‘আইওএম’ এ ভর্তির মাধ্যমে নাম লিখিয়েছি এক মুসাফির কাফেলায়। ‘আইওএম’ মাধ্যমে মিশে গেলাম জান্নাতের পথে ছুটে চলা একদল মুসাফিরের ভিড়ে। রবের এত এত অনুগ্রহ লাভের পরে, একটি পাওয়াই বাকি ছিলো তা হলো সহশিক্ষা ছেড়ে একটি দ্বীনি প্রতিষ্ঠানে ইলম অর্জন। আলহামদুলিল্লাহ্ রবের এই অনুগ্রহটিও পেয়ে গেলাম ‘আইওএম’কে খুঁজে পাওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ ২৪ এর জুন মাস থেকে আমি এই কোর্সে শিক্ষার্থী হিসেবে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ্ আমি অনেক কিছুই শিখছি যা স্বাভাবিক ভাবে বা অন্য কোন ভাবে শিখতে পারতাম না। এইজন্য আমি মহান আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং IOM এর প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আমার সকল উস্তাযা-উস্তাদগনকে ধন্যবাদ জানাচ্ছি । জাযাকাল্লাহু খ্বইরন। মহান রব্বুল আলামীন আমাদেরকে দ্বীনি ইলম-ফরজে আইন অর্জনের তাওফিক্ব দান করুন।
بسم الله الرحمن الرحيم - পড়াশোনার করেছি জেনারেল লাইনে। দীর্ঘদিন ধরেই দিন শেখার আগ্রহ ছিল, কিন্ত কি ভাবে শিখব তা বুঝতে পাচ্ছিলাম না। মাসলা মাসায়েল জানার জন্য আলেম ওলামাগনের কাছে যেতাম, কিন্ত একেকজন আলেম বিভিন্ন ধরনের ফতোয়া বা পরামর্শ দিতেন। একারণে আমি দ্বিধায় পড়েযাই। কারণ বেসিক এলেম না থাকলে হক্কানী আলেম চেনা যায় না। দিন দিন আমার এই আগ্রহ আরও বৃদ্ধি পায়। এরপর, গত মে মাসে আমার বাবার সঙ্গে আমি হজ্জে যাই। সেখানে যাওয়ার পর আমার দীন শেখার আগ্রহ আরও বৃদ্ধি পায়। বিশেষ করে যখন মদীনায় রাসূলুল্লাহ(সঃ)- এর রওজা জিয়ারত এ যাই তখন আমার এমন এক অনুভূতি হয়, যে রাসূলুল্লাহ (সঃ) সমগ্র জগতের জন্য নূর নিয়ে এসেছেন, সেই নূরের কিছু অংশ আমার কল্বে থাকা উচিত।
এরপর আমি হোটেলে ফিরে অনলাইনে সার্চ করি (ইন্টারনেট মাদ্রাসা) , প্রথমেই IOM এর ওয়েবসাইট সামনে আসে। আমি ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পড়ে সিদ্ধান্ত নেই এই আলিম কোর্সটি করার জন্য। এরপর এক দিন বাদ আছর মসজিদে নববীতে বসে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করি।
আলহামদুলিল্লাহ গত ৩ মাস আমি এই... কোর্সে শিক্ষার্থী হিসেবে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই শিখছি যা স্বাভাবিক ভাবে বা অন্য কোন ভাবে শিখতে পারতাম না। এইজন্য আমি মহান আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং IOM এর প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আমার সকল উস্তাদগনকে ধন্যবাদ জানাচ্ছি । যাঝাকাল্লাহু খইরন।read more
আলহামদুলিল্লাহ জেনারেল পড়ুয়া ভাই বোনদের দ্বীন শিক্ষার জন্য ইসলামিক অনলাইন মাদ্রাসা একটি অসাধারণ প্ল্যাটফর্ম। ইলম অর্জনে আগ্রহী ভাই বোনরা অনলাইনে সহজেই এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ দ্বীনি ইলম অর্জন করতে পারেন। জেনারেল পড়ুয়া অনেক ভাই বোন আছেন যারা দ্বীনি ইলম বা জ্ঞান অর্জন করতে অনেক আগ্রহী।কিন্তু দৈনন্দিন কাজকর্ম অথবা দুনিয়াবী পড়াশোনায় ব্যস্ত থাকায় অফলাইন কোনো মাদ্রাসায় পড়ার সময় ও সুযোগ হয়ে উঠে না।তাদের জন্য ইসলামিক অনলাইন মাদ্রাসা অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম।আলহামদুলিল্লাহ আইওএম এর যাবতীয় ব্যবস্থাপনা কার্যক্রম ও উস্তাদ উস্তাজাদের শিক্ষাদান প্রক্রিয়া সবাইকে মুগ্ধ করতে বাধ্য।সেই সাথে আইওএম এর সাথে জড়িত সকল সম্মানিত ব্যক্তিবর্গের মনোমুগ্ধকর ব্যবহার আপনাকে ইসলামী ভ্রাতৃত্বের স্বাদ কিছুটা হলেও আস্বাদন করাবে।সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি যিনি আমাকে আইওএম এ পড়ার তৌফিক দান করেছেন।আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদের দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুক ও ইলমে বারাকাহ দান করুক এবং ইসলামিক অনলাইন মাদ্রাসাকে একটি দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করুক। আমিন💗
দ্বীনী জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য মাধ্যম। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ব্যস্ততার জন্য যাদের দ্বীনী জ্ঞান অর্জনে সময় করতে পারেন না, তাদের জন্য IOM খুব ভাল একটা পছন্দ হতে পারে, এবং কোর্সগুলো সামর্থ্যের মধ্যে।
IOM একটি গোছানো দ্বীনি প্লাটফর্ম।দ্বীন শিক্ষার জন্য যেসব ভাই বোনেরা অফ লাইন মাদ্রাসায় সময় দিতে পারছেন না তাদের জন্য বেস্ট অপশন।অনলাইন এ যে এত নিখুঁত ভাবে দ্বীন শেখা সম্ভব তা এই প্লাটফর্ম এ না আসলে বুঝতে পারতাম না।প্রতিটা উস্তায ও উস্তাযা এত সময় নিয়ে ধৈর্য নিয়ে আমাদের শেখান সত্যি ই অভাবনীয়।বিভিন্ন ফ্রি কোর্স আছে আপনি সেগুলো থেকে একটা করলেই বুঝতে পারবেন যে কত টা এফোর্ট দিয়ে তারা পড়ান।আমি বলবো দ্বীনি শিক্ষার বিশ্বস্ত একটি প্লাটফর্ম Iom। এত কম হাদিয়ায় এত ভালো শেখা যায় আপনি এখানে ভর্তি না হলে বুঝতে ই পারবেন না। এই প্ল্যাটফরম এগিয়ে যাক বহুদূর। কোরআন এর আলো পৌঁছে যাক প্রতিটা ঘরের কোনায়।
একটা শিশু দুনিয়াতে আসার পর যেমন নিজে নিজে খেতে পারেনা হাটতে পারেনা। প্রতিটা কাজ শিখিয়ে দিতে হয়৷ একই ভাবে দীন পালন এ আমরা সকলে শিশুর মতোই।কিছুই জানিনা আমরা। এমন একটা দেশ, সমাজ ব্যবস্থা, পরিবার এর মধ্যে আমরা বড় হচ্ছি যেখানে গুনাহের দিক দিয়ে ৮০ পার হলেও আমলের ক্ষেত্রে আমরা শিশুই থেকে যাচ্ছি৷ আমাদের শিশু থেকে বড় করতে মা বাবার খুব দরকার। আই ও এম আমার কাছে তেমনই একটা সত্তা। মা বাবা যেভাবে হাটা শিখিয়েছেন। আই ও এম আমাকে শিখাচ্ছেন জান্নাতের পথে কিভাবে হেটে হয়। এটা কতোই না সোজা কতই না সুন্দর । বাস্তবমুখী একটা প্রতিষ্ঠান। সকলের উচিত এই প্রতিষ্ঠান এ নিজেকে জড়িত করা।
আলহামদুলিল্লাহ দ্বীন শিক্ষার জন্য একটি সুন্দর প্লাটফর্ম। অনেকেই হয়ত মাদরাসার যেতে পারে না বা সুযোগ হয়ে উঠে না ব্যাসিক ইসলাম শিখার জন্য। এদের জন্য এটি একটি বেস্ট প্লাটফর্ম আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার মতো অধম এক বান্দিকে আইওএমে ভর্তি হওয়ার সুযোগ দান করেছেন। নিশ্চয়ই আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আইওএমের কথা আর বিশেষভাবে কী বলবো! যা বলবো তাই কম হয়ে যাবে। এত গুছানো কার্যক্রম অন্য কোন অনলাইন প্রতিষ্ঠানে আছে কী না জানা নেই। এই প্রতিষ্ঠানের সাথে স্লংশিষ্ট ব্যাক্তিবর্গকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, দুনিয়া ও আখিরাতে।
IOM জেনারেলদের জন্য দীনি জ্ঞান অর্জনের একটা বিরাট সুযোগ। ব্যবস্থাপনা অনেক গোছানো আর সুশৃঙ্খল। উস্তাদগণ অনেক যত্নের সাথে সুন্দর করে পড়ান। ifatwa, iclinic, ahlia, iom uddokta club, IOM পরিবারেরই সদস্য।
আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল জেনারেল থেকে পড়তেছি কিন্তু মাদ্রাসার আদব কখনোই জানা ছিলো না IOM কে পেয়ে জীবন ধন্য,,, অনলাইন জগতে দ্বীনি ইলম অর্জন করার জন্য IOM এর বিকল্প কিছু নেই
আলহামদুলিল্লাহ জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এবং বিশেষ করে বাইরের যে অবস্থানরত সকলের জন্য এই অনলাইন মাদ্রাসা নতুন করে ইসলামকে জানার জন্য এবং দ্বীনি-ইলম অর্জনের জন্য খুবই উপকারী প্ল্যাটফর্ম
সকল প্রশংসা সেই মহান সত্তার যিনি আমার মতো অজ্ঞ বান্দীকে দ্বীনের বুঝ দান করেছেন এবং আমাকে 'আইওএম' এর মতো দ্বীনি প্ল্যাটফর্ম দান করেছেন এবং আমাকে ত্বলিবাদের দলে অন্তর্ভুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ।
'আইওএম' - জেনারেল লাইন থেকে পড়ে আসা ভাই-বোনদের জন্য একটা নেয়ামত স্বরূপ। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো। সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে পড়ানো হয়।
আল্লাহ তা'আলা 'আইওএম' এর সকল উস্তাদদের এই মেহনতকে কবুল করে নিক। আর আমাদের সকলকে দ্বীনের পথে টিকে থাকার তৌফিক দিক। আমিন।
দ্বীন শিক্ষার জন্য যারা মাদ্রাসায় পড়তে চেয়েছে কিন্তু পড়ার সুযোগ হয় নি তাদের জন্য IOM একটি নিয়ামত। ইসলামের মূল বিষয়গুলো খুব যত্নসহকারে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ,,, আইওএম আমার অন্ধকার জীবনে আলোর মশাল নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আইওএম এর বিভিন্ন কোর্সগুলো এত সুন্দর করে সাজানো যে আমার মত যেসব বোন দ্বীনের বিষয়ে কিছ
আইওএম সকল জেনারেল পড়ুয়া ভাইবোনের জন্য এক বিশেষ নিয়ামত এবং আবেগের নাম আলহামদুলিল্লাহ । সদ্য দ্বীনে ফেরার পর বাংলাদেশের জেনারেল পড়ুয়ারা যখন এত এত ইখতিলাফ আর ইফতিরাকের দ্বন্দ্বে জ্ঞান অর্জনের জন্য কোথায় যাবে ভেবে দিশেহারা হয়ে যায় আইওএম তাদের জন্য সুস্থ পরিবেশ তৈরি করেছে যেখানে উপমহাদেশে সবচেয়ে প্রাধান্য পাওয়া হানাফি মাযহাব কে প্রাধান্য দিয়েছে এবং অন্য সকল মাযহাবের প্রতি সম্মান দেখিয়েই তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমার কাছে আইওএম এর এই বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে যে উম্মাহর এই ক্রান্তিকালে তারা উম্মাহর ঐক্যের প্রতি এত আত্মত্যাগী আলহামদুলিল্লাহ। আইওএম এর সাথে জড়িত প্রতিটি মানুষ-উস্তায, উস্তাযা থেকে শুরু করে আমাদের সকল বোনেরা এত আন্তরিক যে এই পরিবারের একজন হতে পারাটা আমার আল্লাহর তরফ থেকে এক বিশেষ নিয়ামাহ বলে মনে হয় আলহামদুলিল্লাহ। উস্তাযদের পড়ানোর ধরন এত সুন্দর আলহামদুলিল্লাহ, তাদের প্রতিটা পদক্ষেপে থাকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুতের নসীহাহ। তাছাড়া সিলেবাস, ক্লাস, পরীক্ষা ভীষণ গোছানো এবং নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা হয়। আল্লাহ আইওএম এর কার্যক্রমে বারাকাহ দান করুন এবং... সকলের মাঝে দ্বীনের জ্ঞান ছড়িয়ে দেবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।read more
জেনারেল লাইনে পড়া প্রত্যেকটি মানুষ যারা দ্বীনি ইলম শিখতে চায়, আইওএম তাদের জন্য একটি blessing. আল্লাহ তায়ালা আইওএমে পড়ানো সকল ওস্তাদদের কঠোর পরিশ্রমকে কবুল করে নিন। আমিন।
জেনারেল পড়ুয়াদের জন্য ইসলামিক জ্ঞান অর্জনের সহজ রাস্তা তৈরি করে দিয়েছে আইওএম। আল্লাহ আইওএমের সাথে জড়িত সবার জন্য জান্নাতের রাস্তাও এমন সহজ করে দিন।
নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আর এই দ্বীনের ইলম হাসিলের এক অনন্য অনলাইন প্লাটফর্ম হচ্ছে আইওএম (ইসলামিক অনলাইন মাদ্রাসা), ৩ বছর মেয়াদি আলিম প্রিপারেটরি কোর্স, আলহামদুলিল্লাহ। একজন মুসলিম হিসেবে আকিদা, ফিকহ, তাজবীদ ইত্যাদি বিষয়ের উপর যে জ্ঞান আমাদের থাকা উচিত, এই কোর্সটি সেই ভাবেই বেসিক থেকে সাজানো। জেনারেল ব্যাকগ্রাউন্ডএ পড়াশুনা, চাকরী, সংসার ইত্যাদির পাশাপাশি উপকারি ইলম হাসিলের জন্য উপযুক্ত প্লাটফর্ম। যেখানে ক্লাসের সময়গুলো নিয়ে সমস্যা হয় না, তাছাড়া রেকর্ড থাকায় ক্লাস করাটা আরো সহজ হয়ে যায়। প্রকৃতপক্ষে, ক্লাস টাইম থেকে শুরু করে, প্র্যাক্টিস ক্লাস, পরীক্ষা,মাশক ইত্যাদি একেকটা জিনিস নিয়ে বলতে গেলে সবটাই প্রশংসনীয় । এক কথায়, ম্যানেজমেন্ট অনেক সুন্দর যার কারনে একজন তলিবা হিসেবে শেখার পথ আরো সহজ হয়ে যায়। তাছাড়া এই কোর্সে থাকা তলিব তলিবাদের জন্য মাঝে মধ্যেই অন্যান্য যে সুযোগ গুলো প্রদান করা হয় তা থেকে অনেকেই উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। সুতরাং মুসলিম ভাই বোন উভয়ের জন্য ইলম অর্জনের জন্য এক... নিয়ামাহ এই আইওএম, আলহামদুলিল্লাহ ।read more
আস্সালামুআলাইকুম, আমি প্রথমে আইওএম এর ফেসবুক পেজ থেকে কোর্স সম্পর্কে জানতে পারি। তারপরে আলহামদুলিল্লাহ অনেক চিন্তাভাবনার পরে ভর্তি হয়ে যাই আলহামদুলিল্লাহ। এত সুন্দর কোর্স মডিউল সত্যি অসাধানণ। আলহামদুলিল্লাহ। Mamun Ur Rashid 24120110155
Honestly I am very satisfied to become a "Talibul ilm" student at IOM. The arrangement of class, attendance, communication between students and teacher, class materials, class routine, exam, result, payment of the monthly fees online etc are main parts for an online institution. MashaAllah, In IOM the whole system is well arranged.
আমরা যারা ইউরোপ আমেরিকাতে আছি আমাদের জন্য ঈমান আমল ঠিক রাখা অনেক কঠিন। সন্তানদেরও এরকম একটা দ্বীনহীন পরিবেশে রেখে মানুষ করা অনেক কষ্ট। তাই আমি মনে করি, প্রতিটি ঘরের কমপক্ষে একজন সদস্য হলেও IOM মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত। যাতে করে ঘরে দ্বীনের চর্চা হয়, নামাজ, রোজা, পর্দা এবং সুন্নত আমল সমূহ চালু থাকে। তাহলে কিছুটা হলেও ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। আর IOM সম্পর্কে আমার বলার কোন ভাষা নেই। যা-ই বলবো মনে হয় কম বলা হয়ে যাবে। শুধু একটা কথা না বললেই নয়, আমি মৃত্যু পর্যন্ত IOM এর সাথে থাকতে চাই। সব শেষে বলতে চাই আল্লাহ পাক IOM এর প্রতিষ্ঠাতা, ওস্তাদ/ওস্তাজাগণ এবং এর সাথে জড়িত সবাইকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন ও মর্যাদাশীল করুন এবং জান্নাতের উঁচু মাকাম দান করুন আমীন।
আইওএম একটি প্ল্যাটফর্ম যেটা অনেক জেনারেল লাইনে পড়ুয়াদের বেসিক দ্বীনি ইলমের সুযোগ করে দিয়েছ।আলহামদুলিল্লাহ! ২৪১২ ব্যাচে ভর্তি হয়েছি আল্লাহর হুকুমে।ওরিয়েন্টেশন পরবর্তী ক্লাসগুলো, উস্তাজ এবং মুকাররিরা আপুর আন্তরিকতা আমাকে বিমোহিত করে।টেলিগ্রামে স্টাডি গ্রুপ,নোটিশ গ্রুপ,নোটস গ্রুপ ইত্যাদি অনেকগুলো গ্রুপের কার্যক্রম খুবই গোছানো এবং উপকারী। আল্লাহ পাক আমাদের ইলমে দ্বীন শেখার চেষ্টাকে কবুল করুক এবং আইওএমের মাধ্যমে অসংখ্য মানুষ এ সুযোগ লাভ করুক।আমীন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ রব্বুল আ'লামীন দুনিয়ায় আমাদেরকে তার প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সকল প্রসংশা মহান আল্লাহর। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়া শুরু করতে চাচ্ছিলাম। কিন্তু সেই যে ছোটবেলা একবার কুরআন শিখে আর পড়া হয়নি, আল্লাহ আমার কলব্ থেকে কুরআনের শিক্ষা দূরে সরিয়ে নিয়েছিলেন। চেয়েও পারছিলাম না নামাজ শুরু করতে। স্ত্রীর পরামর্শে বাসায় একজন হুজুর ঠিক করলাম যিনি বাসায় এসে পড়িয়ে যাবেন। এতে একটু কাজ করা শুরু করলো। আগ্রহ বেড়ে গেল। চাচ্ছিলাম ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্জন করতে। আমার স্ত্রী তখন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ইসলামিক তাজবিদ সংক্রান্ত কোর্স করছিল। তার কাছে জিজ্ঞেস করছিলাম যে পুরুষদের জন্য এরকম কোন ব্যবস্থা আছে কিনা যাতে আমিও শুরু করতে পারি। যেহেতু আমি চাকুরিজীবী আমার কাছে সরাসরি কারো কাছে গিয়ে শেখা কঠিন হয়ে দাড়াবে। আমার স্ত্রী খোঁজখবর নিয়ে জানতে পারলো আইওএম আমাদের মত জেনারেল পড়াশোনা করা চাকুরিজীবীদের জন্য একেবারে সেরা একটি প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ আমরা... দুইজনেই এখন আইওএম এর স্টুডেন্ট। মাহামুদ হাসান রাজু 24120110071read more
যেসব জেনারেল পড়ুয়া ভাই-বোনেরা দ্বীন শিখতে চান, কিন্তু পারিবারিক, পারিপার্শ্বিক নানা প্রতিবন্ধকতার কারণে অফলাইন কোনো মাদরাসায় পড়তে পারছেন না, তাদের জন্য ইসলামিক অনলাইন মাদরাসা (IOM) একটি অন্যতম সেরা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে কেউ একবার ভর্তি হলে তার দ্বীন না শিখে বসে থাকার কোনো সুযোগ নেই। ফাঁকিবাজি করতে চাইলেও করতে পারবেন না। উস্তাদগণ এত আন্তরিকতার সাথে আর সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে, এক পড়া বারবার রিপিট করে, ক্লাসের পড়া যেন ক্লাসেই মুখস্থ হয়ে যায় সেভাবেই পড়ান। আর মশক ক্লাসের মুকাররিরাহ আপু যে কতটা সবরের সাথে আমাদের পড়ান এবং পড়া শুনেন তা বলে বোঝানোর মতো না। আইওএমের সকল উস্তাদ উস্তাযাকে আল্লাহর জন্য ভালোবাসি। দো'আ করি যেন আল্লাহ পাক তাঁদের সকলকে সুস্থতা, নেক হায়াত ও বারাকাহ দান করেন এবং এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল উস্তাদ উস্তাযাকে ও ত্বলিবু ইলমদেরকে কবুল করেন।
আইওএম এমন একটা প্লাটফর্ম আশাহত দের পুনরায় আশা জাগিয়ে তুলে। আমার জন্য ছিলো আইওএম একটা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পক্ষে থেকে পাঠানো রহমত। কারণ আমি মিযান পর্যন্ত মাদ্রাসায় পড়ে দুর্ভাগ্যক্রমে আর কন্টিনিউ করতে পারিনি। পরে জেনারেলে পড়তে হয়। আর আফসোস করতাম মাদ্রাসায় পড়তে না পারার। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আবার সুযোগ দিয়েছেন মাদ্রাসায় পড়ার আইওএম এর মাধ্যমে। এই প্লাটফর্ম জেনারেলদের জন্য একটা রবের পক্ষ থেকে নেয়ামত।
IOM is the perfect platform to learn the knowledge of Islam. It guide us the right way at our day to day life. We can know what we should do and what we should not. We can make perfect our Salat and read the Quran accurately with meaning and correct pronunciation. And also we can know what messages Allah gave us through Quran to make our life beautiful and peaceful. At the end this Dini environment give us peace from all kinds of anxieties and we can do something only to satisfy our Allah.
Alhamdulillahi rabbil alamin... It was out of my mind that I could become a madrasa student even after studying in general. It is a wonderful platform to gain knowledge of religion, if you want to be an ideal Muslimah, you need to come here (IOM) Those who do not know how to read a single arabic letters from scratch are trained equally.. May Almighty Allah grant us all the grace of religion through this institution🤍 May Allah accept everyone
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।জেনারেলে পড়েও যে মাদ্রাসার শিক্ষার্থী হওয়া যায় এটা চিন্তা করিনি।দ্বীনের জ্ঞান অর্জন এর জন্য এটি একটি অসাধারণ প্লাটফর্ম,একজন আদর্শ মুসলিম হতে চাইলে IOM এ আসা দরকার।
প্রথমেই রবের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়া’লা আমাকে আইওএম এর মতো দ্বীনি প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ।জেনারেল পড়ুয়াদের জন্য বেস্ট একটা ইসলামিক প্রতিষ্ঠা।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।জেনারেলে পড়েও যে মাদ্রাসার শিক্ষার্থী হতে পারব এটা ভাবনার বাইরে ছিল।দ্বীনের জ্ঞান অর্জন এর জন্য এটি একটি অসাধারণ প্লাটফর্ম, একজন আদর্শ মুসলিমাহ হতে চাইলে আইওএম এর সান্নিধ্যে আসা প্রয়োজন। একদম শূন্য থেকে যারা হরফ ই পড়তে জানেন না তাদেরকেও সমানভাবে দক্ষ করে গড়ে তোলেন।মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বীনের দ্বায়ী হওয়ার তাওফিক দান করেন
আলহামদুলিল্লাহ ৷ আমি IOM এর একজন স্টুডেন্ট ৷ উস্তাদগণ অনেক সুন্দর করে পড়ান ৷ আমাদের জন্য অনেক মেহনত করেন ৷ IOM এর সাথে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া রইলো ৷ আমার জন্যও আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ ৷
আলহামদুলিল্লাহ। IOM জেনারেল ভাই ও বোনদের জন্য এক বিশাল নিয়ামত। এখানে একজন ব্যক্তি দ্বীনের পথে চলার জন্য যতটুকু বিশুদ্ধ ইলম এর প্রয়োজন তার সবটুকুই পাবে। আমি মনে করি, IOM এর আলিম কোর্স প্রত্যেকটা দ্বীন এ ফেরা ভাই-বোন দের করা উচিত যাতে তাদের ইলম বিশুদ্ধ হয় এবং সে অনুযায়ী আমল করতে পারেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ জেনারেল ছাত্র/ছাত্রীদের জন্য IOM আল্লাহর এক অশেষ নিয়ামত। আমি প্রতিটি মুহূর্ত এই প্রতিষ্ঠানটির গুরুত্ব অনুভব করছি। মহান রব আমাদের সকলকে দ্বীনের পথে কবুল করুন এবং IOM কে উত্তম প্রতিদান করুন। আমিন।
আসসালামু আলাইকুম, মাদ্রাসা আমার জন্য স্বপ্নের মতো ছিলো। কারণ আমি অনেক বেশি জেনারেল শিক্ষায় আগ্রহী হয়ে গিয়েছিলাম। সবকিছুর মাঝে মাদ্রসা আমার জন্য হাজরোও রৌপ্য আর স্বর্ণের মধ্যে এক টুকরো মুক্তা।
IOM (Islamic Online Madrasah) এ ভর্তি হওয়ার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পথে দ্বীনি ইলম অর্জনের একটি অনন্য সুযোগ পেয়েছি। যদিও আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, কিন্তু উস্তাদদের সান্নিধ্যে অনলাইনে থেকে দ্বীনের জ্ঞান আহরণ করতে পারছি, যা অনেক মূল্যবান। আমি আশা করি, ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠান আরও অনেককে আল্লাহর পথে আনার উসিলা হবে। যারা ইসলামের গভীর জ্ঞান খুঁজছেন, তাদের জন্য IOM একটি চমৎকার মাধ্যম।
ইসলামিক অনলাইন মাদ্রসা ( আইওম) সম্পূর্ন ফিতনামুক্ত দ্বীনী ইলমের প্রতিষ্ঠান। আইওম আমার জন্য এক নিয়ামত। আইওমের সিলেবাস, পড়ানোর ধরণ, সবকিছু অত্যন্ত গুছানো প্রক্রিয়া। আইওমে পড়ে একজন ত্বলিবাহ হিশিবে আমি আনন্দিত। আইওমের সাথে আমার ইলমের সফর কখনোই শেষ না হোক। আল্লাহ আমাকে কবুল করুন সেই সাথে আইওমের সাথে জড়িত প্রত্যেককে আল্লাহ উওম বিনিময় দান করুন আমীন।