রিফান্ড পলিসি

যদি কেউ মনে করেন, ইন্সট্রাক্টরের টিচিং মেথডলজি সম্পর্কিত কারনে কোর্স থেকে বেনিফিটেড হচ্ছেন না সেক্ষেত্রে কোর্স শুরুর পর থেকে ১০ দিন পর্যন্ত পেমেন্ট রিফান্ড পলিসি থাকবে 

অথবা কোর্স শুরুর এক মাসের মধ্যে জানালে পরবর্তী সেশনে  ৩০০ টাকা দিয়ে যেকোন নতুন কোর্সে এডমিট হতে পারবেন।