Logo

মোঃ শারাফাত করীম একজন বিখ্যাত আলেম। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন , ইসলামী দাওয়াহ ইনস্টিউট, মান্ডা, মুগদাতে। তিনি হিফজ শেষ করেছেন নূরানীয়া হাফেজীয়া-ফরিদগঞ্জ, চাঁদপুর থেকে। তিনি জালালাইন পর্যন্ত পড়াশোনা করেন মাওলানা আবু তাহের মেসবাহ সাহেবের মাদরাসতুল মদীনাহ-ঢাকা থেকে। এরপর দাওরায়ে হাদীস শেষ করেন জামিয়া ইসলামীয়া ফরিদাবাদ, ঢাকা থেকে।  এরপর তাফসীর শেষ করেন মারকাযুল উলুম আল ইসলামীয়া ঢাকা থেকে। 
তাখাস্সুস ফিদ্দাওয়াহ সম্পন্ন করেন ইসলামী দাওয়াহ ইনস্টিউট, মান্ডা, মুগদা থেকে। 

যোগাযোগের জন্য আমাদের হটলাইন 09638113322 নাম্বারে কল দিয়ে এক্সটেনশন টাইপ করুন 1026