ভর্তি ফি
0
মাসিক ফি
0
ভর্তির শেষ তারিখ
31/12/2025
ক্লাস শুরু
01-01-2026
যে ফরজ ইল্ম শেখা ব্যতিত ঈমান শেখাও অসম্ভব, সেই ইল্মকে সমস্ত উম্মাহর মাঝে উন্মুক্ত করার অভিপ্রায়ে Islamic Online Madrasah-IOM কর্তৃক বিনামুল্যে আয়োজিত হচ্ছে ৬ মাস ব্যাপী “সামাআত কোর্স”।
সামাআত কি? দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের বৃহৎ বৃহৎ কিছু মাদ্রাসাতে অসাধারণ একটি নিয়ম প্রচলিত আছে। যেসমস্ত স্টুডেন্ট সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারেননা, তারা যাতে দ্বীনি ইল্ম থেকে মাহরুম না হয়ে পড়ে সেই উদ্দেশ্যে মুয়াল্লিমগণের দারস গুলোকে তাদের মাঝে উন্মুক্ত করে দেওয়া হয়। যাতে তারা উক্ত মাদ্রাসার ত্বলিবে ইল্ম হিসেবে নাম লেখাতে না পারলেও ইল্মের হিকমত থেকে বঞ্চিত না হয়। সেসমস্ত স্টুডেন্টদেরকে বলা হয় সামাআত। সেই উদ্যোগে আইওএমে ভর্তি হতে না পারা ভাইবোনদের জন্য চালু হলো “সামাআত কোর্স”।
এই কোর্সের সিলেবাস ফরজে আইন কোর্সের মতই। অর্থাৎ, আলিম ফরজে আইন কোর্সের বিষয়গুলো এখানে শেখানো হবে।
| কোর্স সম্পর্কিত তথ্য | |
|---|---|
| কোর্সের নাম | সামাআত কোর্স (ভর্তি চলছে) |
| কোর্সটি কাদের জন্য | যেকোনো পেশার ভাই-বোন সকলের জন্য |
| কোর্স ডিউরেশন | ৬ মাস মেয়াদী |
| সার্টিফিকেট | আছে |
| ক্লাসের সময় | রাত ৮টা থেকে ১০টা |
| সপ্তাহে ক্লাস | ২ দিন |
| ক্লাস রেকর্ডিং | হ্যাঁ |