হেল্পলাইন
09638-113322

Logo

নিয়মিত ফি (আলিম এবং সিঙ্গেল কোর্স)

  • ভর্তি ফি প্রতি বছর ২টি সেশনে (জানুয়ারি-জুন, জুলাই-ডিসেম্বর) ভর্তি কার্যক্রম চালু থাকে। শুধুমাত্র একবারই ১৫০০ টাকা পরিশোধ করার মাধ্যমে ভর্তি হতে হয়।
  • মাসিক ফি আলিম কোর্সের মাসিক ফি ৫০০ টাকা এবং প্রবাসীদের জন্য মাসিক ফি ১০০০ টাকা। আলিম কোর্স ব্যতীত অন্যান্য ১টি সিঙ্গেল কোর্সের মাসিক ফি ৫০০ টাকা। তবে, একাধিক সিঙ্গেল কোর্স একসাথে কন্টিনিউ করলে কিছু ছাড় রয়েছে। যেমন: ২ টি সিঙ্গেল কোর্স ক্ষেত্রে ৮০০ টাকা, ৩ টি সিঙ্গেল কোর্সের ক্ষেত্রে ১১০০ টাকা এবং ৪টি সিঙ্গেল কোর্সের ক্ষেত্রে ১৪০০ টাকা।
  • পরীক্ষার ফি প্রতি সেমিস্টারে ক্লাসটেস্ট, মিডটার্ম এবং ফাইনাল টার্ম পরীক্ষা হয়ে থাকে। ক্লাসটেস্ট এর কোন ফি নেই, মিডটার্ম পরীক্ষার ফি ৩০০ টাকা এবং ফাইনাল টার্ম পরীক্ষার ফি ৫০০ টাকা।

অনিয়মিত ফি (আলিম এবং সিঙ্গেল কোর্স)

  • পূনরায় ভর্তি ফি কোন কারণবসত সেমিস্টার ড্রপ হলে পরবর্তীতে আবার পুনরায় ভর্তি হওয়া যাবে। পুনরায় ভর্তি ফি ১০০০ টাকা।
  • কোর্স পরিবর্তন আলিম কোর্স থেকে অন্য সিঙ্গেল কোর্সে যেতে চাইলে ৫০০ টাকা পরিশোধ করতে হবে। তবে, অন্য কোর্স থেকে আলিম কোর্সে বিনামূল্যে যাওয়া যাবে।
  • দেরিতে মাসিক বেতন (শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার ফি) প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে। ১০ তারিখের ভিতরে বেতন না দিলে ক্যাম্পাসসহ অনেকগুলো শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। যেগুলো আবার চালু করার জন্য ১০০ টাকা ফি দিয়ে সাপোর্ট করতে হবে।
  • দেরিতে পরীক্ষা ফি (পরীক্ষা পুনর্নির্ধারণ বা এক্সাম রি-শিডউল ফি) ক্লাসটেস্টের ক্ষেত্রে MCQ পরীক্ষাগুলোর জন্য প্রতি সাবজেক্টের পরীক্ষা পুনর্নির্ধারণ ফি ২০০ টাকা এবং ভাইভা পরীক্ষার জন্য ৩০০ টাকা। মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে সব ধরনের পরীক্ষার পুনর্নির্ধারণ ফি ৩০০ টাকা প্রতি সাবজেক্ট। সময়মতো পরীক্ষা না দিলে, পরীক্ষা হয়ে যাওয়ার পর একজন শিক্ষার্থীর জন্য পুরো পরীক্ষা পুনর্নির্ধারণ করতে হয়। যার জন্য এই ফি নেওয়া হয়।

অন্যান্য ফি (অপশনাল)

  • আইডি কার্ড ১৫০ টাকা
  • মার্কশীট সার্টিফিকেট (প্রতি সেমিস্টার) ২০০ টাকা
  • ফাইনাল সার্টিফিকেট (ফুল) ২০০ টাকা
  • মার্কশীট সার্টিফিকেট (সকল সেমিস্টার) ৪০০ টাকা