মনে হয়েছে।মহান আল্লাহর কাছে দোয়া করি যেন IOMকে এবং এর সকল শিক্ষকদের কার্য ক্রম কবুল করে নেন,এবং তাদের এ পথ চলাকে সহজ করে দেন। আমিন।

Azad Ibnat Tanjina
2022-07-31T14:25:48+0000
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অবশেষে মাদ্রাসায় পড়ার সুযোগ পেলাম। অনেক দিনের ইচ্ছা মাদ্রাসায় পড়ার, দ্বীন শিখার। কিন্তু সংসার বাচ্চা সামলিয়ে সময় করতে পারিনি কোনো মাদ্রাসায় গিয়ে পড়ার। ২০২০ সালে ফেসবুকে ফ্রেন্ডের মাধ্যমে IOMসম্পর্কে জানতে পারি। সে বছর বেবি হওয়ার কারণে ভর্তি হতে পারিনি। মন অনেক খারাপ হয়েছিলো। অবশেষে আল্লাহর অশেষ রহমতে এই বছর ভর্তির পোস্ট দেখার পর হাজব্যান্ড কে জানালাম। উনিও খুশিমনে ভর্তি করিয়ে দিলো। আমাদের মত বেবির মায়েদের মাদ্রাসায় পড়ার বেস্ট প্ল্যাটফর্ম IOM। যেখানে৷ সংসারের কাজকর্ম করার পাশাপাশি দ্বীনি শিক্ষা নেয়া যায়। শুকরিয়া উস্তাদদের। আলহামদুলিল্লাহ

Arman Hossain
2022-07-31T14:17:27+0000
আলহামদুলিল্লাহ্! আইওএম জেনারেল লাইনে পড়াশুনা বা অন্যান্য যেকোনো কাজের পাশাপাশি দ্বীন শিক্ষার জন্য অন্যতম প্রতিষ্ঠান। এখানে অনেক গুরুত্বের সাথে ফেতনার জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য দ্বীন শিক্ষার পাশাপাশি জীবনের অন্যান্য সামাজিক বিষয়গুলো নিয়েও কাজ করা হয়। যা আমার মনকে অনেক বেশি সাড়া দিয়েছে। আল্লাহ আইওএম এর সাথে জড়িত সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন!

Ruksana Rupa
2022-07-31T14:14:51+0000
আলহামদুলিল্লাহ IOM দ্বীনি জ্ঞান অর্জনের খুব ভালো একটি মাধ্যম।এই প্রতিষ্ঠানের সবকিছু খুবই সুশৃঙ্খল।

মারদিয়া রুহিন মারজুখা
2022-07-31T14:06:56+0000
আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে অসংখ্য অগণিত শোকর যে তিনি আমাকে ইলমের সুধা পান করার তাওফিক দিয়েছেন। অনেক অমসৃণ পথ পাড়ি দিয়ে হলেও আমি খুঁজে পেয়েছি শান্তির নীড়। অফলাইনে দীর্ঘ ৬ বছর চেষ্টা করেও নববী কাফেলায় শামিল হতে পারিনি। এতগুলো বছর দু'আ আর হৃদয়ের তামান্না কবুল করেছেন রব্ব। অবশেষে অনলাইনের কল্যাণে শরিক হলাম নববী কাফেলায়। ভালোবাসার আরেক নাম IOM । যতদিন বেঁচে আছি ইন শা আল্লাহ ইলমের সাথে লেগে থাকবো। উস্তায ছাত্রছাত্রী সবাইকে রব্ব কবুল করুন। আমিন ইয়া রব্বি

আয়েশা বিনতে আমিনুল
2022-07-31T13:59:15+0000
alhamdulillah.. allah ta alar onk onk sukriya..amr onk diner iccha chilo madrashai porar.. allah ta ala ei sujug ta kore dilen iom er maddhome Alhamdulillah... allah ta ala amr oi bon kobul kore nik jar atu utsaher karone ekhane vorty hoyechi...iom er j jinis ta amr sob theke besi bhalo lage ta holo ustad der class naowar dhoron ta.. alhamdulillah.general poruader jonno.elm sikkhar ek onnotomo maddhom ei online madrasha.. allah ta ala iom er sathe somprikto sobi k kobul kore nik

Shamima Sultana
2022-07-31T13:57:05+0000
আমার অনেক ইচ্ছে ছিল মাদ্রাসায় ভর্তি হব।কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে গত জুন মাসের প্রথম সপ্তাহে জানতে পারি IOM এর কথা।এর কার্যক্রম মাশা-আল্লাহ অনেক ভালো লেগেছে।

Amatullah Tahmina
2022-07-31T13:41:48+0000
IOM সম্পর্কে জেনেছি ২০২০ সালে আমার খুব কাছের এক বান্ধবী এখানে সে বছর ভর্তি হয়েছিল।তখন ভালো বুঝিনি এ মাদ্রাসা সম্পর্কে।কিছুটা ভ্রান্ত ধারণা ছিল আল্লাহ মাফ করুন। মাদ্রাসায় পড়ার প্রচণ্ড ইচ্ছা থেকেই IOM সম্পর্ক খোজ নিয়ে এখানে ভর্তি হওয়া,আলহামদুলিল্লাহ। এখানে ভর্তি হয়ে বুঝলাম IOM আসলেই একটা দ্বীনি শিক্ষার মজলিস।এখানে উস্তাদদের পড়ার ধরণ অত্যন্ত সুন্দর এবং সাবলীল মাশাআল্লাহ।IoM এর সাথে জড়িত সকলকে আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান নসীব করুন এবং সকলকে কবুল করে নিন।আমিন-

Nusrat Jahan Saima
2022-07-31T13:38:11+0000
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু,ইলম অর্জন করা একজন মুসলিমের জন্য ফরজ,সেই উদ্দেশ্যে এবং মাদ্রাসায় পড়ার স্বপ্ন থেকে শুরু আমার এই পথ চলা,এক দ্বীনি বোনের থেকে iom সম্পর্কে জানতে পারি,তারপর ভর্তি হয়ে যাই আলহামদুলিল্লাহ ❤️

Abdullah Al Bayazid
2022-07-31T13:29:18+0000
কর্মব্যস্ত জীবনে অনলাইনে দ্বীনি শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান ইসলামিক অনলাইন মাদ্রাসা-আইওএম। আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে গর্ববোধ করি।

Rehena Sheikh Mala
2022-07-31T12:26:57+0000
প্রথমে শুকরিয়া জানাই আমার রব কে।আমাকে iom তে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাইঐ বোনকে যে আমাকে উৎসাহ দিয়েছে।আমার মতো জেনারেল পরোয়াদের জন্য এ প্লাটফর্ম টি খুবই ভালো।সহিহ কোরআন শিক্ষার পাশাপাশি ইসলামের সম্পর্কে অনেক জ্ঞান রাখা যাবে।সব চেয়ে ভালো লাগে এখানে সবাই সাহায্য কারি।আশা করবো জেনারেল যারা আছেন এ প্লাটফর্ম জয়েন হয়ে আখিরাতের জন্য নিজেকে তৈরি করুন।

Razidul Islam
2022-07-31T12:21:36+0000
IOM সম্পর্কে মোটামুটি ২০২১ সালে আমি জেনেছি এক বড় ভাইয়ের কাছে। সেই বড় ভাই আমাকে ভর্তি করার জন্য পরামর্শ দেন। শেষমেশ আমি স্বাচ্ছন্দে এখানে ভর্তি হয়েছি ২০২২ সালে, ২২৮ ব্যাচ আলহামদুলিল্লাহ।আমি ক্লাস করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন এখানে এজন্য আল্লাহতালার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ।আমার ওস্তাদের জন্য দোয়া করি তারা কি আল্লাহ সুবহানাতায়ালা হেফাজত করুন এবং IOM এর সকল স্টুডেন্ট কে আল্লাহ সুবাহানাতালা দ্বীন ইসলামের জন্য কবুল করে নিক আমিন।

Jannatara Khatun
2022-07-31T12:07:19+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহুআমি একজন ইন্ডিয়ান, IOM এর 228 ব্যাচের আলিম কোর্সের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। সদ্য দ্বীনে ফেরা জেনারেল লাইনের ভাইবোনের জন্য IOM একটা দ্বীনী প্ল্যাটফর্ম। জীবনে কখনো কল্পনাও করিনি, যে আমার মত অধম মাদ্রাসায় পড়ার সুযোগ পাবো । আল্লাহ্ IOM এর উসিলায় আমায় সুযোগ করে দিয়েছেন। যাদের মাদ্রাসায় পড়ার স্বপ্ন ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে হয়ে উঠেনি,, তাদের কাছে IOM একটা স্বপ্নপূরণের জায়গা। IOM এ ভর্তি হবার পর বুঝলাম, IOM আসলে কি..। IOM এ যুক্ত IOM এর সকল ভাইবোনের কাছে IOM হৃদস্পন্দন, আন্তরিকতার জায়গা, একটা ভালোবাসার বন্ধন। উস্তাদ গণের দরদমাখা আবেগী কণ্ঠ,, মুক্বররিরহ আপাদের স্নেহ ভালবাসা,, CR আপাদের আন্তরিকতা পৃথিবীর সব কষ্ট ভুলিয়ে দেয়। ইয়া আল্লাহ IOM কে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। IOM এর সাথে যুক্ত উস্তাদ, উস্তযা, পাঠরত কর্মরত সকল ভাইবোনকে কবুল করো( আমিন, ইয়া রব্বুল আলামিন)। IOM তোমায় ভালোবাসি আল্লাহর জন্য...!!!

Habiba Sithee
2022-07-31T12:05:30+0000
Firstly, thankful to Allah for giving me chance to admit myself into this Islamic Online Madrasha (IOM) Alhamdulillah.Hedayet is a special blessing given by Allah. To retain and take care of this blessing one must acquire Dini illm. IOM is the best platform to acquire that Dini illm. For the practicing muslims, IOM is a great opportunity. I am very proud to be a student of this institute. Our teachers are very caring. Thanks to all teachers. I recommend everyone should take admission in this Institute. Alhamdulillah, IOM is the best Islamic Online Madrasha for people of all ages and especially for General students. Best wishes to IOM and it's related persons. May Allah accept all of our dini illm and grant us Jannah, Amin.

Mehedi Hasan
2022-07-31T12:05:20+0000
IOM সমন্ধে অনেক আগেই জেনেছিলাম।কিন্তু একাডেমিক পড়াশোনার চাপের কারণে এর আগে ভর্তির সাহস করতে পারি নি।।এবার সাহস করে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আমি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আলিয়া মাদ্রাসা তে পড়াশোনা করছি,কিন্তু আলিয়া মাদ্রাসা তে এতদিন পড়াশোনা করেও মনে হচ্ছে ইসলামের কিছু জানতে পারিনি।।সবসময় মনে হয়েছে আমার দ্বীণি ইলম আরো বেশি অর্জন করা উচিৎ। আলহামদুলিল্লাহ এবার IOM তে৷ ভর্তি হয়ে কয়েকদিন ক্লাস করার পর আমার মনে হয়েছে আমি যেটা এতোদিন চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি।।ওস্তাদ রাও অনেক আন্তরিক মাশা আল্লাহ। আল্লাহ আমাকে IOM তে শেষ পর্যন্ত ইলম অর্জন করার তৌফিক দিন।আমিন

Abdul Kuddus
2022-07-31T11:42:07+0000
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। যারা জেনারেল লাইন থেকে দিনের পথে ফিরে এসেছে তাদের পক্ষে এই মুহূর্তে মাদ্রাসায় ভর্তি হওয়া অসম্ভব তাই এই প্রতিষ্ঠানটি জেনারেল লাইনের ভাই ও বোনদের জন্য অনেক উত্তম এবং অনেক হেল্পফুল। আইওএম প্রতিষ্ঠানটির নিয়ম রীতি নীতি ক্লাস ব্যবস্থাপনা সবকিছুই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আল্লাহতায়ালা যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বীনি ভাই ও বোনদের জান্নাতুল ফেরদাউস নসিব করে আমিন।


Fatema Tuj Juhara
2022-07-31T11:25:25+0000
আলহামদুলিল্লাহ IOM এর পড়ার ধরণ, মান অনেক ভালো,সন্তোষজনক।মাদ্রাসায় পড়ার ইচ্ছা ছিল কিন্তু কখনো ভাবিনি এমনভাবে রব সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ।

Tania Akter
2022-07-31T11:11:35+0000
আলহামদুলিল্লাহ, এখানে খুব যত্ন কারে পড়ায় উস্তায ও উস্তাযারা। আমি ভাবতে পারিনি দ্বীনি শিক্ষা অর্জনের জন্য এরকম একটা প্লাটফর্ম আমি খুঁজে পাব।এখানে ভর্তি হয়ে বুজতে পারছি, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলে অনেক আন্তরিক । আমার প্রতাশার চেয়েও অনেক বেশি কিছু আমি পাচ্ছি।আলহামদুলিল্লাহ। IOM এর জন্য অনেক অনেক শুভকামনা।

আবু সারাহ্
2022-07-31T10:13:32+0000
IOM সম্মানিত আলেমদের দ্বারা পরিচালিত নির্ভরযোগ্য একটি দ্বীনি প্রতিষ্ঠান। যেখান থেকে জেনারেল শিক্ষিত ভাই বোনরা সহজেই দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে।

Rayhana Mohammad
2022-07-31T09:36:25+0000
Alhamdulillah deen shikhar junno onek valo ekta platform... dua kori allah tala jeno onader aro age bariye nei... in sha Allah

আরিফা খাতুন আখিঁ
2022-07-31T09:32:35+0000
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু আমার মাদ্রাসায় পড়ার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল।পরিবার সব সময় জেনারেলে পড়ার দিকে আগ্রহ প্রকাশ করতেন।বেশ কিছুবার পরিবারকে বলেছিলাম যে আমাকে মাদ্রাসায় ভর্তি করান কিন্তু সবাই বলতো যে এরকম প্রতিষ্ঠান এখানে নেই।তাই মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের পর যেভাবেই হোক জাওযকে রাজি করাবো।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ IOM এর মতো প্রতিষ্ঠান পাবো কল্পনাতেও ভাবিনি।আল্লহ রহমানুর রহিম💚আমার জন্য যে এত সহজ করে দিবেন ত্বলিবুল ইলম অর্জন করা আমি কখনোই ভাবিনি।আল্লহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর যে বোনের মাধ্যমে IOM এর খোঁজ পেয়েছি তাকে আল্লহ উত্তম জাযা দান করুক আমীন।IOM এমন এক প্রতিষ্ঠান যা আমাদের এত এত সহজ পদ্ধতিতে জ্ঞান লাভ করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ।আল্লহ শেষ অবধি আমাদের কবুল করুক আমীন ছুম্মা আমীন।

Najia Akter
2022-07-31T09:12:03+0000
আসসালামু আলাইকুম। I 💚 M ভর্তি হতে পেরে সর্ব প্রথম আমি আমার রবকে লাখো কোটি শুকরিয়া জানাই।❤ I 💚 M আমার কাছে ভালোবাসার একটি প্লাটফর্ম এবং আমার ২ য় আর একটা পরিবার। জেনারেলে পড়ে আমার অনেকেই ইসলামের সবকিছু সম্পর্কে জানতে পারিনা তাদের জন্য আমি বলবো iom একটা প্লাটফর্ম যার মাধ্যমে জেনারেলের পাশাপাশি ইসলামের জ্ঞাল অর্জন করতে পারি আমরা। iom সম্পর্কে যা বলবো তাই কম হবে আর iom এর সকল উস্তাদ, উস্তাযা, মুক্বরিরা আপুদের এদের সকলের কথা বলতে গেলে তো দিন রাত পার হয়ে যাবে তবুও শেষ হবেনা। আমি ফেসবুকের মাধ্যমে কিছু দ্বীনি বোনের মাধ্যমে iom কে পেয়েছি। আল্লাহ আপুদের উত্তম জাযা দান করুক। আমিন I 💚 M পরিবারের সকল সদস্য কে আল্লাহ সুবহানাহু ওয়া তা আলা কবুল করে নিও। আমিন ইয়া রব্বুল আলামিন।❤❤❤ মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল I 💚 M এর প্রতি।

Zahid Hasan
2022-07-31T06:37:03+0000
দ্বীন শিক্ষার ক্ষেত্রে একটি সময়োপযোগী মাধ্যম হিসেবে আর্বিভাব হয়েছে IOM এর। সাধারণ শিক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি যারা দ্বীনি শিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য IOM একটা উত্তম দ্বীনি শিক্ষার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, IOM এর শিক্ষার্থী হতে পেরে।

Fahmida Nazneen
2022-07-31T06:28:38+0000
জেনারেল পড়ুয়াদের জন্য আইওএম একটি হেল্পফুল প্লাটফর্ম। বিশেষ করে মেয়েদের জন্য। ঘরে বসেই অনলাইনে দ্বীনি শিক্ষার অসাধারণ মাধ্যম। আইওএম এর সাথে এই পথচলায় আল্লাহ বারাকাহ দিন।

Amatullah Rina
2022-07-31T05:57:44+0000
আসসালামু আলাইকুম, আমাদের মতো নিড়ে ফেরা পাখিদের জন্য IOM আল্লাহ প্রদত্ত এক বিশেষ নেয়ামত আলহামদুলিল্লাহ। এই প্লাটফর্মের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুক।

এবার ভিন্ন কিছু হউক
2022-07-31T04:58:12+0000
আসসালামুয়ালাইকুম।আলহামদুলিল্লাহ আমি আই ও এম এর একজন হতে পেরে, নিজেকে ধন্য মনে করছি।যারা জেনারেল থেকে দ্বীনি ইলম অর্জন করতে চায়, তাদের জন্য আই ও এম নিয়ামত স্বরুপ।সব থেকে বেশি ভালো লেগেছে মেয়েদের শরিয়াহ মেনে পর্দার ব্যবস্তা।💚💚💚আল্লাহ তাআলা আমাদের আই ও এম কে কবুল করুন।

Shahina Akther
2022-07-31T04:37:56+0000
জেনারেল থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য ইসলামী জ্ঞান লাভের অন্যতম মাধ্যম আইওএম।

Abdur Rashid
2022-07-31T04:37:26+0000
A wonderful experience Alhamdulillah. The lecturers are great with a very nice way on interacting. Thanks to all teachers. And very thankful to Allah for giving me chance to admit myself into this Islamic Online Madrasha.

Muntahina Moon
2022-07-31T04:35:43+0000
❤️জেনারেলে পড়া স্টুডেন্টর জন্য দ্বীনি ইলম অর্জন করা সহজ নয়, কিন্তু এই কাজটা সহজ হয়েছে "আই ও এম "এর জন্য। আমি যখন থেকে " আই ও এম " এর খোঁজ পাই তখন থেকেই এই দ্বীনি মজলিসে শরিক হওয়ার ইচ্ছে জাগে। অবশেষে আল্লাহ আমাকে কবুল করেছে আলহামদুলিল্লাহ।🌱আই ও এম এর ওস্তাদের ব্যবহার অমায়িক আর পাঠ দান পদ্ধতি ও খুব ভালো লাগে। এত সুন্দর করে বুজায় যে ক্লাসেই পড়া কমপ্লিট হয়ে যায়।🍀দ্বীনে ফেরা মানুষের জন্য দ্বীনি ইলম্ অর্জন করার জন্য এই প্রতিষ্ঠান আল্লাহ প্রদক্ত নেয়ামত।❤️

Kazee Arafat
2022-07-31T03:45:53+0000
★IOM★–>Islmic Online Madrasa.আমরা বর্তমানে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।এই সময়টাতে আমরা টিকটক,লাইকি, পাবজি,ফ্রী ফায়ারের মত জঘন্য মোবাইল আসক্তির মধ্যে ডুবে আছি। যা আমাদের সময়কে অপচয় করার অন্যতম মাধ্যম হয়ে গিয়েছে এবং আমাদের আমল নষ্ট করতেছে,আমলের মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে।এই খারাপ পরিস্তিতির মধ্যেও IOM এর মতো একটি ইসলামিক অনলাইন প্রতিষ্ঠান, যা আমাদের মতো জেনারেল লাইনের শিক্ষার্থী ও সকল পেশার এবং সকল বয়সী মানুষদেরকে ঘরে বসে ইলম অর্জন করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। যা আমাদের এই খারাপ সময়টাতে খুব বেশী প্রয়োজন ছিলো।আলহামদুলিল্লাহ আমরা একটা সময় উপযোগী প্রতিষ্ঠান পেয়েছি। আমার ইলম অর্জনের মাধ্যম হিসেবে এইরকম একটি প্রতিষ্ঠানকে পেয়ে আমি খুবই উপকৃত শুকরিয়া আলহামদুলিল্লাহ।(আমাদের যাদের ইলমের ঘাটতি রয়েছে, আমরা দুনিয়াবী কাজের ফাঁকে সুযোগ করে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এইখানে ক্লাসের সময় গুলো ওই ভাবেই সেট করা আছে যাতে সকল পেশার মানুষ সুবিধামতো ক্লাস করতে পারে।) জাজাকুমুল্লহু খইরন।

খাদিজাতুল কোবরা
2022-07-31T02:40:42+0000
Thanks to Allah for giving me the great opportunity to get admission in IOM.Alhamdulillah!Hedayet is a special blessing given by Allah.To retain and take care of this blessing one must acquire dini illm.IOM is the best platform to acquire that Dini illm.For the practicing muslims IOM is a great opportunity.I recommend everyone should take admission in this Institute.IOM is the best Islamic online madrasha for people of all ages and especially for General students.Alhamdulillah!

Mohammad Mir Sojib
2022-07-31T02:02:45+0000
IOM সম্পর্কে : আসলে আইওএম সম্পর্কে আমি ফেসবুক থেকেই অবগত। অনেকেই দেখতাম প্রসংশা করতেন। ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করতেন। আইওএম এর পেইজে লাইক দিয়ে রাখার কারণে নানারকম বিজ্ঞাপন আসতো। পরবর্তীতে নিজেই ভাবি যে দেশ-বিদেশের সবাই যেহেতু পড়তেছে আমি কেন সময় নষ্ট করবো এই ইনটেনশন থেকেই ভর্তি হয়ে যাই, আলহামদুলিল্লাহ একটা কথা না বললেই নয় চরম ক্লাস হয় এতো সুন্দর করে বুঝায় উসতাযগণ - মাশা আল্লাহ। নাম : মীর সজিবরোল : ২২৮০১০৫৫৬ব্যাচ : ২২৮

Nasrin Akter
2022-07-30T23:24:03+0000
আলহামদুলিল্লাহ আমাদের মতো জেনারেল পড়ুয়া দের জন্য দ্বীনি জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম iom....উস্তাজ উস্তাজা এবং মুকরররিয়াহ আপুরা অনেক সুন্দর করে পড়ান।মাশাআল্লাহ বারাকাল্লাহু ফী কুম।।

Mir Aflan Sinthia Ismail
2022-07-30T22:04:52+0000
IOM প্রতিষ্ঠানটির মাধ্যমে আমরা ঘরে বসেই সাধারণ বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সহজেই দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে। আল্লাহ তা'আলা আমাদের দিনের পথে চলার তৌফিক দান করুক। আমিন

Mamun Mollah
2022-07-30T19:17:25+0000
কর্মব্যস্ত জীবনে অনলাইনে দ্বীনি শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান ইসলামিক অনলাইন মাদ্রাসা-আইওএম। আকিদাহ, কোরআন শিক্ষা, ফিকহ, দাওয়া ও সুন্নাহ সহ ইসলামের অনেক মৌলিক বিষয় ও আধুনিক জীবনের বাস্তবমুখি দ্বীনি দিক নির্দেশনা শিক্ষা দেওয়া হয়। এছাড়া দেশ বিদেশের অনেক সুনামধন্য আলেমগন মাঝে মাঝে গুরুত্বপূর্ন আলোচনা করে থাকেন। আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে গর্ববোধ করি।

Mubashshirah Mushtary
2022-07-30T18:44:56+0000
জেনারেল পড়ুয়াদের জন্য ঘরে বসে দ্বীন শিক্ষার জন্য IOM একটি অসম্ভব সুন্দর মাধ্যম আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে দ্বীনের শিক্ষা দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন

Kha Diza
2022-07-30T17:43:42+0000
আমার কাছে জেনারেল পড়ুয়াদের জন্য দ্বীনের জ্ঞান অর্জনের এক অন্যরকম অনলাইন প্রতিষ্ঠান হলো ইসলামিক অনলাইন মাদ্রাসা(IOM)। আল্লাহ রাব্বুল আলামীন যেন এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের কাজের উত্তম প্রতিদান দান করেন দুনিয়া ও আখিরাতে এবং তাদের মেহনত কে উত্তমরুপে কবুল করেন।আর আমরা যারা এই মাদ্রাসার শিক্ষার্থী আছি বা থাকব তাদের সবাইকে আল্লাহ তায়ালা এই মাদ্রাসার উসিলায় যথার্থ দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেন। আমীন।।

Umme Sowaiba
2022-07-30T17:28:53+0000
আলহামদুলিল্লাহ,যতটুক দেখছি ভালো লেগেছে।সামনে আরো দ্বীনী ইলম অর্জন করতে পারবো ইন শা আল্লাহ্,দ্বীনী শিক্ষার জন্য একটি সুন্দর প্রতিষ্ঠান। আল্লাহ্ সুবহানাল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানকে এবং দ্বীনী ইলম অর্জনের আগ্রহ, জ্ঞানের ওপর বারাকাহ দান করুক।আমিন

Arafat Rahman
2022-07-30T17:19:15+0000
IOM জেনেরাল পড়ুয়া ভাই-বোনদের জন্য দ্বীন শিক্ষা অর্জনের ক্ষেত্রে উত্তম মাধ্যম।

K S R Shohan
2022-07-30T16:51:48+0000
মা শা আল্লাহ অনেক সুন্দর একটা platform। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সকল ওস্তাদ, ওস্তাযা গণ এবং তলবে ইলম দের তার দ্বীনের জন্য কবুল করুন।

Khadija Amatullah
2022-07-30T15:18:13+0000
Its a blessing for me from Allah that I found IOM. i highly recommend IOM. I wish their every success. Ameen.

Humaira Afrin Bristy
2022-07-30T14:31:42+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহআলহামদুলিল্লাহ সকল প্রসংশা মহান আল্লাহু সুবাহানু-তায়ালার যিনি আমাদের এই অনলাইন মাদ্রাসা আইওম এ পড়ার সুযোগ করে দিয়েছেন। জেনারেল লাইনের স্টুডেন্ট দের দ্বীনি ইলম শিখার অনন্য এক প্লাটফর্ম IOM.....সদ্য দ্বীনে ফেরা ভাই-বোনদের দ্বীনি ইলম অর্জনের জন্য IOM একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।আল্লাহ যেনো আইওম এর সকল উস্তাজ-উস্তাজা এবং সকল ভাইবোনদের কবুল করে নেই দ্বীনের পথে আমিন।

Ishrat Hossain
2022-07-30T13:41:05+0000
আসসালামু-আলাইকুম,আইওম এমন একটি পরিবার যেখানে আপনি ইনশাআল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান পাবেন কুরআন সুন্নাহর আলোকে।এখানে উস্তায এবং উস্তাযা বোনেরা অত্যন্ত ধৈর্য্য এবং যত্নের সহিত ক্লাস নেন। এছাড়া সহপাঠী বোনেরাও অনেক বেশি যত্নবান একে অন্যের প্রতি। অনলাইন ভিত্তিক প্লাটফর্মে ক্লাস ঠিকমত না নেওয়ার প্রবণতার একটা বিষয় থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে তার কোনো আশ্রয় নাই।প্রতিদিনকার প্রতিটি ক্লাস অত্যন্ত যত্নের সহিত দায়িত্ব সহকারে পড়ানো হয়ে থাকে।এখানে আল্লাহ্ আমাকে পড়ার তওফিক দিয়েছেন সেজন্য তাঁর কাছে আজীবন আমি আরও বেশি কৃতজ্ঞ। দোয়া করি আইওম সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ্ তা'য়ালা উত্তম প্রতিদান দিক। আমিন।

Jannuvi Jaman Hiya
2022-07-30T13:22:29+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুআলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকল প্রসংশা মহান আল্লাহ তালার যিনি আমদের এই অনলাইন মাদ্রাসাতে পড়ার সুযোগ করে দিয়েছেন।শুকরিয়া জ্ঞাপন করছি সেই সব মানুষদের যারা এই প্রতিষ্ঠানের কর্ম রত আছেন।আল্লাহ তালা সবাই কে হেফাজত ও হেদায়েতর পথে থাকার তৌফিক দান করুন 🖤

ওয়ারদা-তুন তাহিরা
2022-07-30T12:46:40+0000
A very good attempt to teach and share the knowledge of Deen amongst the general people. May Allah accept their work and reward them here and hereafter.

Umme Faraaz
2022-07-30T12:09:58+0000
ফিতনার সময়ে দ্বীন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান IOM.অনলাইনেও এতোটা নির্বরতা আজকাল কেউ দেয় না।ভালোবাসার IOM

Tamim Rahman
2022-07-30T10:54:25+0000
অনলাইন প্লাটফর্ম শুনলে মানুষের সন্দেহ থাকে যে কি না কি ক্লাস নিবেন!কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সন্দেহ ছাড়া বলতে পারি সেরা একটি প্লাটফর্ম।

Urmi Akther
2022-07-30T10:10:19+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একটা ফ্রেন্ড এর থেকে আইওএম সম্পর্কে জানতে পারি। তারপর বিস্তারিত জেনে মনে হলো এমন কিছুই তো খুঁজছিলাম যেখানে পর্দা বিধান বজায় রেখে ইলম অর্জন করতে পারবো ইন শা আল্লাহ। তাই ভর্তি হয়ে যাই ৩ বছর মেয়াদি আলিম কোর্স এ আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী যে এইখান থেকে ভালো কিছু শিখতে পারবো ইন শা আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারবো। মহান রাব্বুল আ-লামীন যেনো আমাকে একজন ত্বলেবুল ইলম হিসেবে কবুল করে নেন আমীন। নিশ্চই আমার বর উত্তম ফয়সালা কারি।

Nafiza Adneen
2022-07-30T09:45:17+0000
Courses are well decorated by different kinds of Online activities like Fest,Eid Celebration, Competition,Talim, Counseling etc.IOM is not only offers courses,it also collaborates different groups like Ahlia group, Marriage counseling group, Islamic uddoghta group etc.with a view to be a better serving Online Da'wah Platform for all walks of people.Alhamdulillah, IOM is improving day by day with its dedicated, industrious, talented group of concern.May Allah accept them. Ameen

Tohfatul Masuk
2022-07-30T04:17:44+0000
Being a student of general line of education it is difficult to get the means and opportunity to study properly the deen Islam and dive into the ilm in a manner that is both easy to understand and manageable to continue along with the general study and day to day life's works. IOM makes this desire not only availabe but also achievable to fulfill. Their excellent teachers, structured system and inspiring teachings has made my long cherished dream to be a student of Islamic ilm true. I will InshaAllah successfully complete the Alim Preparatory course that I've started and from there on continue to enrich my Islam more and more. IOM by grant of Allah makes this journey a realization from a dream. May Allah keep this organization successful.


Afruj Siddiquee Ashar
2022-07-29T13:45:17+0000
আলহামদুলিল্লাহ, যতটুকু দেখেছি ভালোই সামনে ভালো হবে প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ।


Mst Suraya Yasmin Anita
2022-07-29T12:05:39+0000
IOM এর পড়ানোর প্রতিটি পদক্ষেপ, ধরণ ও পদ্ধতি আমার অনেক ভালো লাগে। IOM এর সদস্য হতে পেরে আমি সত্যিই খুব খুশি! 🥰🥰

Anneshaa Rahman
2022-07-29T09:04:29+0000
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!দ্বীনি ইলম অর্জনের জন্য একটি আদর্শ প্লাটফর্ম। এখানে পড়াশোনার জন্য আপনাকে college/ university বা কোনো কর্মস্থল কোনোটাই বাদ দিতে হবে না ইন শা আল্লাহ। প্রতিষ্ঠানটি সব বয়সী মানুষের জন্যই দ্বীনি ইলম অর্জনের সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ! Islamic Online Madrasa এর শিক্ষার্থী হতে পারা আল্লাহর কর্তৃক নেয়ামত ও বটে।

Warda Islam
2022-07-29T08:17:31+0000
আলহামদুলিল্লাহIOM জেনারেল পড়ুয়া স্টুডেন্টদের জন্য নিয়ামাত স্বরুপ..আল্লাহ পাক প্রতিষ্ঠান টিকে কবুল করুক আমিন

উম্মু মুআবিয়া
2022-07-29T08:00:42+0000
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া আল্লাহ পাকের কাছে যে তিনি আমাকে এই অসাধারণ প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছেন এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি উপহারস্বরূপ আমার এবং আমার আইওএমইয়ান ভাই-বোনদের জন্য। দিনের উপর অবিচল থাকার জন্য যেটা প্রথমেই দরকার তা হলো ইলম এবং আলেম-ওলামাদের সহচর্যে থাকা। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের ওস্তায-উস্তাজা ,ক্লাস রিপ্রেসেন্টেটিভদের আচরণে আমি প্রতিনিয়ত মুগ্ধ। নিশ্চয়ই এটি আল্লাহ পাকের অশেষ রহমত।

Arafat Hossain
2022-07-29T07:19:53+0000
চারিদিকের ঘুটঘুটে অন্ধকার পরিবেশে IOM এক আলোক মশাল। যা হতে আলোক শিখা পরিস্ফুটিত হচ্ছে এবং আলোকিত করছে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া পরিবেশটাকে। সত্যিই এক পরম পাওয়া। মহান রব যেন সবাইকে এর স্বাদ আস্বাদন করার তৌফিক দেন, আমীন॥

Arifa Akter
2022-07-29T06:40:55+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ। আইওএম হল জেনারেল থেকে দ্বীনে ফেরা সকলের জন্য আল্লাহর এক অশেষ নেয়ামত। কারণ জেনারেল ব্যাকগ্রাউন্ড সকলের জন্য দ্বীনি সহবত পাওয়া ও দ্বীনি জ্ঞান অর্জন করা অনেক কঠিন। কারণ তাদের ফ্যামেলী থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল সবাই বেদ্বীন। এরকম পরিবেশে একা সবার সাথে, নিজের নফসের সাথে যোদ্ধ করে সহীহ্ ইলম অর্জন করা ও হেদায়েত পথে অটল থাকা অনেক কষ্টসাধ্য বারবার পথভ্রষ্ট হওয়ার আশংকা থাকে। আমি মনে করি জেনারেল লাইন থেকে দ্বীনের পথে আসার পর দ্বীনি জ্ঞান অর্জন করা , সে অনুযায়ী আমল করার জন্য ও হেদায়েতের পথে অটল থাকার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার তা হল দ্বীনি মানুষের সাহচর্য ও সঠিক দিকনির্দেশনা। কেননা সঠিক দিকনির্দেশনা না পাওয়ার কারনে আমি অনেক বার পথভ্রষ্ট হয়ে গেছিলাম আল্লাহুমাগফিরলী আল্লাহতালার অশেষ দয়ায় আবার হেদায়েতের পথে ফিরে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ । আমি যদি আরো আগে এরকম একটা প্লাটফর্ম পেতাম তাহলে অনেক অনেক উপকার হতো আমার জন্য।তাই সদ্য দ্বীনে ফেরা সকলের জন্য আইওএম খুব গুরুত্বপূর্ণ একটা প্লাটফর্ম।আল্লাহ তা'আলার কোটি কোটি শুকরিয়া তিনি আমাকে... দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ । এখন আল্লাহর কাছে এটাই চাওয়া তিঁনি আমাকে শেষ পর্যন্ত লেগে থাকার ও সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন আর আইওএম এর সাথে জড়িত সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং জেনারেল লাইন থেকে দ্বীনে ফেরা সকলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন ।read more

Shefa Haque Khan
2022-07-29T06:11:58+0000
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।সকল কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়ালার উপর ওনি চাইছেন হতো আমাকে দ্বীনের আলো দান করতে, তাইতো আমার হারিয়ে যাওয়া এক বান্ধবী কে হিদায়াতের লিবাছ পরে ফেরত দিয়েছেন। তার সুবাদে IOM পরিচয় করিয়ে দিয়েছেন এবং আলিম কোর্সে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের সকল উস্তাদ উস্তাজা কে আল্লাহ উত্তম প্রতিদান দিন করুক আমীন সুম্মা আমীন।

MD Fahad Hossain
2022-07-29T04:28:41+0000
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু IOM জেনারেল পৌরুয়া ভাই বোন দের জন্য রহমতস্বরূপ এইটুকু বলবো অনলাইন মাদ্রাসার মধ্যে বেস্ট মাদ্রাসা আমার মনে হয়েছে দ্বিতীয় কোন প্লাটফর্ম আছে কিনা আমার জানা নেই IOM এর প্রতি ভালোবাসা অবিরাম ❤️

Nabila Afrose Noor
2022-07-28T18:56:32+0000
দ্বীনে ফেরার পর সবচেয়ে বেশি যেটা দরকার তা হল দ্বীনি সোহবত ও সঠিক দিকনির্দেশনা। কারন সঠিক দিকনির্দেশনা না পাওয়ার কারনে আবার পথভ্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই সদ্য দ্বীনে ফেরা সকলের জন্য আইওএম খুব গুরুত্বপূর্ণ একটা প্লাটফর্ম। আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন। আইওএম এর সাথে জড়িত সকলকে আল্লাহ তা'আলা উত্তম প্রতিদান দান করুন এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দ্বীনে ফেরা সকলকে কবুল করুন।

Umama Islam
2022-07-28T15:32:48+0000
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।আলহামদুলিল্লাহ আমরা জেনারেল পড়ুয়ারা এমনি একটা প্লাটফর্র পেয়েছি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। iom থেকে আমাদের বেশি বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুক সকলকে।

Mst Rubaiya Siddika
2022-07-28T15:27:37+0000
সালাম হচ্ছে অন্তর পরিষ্কার রাখার সবচেয়ে বড় মেডিসিন!আসসালামু আলাইকুম ওয়া রহমাতুলল্লাহি ওয়া বারকাতুহু🌿আলহামদুলিল্লাহ IOM আল্লাহ সুবহানাহু তাআ'লা বড় নেয়ামত🌿আমি আমার রবের জন্য IOM প্রতিষ্ঠানকে ভালোবাসি ইনশাআল্লাহ 🌿 IOM সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী- ওস্তাদজি কলাকৌশুলি যারা নীরবে IOM এর জন্য কাজ করে যাচ্ছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু তাআ'লা নেক হায়াত ও ইলমের বারাকাহ দান করুন এবং তাদের নেক আমল গুলো কবুল করুন🌿 ইয়া রব্বে আলআমিন 🤲

Binte Imran
2022-07-28T14:15:23+0000
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো একটা প্লাটফর্ম আসলে এখনে না আসলে বুঝতামি না যে অনলাইনেও এত ভালো প্লাটফর্ম আছে মাশাআল্লাহ দিন দিন আইওএমের প্রতি ভালোবাসা যেন প্রবল গতিতে দিন দিন বাড়ছে যতই জানতেছি যত ক্লাস করছি মনে হচ্ছে এই ক্লাস না আগের ক্লাসের থেকে ভালো মানে প্রত্যেকদিন মনে হয় ক্লাস আরো ভালো হচ্ছে আইওএমের প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে এই ভালোবাসা আর আবেগ অনুভূতি এগুলো যত প্রকাশ করবো ততোই মনে হয় কম প্রকাশ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আইওএম এর সকল সদস্য ছাত্র ছাত্রীদের জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করুক আমীন

Md Azizul Islam
2022-07-28T11:46:04+0000
আমি iom মাদ্রাসা কে ঝাজাকাল্লহ জানাই আমাদের ঘরে বসে দীন শিখার সুজগ করে দেওয়ার জন্য। আমি মনে মনে ভাবলাম iom online madrasa যতটুকু মনে করেছিলাম ক্লাস করার পর আমার এত ভালো লাগলো আমি কল্পনাও করতে পারি নি। আমি আই ও এম কে ঝাজাকাল্লাহ জানাই এবং iom সবাই কে যেন আল্লাহ্ খাছ দীনের দ্বাঈ হিসেবে কবুল করুক ও সবাইকে ছিরতল মুস্তাকিমের উপর অটল রাখুক আমিন ।

Nishat Mahzabin
2022-07-28T06:49:36+0000
দ্বীনি শিক্ষার ক্ষেত্রে উত্তম একটি প্রতিষ্ঠান। পড়ানোর পদ্ধতি খুবই ভালো।আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দিবেন।

Robi Ahmed
2022-07-28T06:38:59+0000
মুফতি যুবায়ের আহমাদ হাফিযাহুল্লাহ। শায়েখ বেশ আগে থেকেই অনলাইনের মাধ্যমে পরিচিত। আমার পছন্দের ও ভালবাসার একজন মানুষ। শায়েখ গত জুন মাসে (ঠিক মনে নেই মে বা জুন হবে) ঢাকার আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনে আসেন। সালাম মুসাফাহ হলো আলহামদুলিল্লাহ। মহান রব শায়েখ কে দীর্ঘ হায়াত দিন ও নিরাপদ রাখুন। সেদিনের পরে শায়েখের পেজ ঘুরে দেখতেই IOM এর খোঁজ পাই। মাদ্রাসায় পড়ার ইচ্ছা ও নিজের ইলম এর দৈন্য দূর করতে প্রিয় শায়েখের পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মিস করিনি। আলহামদুলিল্লাহ বিজ্ঞ আলেমগণের তত্ত্বাবধানে যাদের দক্ষতা, আমানতদ্বারিতা, ধৈর্যশীলতা যতটুকু জেনেছি, দেখে মনে হয়েছে ইংশাআল্লাহ খুব ভালো কাটবে উস্তাযগণের সাহচার্য। জাযাকুমুল্লাহু খয়রন।


Golam Sarwar Shamim
2022-07-28T03:16:36+0000
Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu-- Alhamdulillah by the grace of Almighty Allah I have been studying in IOM is which one of the largest online Madrashas for general background students as well as for the Job holders.During my academic period in IOM, I have seen all the Usthads are very cordial and the way they teaches us is really wonderful. IOM is very easy going platform if anyone wants to get the real lesson of Islam. If anyone focuses only on classes he/she does not need further studies after the classes. On the Mosque classes Usthads individually take care of each students which is really good. Alhamdulillah I am learning the actual Lesson which only for Allah. My pray to Allah for IOM and all the Usthads and the for founder and for our honarable principle. আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু -- আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি IOM-এ অধ্যয়ন করছি যা সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের পাশাপাশি চাকরিজীবিদের জন্য সবচেয়ে বড় অনলাইন... মাদ্রাসাগুলির মধ্যে একটি। IOM-এ আমার একাডেমিক সময়কালে, আমি দেখেছি সব উস্তাদ খুবই আন্তরিক এবং তারা যেভাবে আমাদের শেখায় তা সত্যিই চমৎকার। কেউ যদি চাকরির পাশাপাশি ইসলামের প্রকৃত শিক্ষা পেতে চায় তাহলে IOM খুবই সহজ একটি প্ল্যাটফর্ম। যদি কেউ শুধুমাত্র ক্লাসে মনোযোগ দেয় তবে তার ক্লাসের পরে আর পড়াশোনার প্রয়োজন নেই। মক্তবের ক্লাশে উস্তাদগণ পৃথকভাবে প্রতিটি ছাত্রের যত্ন নেন যা সত্যিই ভালো। আলহামদুলিল্লাহ আমি প্রকৃত শিক্ষা শিখছি যা শুধুমাত্র আল্লাহর জন্য। IOM এবং সমস্ত উস্তাদ এবং প্রতিষ্ঠাতা উস্তাদ এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল উস্তাদের জন্য আল্লাহর কাছে আমার দুয়া।read more

Evergreen Asma Saif
2022-07-27T23:26:46+0000
A wonderful experience Alhamdulillah. The lecturers are great with a very nice way on interacting. Thanks to all teachers. And very thankful to Allah for giving me chance to admit myself into this Islamic Online Madrasha.

Md Akhlasur Rahman Sumon
2022-07-27T15:00:02+0000
It is a great platform to learn Islamic knowledge for those who do not have the opportunity to go to an offline Madrasa.Teachers are so cordial and helpful to students.Alhamdulillah

Ilman Nafian
2022-07-27T14:10:15+0000
Assalamualaikum ❤️❤️Actually, I didn't know any madrasha can be conducted in online platform! Really IOM is the best online madrasha in Bangladesh. Any student from general background can learn Deen from this platform easily and without facig any kinds of problem. Student can learn Deen from his own home. Besides, a person who reads any institution can also admit here. Ma sha Allah!❤️Obviously this is best platfrom. May Allah grant you (IOM).❤️❤️

محهد رجوان الحق
2022-07-27T05:32:06+0000
আসসালামু আলাইকুমকর্মব্যস্ত জীবনে দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী ভাইদের জন্য আইওএম একটি অনেক সুন্দর প্লাটফর্ম।

Nasrin Jahan
2022-07-27T05:28:59+0000
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনি ইসলামকে জানার জন্য,বুঝার আগ্রহ,একমাত্র মহাশক্তিশালী পরম করুনাময় আল্লাহ তায়া’লার উপর তাওয়াক্কুল করে শিক্ষা লাভের জন্য আমি IOM এ ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ! আমি মনে করি "Islamic online madrasa"একটি সুন্দর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমি দুনিয়া ও আখেরাতের কল্যান সাধন করার জন্য জিবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা লাভ করতে পারবো।ইনশাআল্লাহ!আমার কাছে (IOM) এতই আকর্ষণীয় মনে হচ্ছে যে,আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।কারণ,এ শিক্ষা লাভের জন্য আমার বাহিরে যাওয়া লাগছে না।আমি ঘরে বসেই দ্বীনি ইলম অর্জন করতে পারছি।আরো বেশি ভালো লাগছে যে,ক্লাস চলাকালীন সময়ে আম্মুও আমার সাথে ইলম অর্জন করতে পারছেন।আমরা মা-মেয়ে একসাথে এই দ্বীনি ইলম অর্জন করতে পারায় উভয়ই সন্তুষ্ট এবং শুকরিয়া আদায় করি মহান রবের নিকট।আলহামদুলিল্লাহ।আল্লাহ আমাকে সহ পৃথিবীর সবাইকে দ্বীনি ইলম অর্জনের জন্য নেক আমল দান করুন। পথভ্রষ্ট পথ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হযরত মোহাম্মদ (সাঃ) এর দেখানো পথ যেনো অনুসরণ করে চলতে পারি,সেই হেদায়েত দান করুন।... শয়তানের কুমন্ত্রণা থেকে সকলকে হেফাজত করুন। আমীন।read more
