Maulana Mamunur Rashid

মুহা. মামুনুর রশিদ একজন বিখ্যাত আলেম।বর্তমানে তিনি শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষা সচিব, ইসলামী দাওয়াহ ইনস্টিউট, মান্ডা, মুগদাতে। তিনি মুক্তাগাছা মাদ্রাসা, ময়মনসিংহ এর একজন প্রসিদ্ধ আলেম। তিনি জামিয়া ইসলামিয়া দরুল উলুম মাদানীয়া যাত্রাবাড়ী, ঢাকা (যাত্রাবাড়ী মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস এর শিক্ষালাভ করেছেন । তিনি জামিয়া আবু বকর মাদ্রাসা, যাত্রাবাড়ী থেকে উচ্চতর আরবী সাহিত্য শিক্ষালাভ করেছেন।

যোগাযোগের জন্য আমাদের হটলাইন 09638113322 নাম্বারে কল দিয়ে এক্সটেনশন টাইপ করুন 1024