আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দ্বীনের পথে চলার তাওফিক দিয়েছেন। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার জন্য কারো সোহবতের খুব প্রয়োজন।আর দ্বীনের পথে চলতে হলে ইলম অর্জনের গুরুত্ব অপরিহার্য।আমি এই বিষয়টা যখন উপলব্ধি করতে পারি তখন থেকেই একটা প্লাটফর্ম খুঁজতে ছিলাম।আলহামদুলিল্লাহ,ফেসবুকের মাধ্যমে আল্লাহ আমাকে আইওএম এর সম্পর্কে জানার তাওফিক দেন।সাথে সাথে আমি ভর্তি হয় আইওএম এ।আলহামদুলিল্লাহ, এতটা সুন্দর করে আলেম কোর্স টা সাজানো। আর উস্তাজরা নমনীয়তার সাথে ক্লাস নেন এবং দ্বীনের বিষয়ে প্রতিটা ক্লাসে নসীহা করেন।এমন উস্তাজদের সোহবতে, শেষ পর্যন্ত ইলম অর্জনে যেন লেগে থাকতে পারি। আল্লাহ আমাকে, আমার আপনজনদেরকে এবং আমার দ্বীনি পরিবার আই ও এম এর সকলকে দ্বীনের পথে অটল রাখুন, যেকোনো মুসিবত থেকে হেফাজত করুন, আমাদের চেষ্টাকে কবুল করুন। আমিন, ইয়া রাব্বুল আলামিন। 💚 রোলঃ২৫১৩০১২০৭২০
আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, এই প্লাটফর্মটি আমার জন্য কত্ত বড় নিয়ামত তা লিখে বোঝানোর মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা শেষ পর্যন্ত আমাকে এই কাফেলার সঙ্গে থাকার তৌফিক দান করুন।
Assalamualsikum. highly recommended for the general people of bengali language all over the world to learn the authentic hanafi fiqh and sunnah of the Prophet (SaW).
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও আইওএম এর একজন সদস্য হতে পেরেছি।।আল্লাহ তায়ালা আমাকে ইলম অর্জনের একটা সুযোগ করে দিয়েছেন।আল্লাহ তায়ালা উনাদের কাজ কবুল করুন।আমিন।
মাদ্রাসায় পড়তে না পারার যে আফসোস সেটা যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পূরণ করে দিবেন সেটা এখনো আমার কাছে স্বপ্ন দেখতেছি এমন মনে হয়।আমার রবের পরিকল্পনা কত ই না উত্তম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আইওএম এর একজন ত্বলিবাতুল ইলম।শুধু একটি কোর্স নয়, বরং মনে হচ্ছে যেন আমি একখানা দ্বীনি পরিবেশের, ভালোবাসার পরিবারে যুক্ত হয়েছি। যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা হলো উস্তাযদের পড়ানোর ধরণ,প্রতিটি বিষয় খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেন। শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ক্লাসে তারা আমাদের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দ্বীনি নসিহা দান করেন। আইওএম এর সিলেবাস খুব সুন্দরভাবে সাজানো, ঘরে বসেই এত কিছু শেখার সুযোগ পাওয়া আল্লাহর অশেষ রহমত। তাও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় দ্বীনি পরিবেশে,আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে আমি অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে এই মাদ্রাসার সাথে যুক্ত করেছেন।আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রবের।আল্লাহ তাআ'লা আমাদের আইওএমের সকল উস্তায,মুকররিরহ, সিআর,আইওএমের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং সকল ত্বলিবে ইলমকে দ্বীনের পথে কবুল করুন। আমিন... ইয়া রব্ব।read more
I highly recommend Islamic Online Madrasha (IOM). As a student I've been very impressed with the consistent class routine, the friendly and well-behaved Ustazs who are also excellent teachers, and the high quality of the education method and syllabus. I am very happy to be studying at IOM.❤️❤️
রবের শুকরিয়া আদায় করছি আইওম এর একজন ত্বলিবা হতে পেরে আলহামদুলিল্লাহ। দ্বীন শিক্ষার এক বিশ্বস্ত প্লাটফর্ম IOM । আইওম হতে পারে ঘরে বসেই সহযে দ্বীনের ছোট থেকে বড় বিষয় গুলো শিখার মাধ্যম। আইওম এর সাথে যুক্ত থাকা সকল কে আল্লাহ আফিয়্যাত এর সাথে কবুল করুন
আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার অংশ হতে পেরে। দিনের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে জানার অনেক আগ্রহ ছিল। কিন্তু কখনোই এর আগে সেই খায়েশ পূর্ন হয় নি। দ্বীন চর্চার জন্য কোনো মাদ্রাসায় যাবো তারও সুযোগ ছিলো না। IOM এ এসে সেই চাওয়াটা পূর্ন হয়েছে। আল্লাহ্ আমায় কবুল করেছেন এবং যে নিয়মিত আমায় দিয়াছেন তার শুকরিয়া আদায় করি। IOM এর পরিসর আরো বৃদ্ধি হোক সেই দোয়া করি। আমিন।
সারাজীবন এর ইচ্ছে ছিলো, আমি যদি একটু মাদ্রাসায় পড়ে, জীবন টা কে রাঙিয়ে তুলতে পারতাম। যদি আমিও রবের প্রিয় বান্দাদের ভিতর সামিল হতে পারতাম। কত স্বপ্ন, কত চাওয়া, কত আখাংকা রব যে এত সুন্দর উওম কল্যাণকর ভাবে কবুল করবেন, এই আইওএম (IOM) এর উচিলায়, সেইটা এখনো স্বপ্ন মনে হয়। সুবহানাল্লাহ। শুধু মনে হয়, আমার রবের পরিকল্পনা কত ই না উওম। আলহামদুলিল্লাহ আমি আইওএম এর একজন ত্বলিবাতুল ইলম। আমি আমার সারাজীবন এর পুরো সময় জুড়ে, আমার স্বপ্ন পূরনের প্রতিষ্ঠান এর সাথে থাকতে চাই, ইন শা আল্লাহ তা'য়ালা, ওয়ামা তাউফিকি ইল্লা বিল্লাহ
হেদায়াত পাওয়ার থেকে হেদায়েত এর উপর টিকে থাকা, ধরে রাখা বড্ড কঠিন। এটা উপলব্ধি করতে পারি প্রতি মুহূর্তে। ফিতনার এই সময়ে স্রোতের বিপরীতে চলা যে কতটা কষ্টের তা কেবল যে করে সেই বুঝতে পারে। হেদায়াত ধরে রাখার জন্য, ফিতনায় গা ভাসিয়ে না দিয়ে ঠায় শক্তভবে দাঁড়িয়ে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনের পথে টিকে থাকার জন্য উত্তম সহবত আর নিয়মিত ইলম অর্জন খুব খুব বেশি গুরুত্বপূর্ণ । আমার মতো জেনারেল ব্যাকগ্রাউন্ড এর একজনের জন্য এই ইলম অর্জনকে আরো সহজ করে দিয়েছে আমার প্রানের প্রতিষ্ঠান IOM.
২০২০ সাথ থেকে দোয়া করতে করতে আল্লাহ তায়ালা কবুল করেছেন ২০২৫ এ আলহামদুলিল্লাহ । আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আমার প্রিয় মাদ্রাসার সাথে যুক্ত সকল উস্তাদ,উস্তাযা,মুক্বাররিরাহ আপুনিরা, এবং যুক্ত সকলে আল্লাহ তায়ালা আফিয়াত এর সাথে কবুল করে নিক। তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুক আমিন ইয়া রব্বুল আলামীন
আলহামদুলিল্লাহ, আইওএম এর একজন হতে পেরে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আইওএম এর সাথে যুক্ত সবাইকে ও তাদের মেহনতকে কবুল করে নিন। আমার মতো যারা মাদ্রাসায় না পড়তে পেরে বা দ্বীনের পথে অবিচল থাকতে না পেরে যাদের অন্তর মরুভূমি হওয়ার পথে সেখানে আইওএম যেন এক পশলা বৃষ্টি। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আইওএমকে অসংখ্য পথ হারা পথিকদের দ্বীনে ফেরার উসিলা হিসেবে কবুল করে নিন।
IOM is where my soul finds peace and purpose. I'm deeply grateful to Allah SWT for granting me the honor of being part of this noble institution. May He bless me with the highest benefit through it — in this world and the Hereafter. Ameen.
আলহামদুলিল্লাহ, আইওএম আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ের নাম। এখানে শুধু পড়াশোনা নয়, একজন মুসলিম নারী হিসেবে নিজেকে গড়ে তোলার পথ খুঁজে পেয়েছি। প্রতিটি ক্লাস, প্রতিটি আলোচনা যেন নতুনভাবে চিন্তা করতে শেখায়, আত্মশুদ্ধির দিকে নিয়ে যায়।
শিক্ষক-শিক্ষিকাগণ খুব আন্তরিক এবং সহানুভূতিশীল। পরিবেশটা এত সুন্দর ও অনুপ্রেরণাদায়ক যে, এখানকার প্রতিটি মুহূর্ত আল্লাহর দিকে ফেরার জন্য একেকটা দাওয়াত মনে হয়।
বিশেষ করে যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে চান, নিজেদের জীবনকে ইসলামিক মূল্যে সাজাতে চান—তাদের জন্য আইওএম হতে পারে এক চমৎকার সূচনা।
আল্লাহ তাআলা আইওএম-এর এই সুন্দর প্রচেষ্টাকে কবুল করুন এবং আরও বেশি মানুষের জন্য উপকারি বানিয়ে দিন। আমিন।
হেদায়াত পাওয়ার থেকে ধরে রাখা বড্ড কঠিন। এটা উপলব্ধি করতে পারি। হেদায়াত ধরে রাখার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বীনি ইলম অর্জন করা। নাহয় হেদায়াতের পথে টিকে থাকা কঠিন। আর এই দ্বীনের পথে টিকে থাকার জন্য নিজের সাথে লড়াই করার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন, উত্তম সহবত আর নিয়মিত ইলম অর্জন। অন্তত আমাদের মত জেনারেল শিক্ষিতদের জন্য IOM.যা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা প্লাটফর্ম। যেখানে আল্লহকে, দ্বীনি এবং ইসলাম কে চিনতে শিখাবে! দ্বীনের পথে আগ্রহী করবে, দ্বীনি ইলম অর্জনে উত্তম ভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ।
IOM. এর প্রতিটা দারস এ নিজের মধ্যে একটা অন্য রকম অনুভূতি কাজ করে। অন্য রকম ভালো লাগা এবং প্রশান্তি কাজ করে। আল্লহ সুবহানাহু ওয়া তা'আলা এই প্রতিষ্ঠানে আরও বারাকাহ দান করুক। সকল উস্তায এবং উস্তাযা সব IOM. এর সকল পরিবারকে কবুল করে নিন।
সারাজীবন এর ইচ্ছে ছিলো, আমি যদি একটু মাদ্রাসায় পড়ে, জীবন টা কে রাঙিয়ে তুলতে পারতাম। যদি আমিও রবের প্রিয় বান্দাদের ভিতর সামিল হতে পারতাম।
কত স্বপ্ন, কত চাওয়া, কত আখাংকা রব যে এত সুন্দর উওম কল্যাণকর ভাবে কবুল করবেন, এই আইওএম ( IOM) এর উচিলায়, সেইটা এখনো স্বপ্ন মনে হয়। সুবহানাল্লাহ।
শুধু মনে হয়, আমার রবের পরিকল্পনা কত ই না উওম। আলহামদুলিল্লাহ আমি আইওএম এর একজন ত্বলিবাতুল ইলম। আমি আমার সারাজীবন এর পুরো সময় জুড়ে, আমার স্বপ্ন পূরনের প্রতিষ্ঠান এর সাথে থাকতে চাই, ইন শা আল্লাহ তা'য়ালা, ওয়ামা তাউফিকি ইল্লা বিল্লাহ 🌸🌸🌸
আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তানা আমাকে আইওএম এর মত একটা নিয়ামত দান করেছেন যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড এর তাদের জন্য আইএমও একটা বেস্ট সাজেশন এখানকার ক্লাস পরীক্ষা মস্ক সিলেবাস সবকিছু অনেক গ
আসসালা-মু আলাইকুম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারকা-তুহ আলহামদুলিল্লাহ IOM থেকে আমি অনেক কিছুই শিখছি যা স্বাভাবিক ভাবে বা অন্য কোন ভাবে শিখতে পারতাম না। এইজন্য আমি মহান আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং IOM এর প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আমার সকল উস্তাদগনকে ধন্যবাদ জানাচ্ছি । যাঝাকাল্লাহু খইরন। আল্লাহ তায়ালা যেন আমাকে ইলম শিখে নিজে পালন করার এবং মানুষের মাঝে প্রচার করার তাওফিক দান করেন (আমিন)
I highly recommend Islamic Online Madrasa (IOM). As a student with Roll number 25130110353, I've been very impressed with the consistent class routine, the friendly and well-behaved Ustazs who are also excellent teachers, and the high quality of the education method and syllabus. I am very happy to be studying at IOM.
আমি IOM এর ২৫১৩ ব্যাচের একজন শিক্ষার্থী। আমার কাছে মনে হয়েছে যারা অফলাইনে বা সরাসরি কুরআন ও দ্বীনি ইলম অর্জন করার সময় সুযোগ হয় না কিন্তু শিখতে চায় তাদের জন্য অনলাইন প্লাটফর্মে IOM হতে পারে উপযুক্ত একটি দ্বীনি ইলম অর্জন করার প্রতিষ্ঠান। আমি IOM এর মাধ্যমে দ্বীনি শিক্ষা নিয়ে উপকৃত হচ্ছি, আলহামদুলিল্লাহ।
হেদায়াত পাওয়ার থেকে ধরে রাখা বড্ড কঠিন। এটা উপলব্ধি করতে পারি। হেদায়াত ধরে রাখার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বীনি ইলম অর্জন করা। নাহয় হেদায়াতের পথে টিকে থাকা কঠিন। আর এই দ্বীনের পথে টিকে থাকার জন্য নিজের সাথে লড়াই করার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন, উত্তম সহবত আর নিয়মিত ইলম অর্জন। অন্তত আমাদের মত জেনারেল শিক্ষিতদের জন্য IOM.যা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা প্লাটফর্ম। যেখানে আল্লহকে, দ্বীনি এবং ইসলাম কে চিনতে শিখাবে! দ্বীনের পথে আগ্রহী করবে, দ্বীনি ইলম অর্জনে উত্তম ভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ।
IOM. এর প্রতিটা দারস এ নিজের মধ্যে একটা অন্য রকম অনুভূতি কাজ করে। অন্য রকম ভালো লাগা এবং প্রশান্তি কাজ করে। আল্লহ সুবহানাহু ওয়া তা'আলা এই প্রতিষ্ঠানে আরও বারাকাহ দান করুক। সকল উস্তায এবং উস্তাযা সব IOM. এর সকল পরিবারকে কবুল করে নিন।
জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দ্বীনের পথে আসা মানুষের জন্য আইওএম একটি নিয়ামত।আইওএম এর জন্যই আল্লাহর রহমতে আমি আল্লাহর দ্বীন ইসলামের ইলম অর্জনের নেয়ামত প্রাপ্ত হয়েছি।উস্তায গণ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ইলম শিক্ষা দেন, কিভাবে দ্বীন এবং দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেই নসিহত করেন।সহীহ ও শুদ্ধ ভাবে ইবাদত বন্দেগী করা এবং ইলম শিক্ষার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহ আইওএম সংশ্লিষ্ট সকলকে উত্তম জাজা দান করুন এবং দ্বীনের মেহনত কবুল করে নিন।
মহান আল্লাহ তায়াল যার কল্যান চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আলহামদুলিল্লাহ, Islamic Online Madrasha (IOM) এর সাথে যাত্রাটা আমার জীবনের এক মূল্যবান অংশ হয়ে উঠেছে। শুধু একটি কোর্স নয়, বরং মনে হয়েছে যেন আমি একখানা দ্বীনি পরিবেশে, ভালোবাসার পরিবারে যুক্ত হয়েছি। যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা হলো উস্তাদদের পড়ানোর ধরণ সহজ, পরিষ্কার ও দলীলভিত্তিক। শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ক্লাসে তারা আমাদের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দ্বীনি নসিহা দেন, যা মন ছুঁয়ে যায়। অনেক সময় ক্লান্ত লাগলেও উস্তাদের কথায় এমন এক অনুপ্রেরণা পাই, যা আবার দ্বীনের পথে এগিয়ে যেতে উদ্দীপিত করে। IOM-এর সিলেবাস খুব সুন্দরভাবে সাজানো, ধাপে - ধাপে মৌলিক থেকে গভীরে যাওয়া যায়। প্রতিটি বিষয় এমনভাবে বোঝানো হয়, যেন একে একে দ্বীনের দরজা খুলে যাচ্ছে।
সবচেয়ে ভালোলাগার বিষয় হলো , ঘরে বসেই এত কিছু শেখার সুযোগ পাওয়া। তাও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য দ্বীন শিক্ষা করা কঠিন, কারণ অফলাইনে আশেপাশে ভালো প্রতিষ্ঠান পাওয়া সম্ভব না। তারপরও এই বয়সে এসে সেরকম... প্রতিষ্ঠান খুঁজে পাওয়া ও দুস্কর। আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞ, তিনি আমাকে এই মাদ্রাসার সাথে যুক্ত করেছেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আরও কবুল করুন, দুনিয়া ও আখেরাতে বরকত দিন, এবং আমাদের সবাইকে দ্বীনের পথে সুদৃঢ়ভাবে চলার তাওফিক দিন। আমিন।read more
সকল প্রসংশা মহান রবের, যিনি আমাকে দ্বীনের পথে ফেরার তৌফিক দান করেছেন। আমাকে ইলম অর্জনের জন্য কবুল করেছেন। আমি দ্বীনের ইলম অর্জনে পিপাসিত ছিলাম, সবসময় একটা চেষ্টা ছিল কিভাবে দ্বীনের ইলম অর্জন করবো। কিভাবে কুরআন সহীহ ভাবে শিখব। অনলাইন জগৎে পদার্পণ হয় ২০২২ এর ফেব্রুয়ারিতে কিন্তু তখন খুব বেশি একটিভ ছিলাম না, ২০২৩ এর পর অনলাইন জগৎে একটিভ হয় অনেকটা। তখন থেকে বিভিন্ন মাধ্যমে IOM মাদ্রাসার কথা জানতে পারি কিন্তু তখনো নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিতে পারিনি একটা ভয় কাজ করতো। অনেকগুলো সময় হারিয়ে যায় ২০২৪ এর ডিসেম্বরে একজন আপু হঠাৎ মেসেজ দিয়ে বলে,, তুমি IOM. মাদ্রাসায় পড়বা? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী,, তার একটা মেসেজের উপর ভিত্তি করে আমার মনে পুনরায় আশার সঞ্চার ঘটে। মনের সুপ্ত ইচ্ছেটা পূরণ হওয়ার বাসনা জাগে। আলহামদুলিল্লাহ আমি কয়েকদিনের মধ্যে IOM মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। রব উত্তম পরিকল্পনাকারী, সুবহানাল্লাহি ওয়াবিহামদীহি । আমিও একজন হয়ে উঠি জান্নাতের পথে ছুটে চলার কাফেলার সদস্য। প্রথম ক্লাসে জুবায়ের উস্তাদ এর একটা কথা খুব... হৃদয়ে গেথে গেছে,, আইওএম এ ইন আছে কিন্তু আউট নেই। নিজেকে বড় সৌভাগ্যবান মনে করি এই কাফেলার সাথে যুক্ত হতে পেরে। আমি ইলম পিপাসু তাই রব আমাকে রহমত স্বরুপ এই ইলমের সাগরে কবুল করেছেন। এখন রবের কাছে দুআ করে যায়, যেন এই কাফেলার সাথে শেষ পর্যন্ত লেগে থাকতে পারি।read more
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, সকল প্রশংসা ঐ আল্লাহর যিনি এত বড় নেয়ামতের জায়গায় আমাকে আসার তৌফিক দিয়েছেন। আইওএম এর মতো এত বড় নেয়ামতের জায়গায় আমার আসার ভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে এইখানে ভর্তি হয়েছি,আমি আইওএম সম্পর্কে তেমন কিছুই জানতাম না আমার ভাই যতটুকু বলেছিলেন ততটুকুই জেনেছিলাম, ভর্তি হওয়ার পর এবং ক্লাস শুরু আগ মুহূর্ত পর্যন্ত ও আমি আইওএম সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ যখন থেকে ক্লাস শুরু হয় মাদ্রাসার সকল কার্যকম গুলো বুঝতে পারি তখন বুঝতে পারলাম আল্লাহ আমাকে কত বড় নেয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ, আইওএম সম্পর্কে আসলে বলে শেষ করা যাবেনা, আইওএম সম্পর্কে যাই বলি মনে হবে কিছুই বলিনি এই নেয়ামত নিয়ে, আল্লাহ সবাইকে এই নেয়ানতের জায়গায় লেগে থাকার তৌফিক দান করুন আমিন, আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ IOM দ্বীনের পরিপূরক। কোরআন সহিহ ভাবে পড়া,দোয়া, নসিহা,দাওয়া দেওয়া এতো সহজ সাবলীল ভাবে উস্তাদ গন শিক্ষা দেন।এই শিক্ষা যেন আমাদের প্রত্যকের নাজাতের উছিলা হয়।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্! সকল প্রশংসা মহান রবের যিনি সমস্ত বিশ্বজাহানের মালিক।
IOM এই তিনটি অক্ষরের মাঝে আছে হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তনের গল্প আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমি ও একজন। আমি আইওএম এ যুক্ত আছি ৫ মাসের মতো কিন্তু ভালোবাসার বন্ধনটা মনে হয় যেন যুগ যুগ ধরে। আইওএম নিয়ে লিখা শুরু করলে শব্দের কমতি পরে।অনুভূতি গুলো প্রকাশে ব্যর্থ হয়ে পড়ি। কি নিয়ে লিখব, কোনটা ছেড়ে কোনটা লিখব কি নাই এখানে! সুবহানাল্লহ ধৈর্য,বিনয়,নম্রতা,ভদ্রতা,অধ্যাবসায় কোনো কিছুরই কমতি নেই এখানে। কোনো কিছু শিখার আগ্রহ জাগলে সেটা হোক সালাত বিষয়ে বা অন্য কোন কিছু সব যেন এখানেই পাওয়া যায়।জ্ঞানের এক ভাণ্ডার আমার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে অবাক হয়ে ভাবে কি নাই এখানে! সুবহানাল্লহ এতো সুক্ষ্ম ভাবে সব কিছু গোছানো ভাবে সাজানো আমি বিষ্মিত হয়।
আর এখানের মাটির মানুষ গুলো নিয়ে যতোই লিখব ততই কম হবে। সুবহানাল্লহ।মারছুস উস্তায এবং জুবায়ের উস্তাযের উম্মতের ফিকির দেখে এতোটা মুগ্ধ হই আলহামদুলিল্লাহ।প্রিয় উস্তাযদের থেকে শিখলাম কিভাবে নিঃস্বার্থভাবে উম্মাহর জন্য মেহনত করতে... হয়। আমার মন খারাপ হলে কখনো উস্তাযদের দারসে আমার মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। এখানের প্রত্যেক টা উস্তাযের দারসে প্রত্যেক টা বিষয় এতো পানির মতো করে সহজ করে বুঝান আমি কখনোই ভাবিনি এতো সহজ হবে আলহামদুলিল্লাহ।
উস্তাযদের আচার-আচরণ, ধৈর্য, তরবিয়ত দেওয়ার তরিকা সব কিছুই শিক্ষণীয়। মুকাররিরাহ,সিআর,ভলান্টিয়ার প্রত্যেকটা সেক্টরে আমাদের জন্য এতো এতো যোগ্য বোনদের রেখেছেন সুবহানাল্লহ তাদের দেখলেও নতুন করে সব উপলব্ধি হয়।
জুবায়ের উস্তাযের দাওয়াহ দারসে এতো সুকুন সুবহানাল্লহ।মারছুস উস্তাযের উম্মতের ফিকির দারসে খুব কেদেছিলাম। মামুন উস্তাযের তাজবিদ শেখানো এতো মজা লাগে। ফিকহ,আক্বিদা মানে একেকটা দারস নিয়ামত। আল্লাহ তায়ালা আমার জীবনে এই নিয়ামত গুলো মৃত্যুর আগ পর্যন্ত রাখুক।আমিন
যদি আমাকে কেউ ধৈর্যের উদাহরণ দিতে বলে তাহলে আমি আইওএমেএ নাম নিব!
জেনারেল থেকে এসে মাদ্রাসার সব বিষয় এতো সহজ করে শেখা আইওএমেই সম্ভব।
দারস,মশক,সাব-মাশক,আলাদা স্টাডি গ্রুপ,আলাদা আলাদা নোটস, মানে কি বলবো এতো সুন্দর ভাবে এতো সিস্টেমিক কোন প্রতিষ্ঠান ও হয় আমি প্রথম দেখলাম।আমি আইওএমের একজন ত্বলিবা হয়ে গর্বিত।
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রবের।তিনি আমাদের আইওএমের প্রত্যেকটা উস্তায,মুকাররিরাহ, সিআর,আইওএমে নিয়জিত সকলকে এবং সকল ত্বলিবে ইলমকে কবুল করুন আমিন ইয়া রব্ব।read more
আলহামদুলিল্লাহ IOM -টা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। জেনারেল লাইনে থাকার কারণে দ্বিনী জ্ঞান অর্জন করতে পারিনি। তাই চেয়েছিলাম এমন একটা দ্বিনী মজলিশে থাকতে, যেখানে থেকে আমি শুরু থেকে শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ IOM -আমাকে সে সুযোগ টা করে দিয়েছি। যতোটা প্রত্যাশা নিয়ে IOM - এ ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ তার থেকে বেশি পেয়েছি। IOM -থেকে কিছু দ্বিনি বোন পেয়েছি আলহামদুলিল্লাহ।মাশাআল্লাহ তারা খুবই আন্তরিক।আর Cr আপুদের কথা না বললেই নয়। আপুরা এতো ধৈর্য্যশীল,এতো হেল্পফুল মাশাআল্লাহ। আল্লাহ আপুদের উত্তম প্রতিদান দীন। IOM - এর প্রতি এতো অল্প সময় এতটা আবেগ কাজ করবে ভাবিনি। আল্লাহ যেনো আমাকে IOM- এর এই পরিবারের সাথে আবদ্ধ করে রাখেন আমিন। জাযাকিল্লাহু খইরন, আমার সেই ফ্রেন্ডকে যার মাধ্যমে আমি IOM - কে খুঁজে পেয়েছি। আল্লাহ তাকে, আমাকে এবং IOM - যুক্ত থাকা সকল বোনদের কে কবুল করে নিন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! দ্বীনের জ্ঞান অর্জনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম IOM। আল্লাহ তায়া’লার এক বিশেষ বান্দার দাওয়াতের মাধ্যমে আমাকে আল্লাহ এখানে নিয়ে এসেছেন। IOM দ্বীন চর্চার এবং একজন মুসলিম হিসাবে কি কি কর্তব্য তা সঠিকভাবে নির্দেশনা দিয়ে থাকেন। IOM এর সাথে সম্পর্কিত সকলকে আল্লাহ কবুল করুন!
السلام عليكم ورحمة الله وبركاته সকল প্রসংশা আল্লাহর, সালাত ও সালাম বর্ষিত হোক রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাএ ৩ মাস হলো lslamic Online Madrasah (lOM) সাথে পথ চলা আলহামদুলিল্লাহ..।ক্লাস গুলো করতে খুব ভালো লাগে। উস্তাযগণ অনেক ধৈর্য্য ও আন্তরিকতার সাথে পড়া বুঝিয়ে দেন। অনলাইনে পড়া অনেকে অনেক রকম ভাবতে পারেন কিন্তু উস্তাযগণ অনলাইন দেখেও কোন দিকে কমতি রাখেন না, সবকিছু সুন্দর করে পড়ান ও বুঝান। এখানকার উস্তাযদের ব্যবহার অমায়িক আলহামদুলিল্লাহ.. তাছাড়া মুকারিরাহ আপুরা মাশ্বক করা সপ্তাহে দুই দিন অতুলনীয় তাদের ব্যবহার ও দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছি। সিআর আপুরা সারাক্ষণই আমাদের সবার সমস্যা সমাধান করে দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ উম্মাহের প্রতি তাদের এই খেদমত কবুল করুন তাদের ইলমে আমলে ও কলবে বারাকাহ দান করুন এবং এই একাডেমির সাথে সংশ্লিষ্ট আমাকেসহ সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। এই একাডেমি আরও সম্মানিত জায়গায় পৌঁছাক (آمين)
বিবাহিত মেয়েদের মাদ্রাসায় গিয়ে দ্বীন অর্জন করাটা অনেক কঠিন হয়ে যায়। সেখানে আইওএম এত সুন্দর একটা প্রতিষ্ঠান যেখানে ঘরে থেকেই দ্বীন অর্জন করা যায়। একদিকে সংসার আরেকদিকে দ্বীন অর্জন দুটোই ঘরে থেকে করতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেনো কখনো আল্লাহর রহমত থেকে দূরে না নিয়ে যায়। অন্ধকার থেকে যেনো আলোর পথে আসতে পারি। যেটুকু দ্বীন হারিয়েছি তার থেকে অনেক অনেক বেশি যেনো আইওএম এর থেকে পাই।
আলহামদুলিল্লাহ IOM page ফেসবুকে দেখার পর থেকে অামার ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায়। কিভাবে সহিশুদ্ধ কুরআন পড়তে পারব অর্থ বুঝে এবং কুরআনে আল্লাহ তায়ালা কি বলছেন তা নিজে বুঝতে পারি ও অন্যদের জানাতে পারি এই ইচ্ছা আমার অনেক দিন থেকে। তাই IOM এর পেইজ দেখার পর আমার অনেক ভালো লাগে। আমি ভর্তি হই । আলহামদুলিল্লাহ IOM থেকে অনেক কিছু জানতে পারছি এবং ভবিষৎ এ অন্যদেরকে ও শিখাতে পারব আশা করি ইন্শাআল্লাহ
দ্বীনের পথে ফিরে আসাটা হয়তো অনেকখানি আবেগের, কিন্তু দ্বীনের পথে টিকে থাকার জন্যে শুধু আবেগ যথেষ্ট নয়!প্রয়োজন সঠিক গাইডলাইন,উত্তম সহবত আর নিয়মিত ইলম অর্জন।আর ইলমের ধারাবাহিকতার জন্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোন বিকল্প আছে বলে মনে করিনা!অন্তত আমাদের মত জেনারেল শিক্ষিতদের জন্যে যারা রব্বের দুয়ায় হিদায়েতের সুশীতল পথে হাটার সুযোগ পায়,তাদের জন্য! আর এই পথের আল্লহর এক স্নিগ্ধ নিয়ামত হলো IOM.যা আপনার জীবনবোধকে,জীবনের দর্শনকে বদলে দিবে,আল্লহকে চিনতে শিখাবে!দ্বীনের পথে আগ্রহী করবে,যদি অন্ধকারের কালো ছায়া গ্রাস করতেও চায়,উত্তম সহবত আলো হয়ে আসবে ইংশা আল্লহ।আল্লহ সুবহানাহু তা'আলা এই প্রতিষ্ঠানে আর বারাকাহ দান করুক।
IOM-এর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী হওয়ার জন্য, তিনি সকল যাত্রীদের সঠিক, তিনি আমাকে সম্ভাব্যতার শ্রেষ্ঠ রূপে পৃথিবাতে পাঠিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। তিনি আমাকে একজন নবী হিসেবে উৎসর্গ করে পৃথিবাতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাকে ধর্মীয় বিশেষ মহৎ উদ্দেশ্যে অর্ন্তভুক্ত সৌম্যিক লক্ষ্য দিয়েছেন। IOM-এর প্রতিনিধিত্ব হওয়া তথ্যিকভাবে লক্ষ্য দিয়েছে। আল্লাহর সাহায্যে আমি নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। যেমন- বিভিন্ন মার্কিন সমূহের সেবা করতে পারবো। মা আমার আগে কিছুই জানতো না, বর্তমানে দ্বায়িত্বশীল রূপে জানাতে পেরেছি। ভবিষ্যতে আমরা ধর্মীয় পাঠ্যতথ্য কতটুকু সুন্দরভাবে দিতে পারি তা সম্পর্কেও জানতে পারবো। আল্লাহই পারেন আমার IOM-কে ইমান, আকিদা, তাওহিদ ও বিভিন্ন মূল্যবোধ সম্পন্ন মানুষের মাধ্যমে চালাতে পারি।
IOM-এর মাধ্যমে আমি জানতে পারলাম কিছুসংখ্যক মানুষ যেসব কারণে তাদের নিজ দেশ থেকে নিরাপদবাসস্থানের (আশ্রয়স্থল) অভাবে, বাধ্য হয়ে IOM-এর সহায়তায় বিদেশে গিয়ে পরিবার ভিত্তিক পরিবেশে জীবন যাপন করছে, যেহেতু পরিবার সদস্যদের দৈনন্দিন প্রতিকূলতার আস্থার চেতনা, রক্ষণের জন্য... বিষয়টি গুরুত্বপূর্ণ।
আমি নিজে একজন নার্সিং শিক্ষার্থী হওয়ায়, ভবিষ্যতে বলতে পারি আমি যখন IOM-এর হয়ে কাজ করবো, তখন পরিপূর্ণভাবে ভুক্তভোগী অর্ন্তভুক্ত নিতে পারি। IOM-এর অধীনে সদস্য হয়ে স্বতঃস্ফূর্ত মনে মানুষের পাশে থাকবো এবং IOM-এর প্রতিনিধি হয়ে (আসিফ) স্বপ্ন বাস্তবায়ন করি।read more
আমি ২৫১৩ ব্যাচের আলিম কোর্স এ ভর্তি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, IOM এর সকল কোর্সই দ্বীনি বিষয় সম্পর্কে জানার ও বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এর মাধ্যমে দ্বীনের পথে থাকা আমাদের সবার জন্য সহজ হয়েছে এবং হচ্ছে ও। আর আজ দ্বীনে ফিরে আসার গল্পটি ও সফল ভাবে জমা দিয়েছি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং শুকরিয়া যে, IOM এর মতো একটি প্রতিষ্ঠানে মহান আল্লাহ আমাকে দ্বীন শেখার সুযোগ করে দিয়েছে। সব বয়সের নারী পুরুষদের দ্বীন শেখার জন্য বেষ্ট একটা প্লাটফর্ম IOM ।
আলহামদুলিল্লাহ। আমি IOM ২৫১৩ আলিম কোর্সের শিক্ষার্থী এবং এটি আমার জীবনের একটি সুন্দরতম স্বীদ্ধান্ত ছিল।যখন আমাকে আল্লাহ তায়ালা হেদায়েত দান করেছেন তখন থেকেই মনে হতো ইসস আমি যদি মাদরাসাতে পড়তাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছা পূরন করেছেন।
বর্তমানে ব্যাস্ত জীবনে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা অনেকের কাছে কঠিন মনে হয়। কিন্তু IOM আমাদেরকে এই কঠিন চিন্তা থেকে মুক্তি দিয়েছে। আমাদের ঘরে বসে সহজ পদ্ধতিতে কিন্তু গভীরতার সাথে দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে পরিণত হয়েছে। ইলম যে শুধু মুখস্থ করার বিষয় না এটি জীবন পাল্টে দেওয়ার বিষয় এই ধারণা আমি IOM এ ভর্তির পর বুঝতে পারি। আগে মনে করতাম ইলম অর্জন করতে হবে এখন বুঝি জীবনেও এর প্রয়োগ করতে হবে। IOM এর উস্তাযদের প্রতিটি দারস সত্যিই আপনাকে ইসলাম সম্পর্কে ভাবতে বাধ্য করবে। আর আমাদের মুকাররিহ আপুরাও আমাদের সাথে অনেক আন্তরিক।
আল্লাহ তায়ালার কাছে এই দোয়া যে তিনি যেনো IOM এর সাথে জড়িত সকলকে উত্তম প্রতিদান দান করেন এবং আমরা যারা ইলম অর্জনের আসায় এর সাথে যুক্ত তাদেরকে কবুল করেন। আমিন।
ইলম অর্জনের তৃষ্ণা অনুভব করার পর থেকেই মাদ্রাসায় ভর্তি হওয়ার ইচ্ছে হয়।আগে থেকেই আইওএম মাদ্রাসাকে চিনতাম ফেসবুকের মাধ্যমে ,আলহামদুলিল্লাহ। এরপর এখানেই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই।আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করেছেন। ভর্তি হওয়ার তাওফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
ভর্তি হওয়ার পর বুঝতে পারি এই মাদ্রাসাটি অন্য মাদ্রাসার চেয়ে ভিন্ন। এখানে জেনারেল শিক্ষিত মানুষদের জন্য সহজ উপায়ে পড়াগুলো পড়ানো হয়।মাদ্রাসার কেউ হলেও এখানে পড়তে পারবে।পড়ার ধরণ সহজ,সুন্দর আলহামদুলিল্লাহ।শুধু পড়াই না আদবও শেখানো হয় এখানে।আর মাদ্রাসার পড়ার পাশাপাশি জীবনমুখী গুরুত্বপূর্ণ বিষয়েও ক্লাস নেওয়া হয়,আলহামদুলিল্লাহ। মাদ্রাসার উস্তাজরাও হেল্পফুল।ইলম অর্জনে এই মাদ্রাসা আমাকে ভীষণ সাহায্য করেছে,আলহামদুলিল্লাহ।
IOM একটি নির্ভরযোগ্য অনলাইন মাদরাসা, যেখানে কুরআন ও ইসলামি শিক্ষা অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে সহজভাবে শেখানো হয়। ঘরে বসেই সুন্নতি শিক্ষার সুব্যবস্থা রয়েছে। সময় উপযোগী এই উদ্যোগ সকল বয়সের জন্য উপকারী
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনলাইন জগতে আমার প্রিয় প্রতিষ্ঠানের মধ্যে IOM অন্যতম। যেটা কিনা জেনারেল থেকে হেদায়েত প্রাপ্তদের জন্য এক বিশেষ নিয়ামত। একদম শূন্য থেকে শুরু করা টা অনেক কঠিন। কিন্তু এই কঠিন কাজটা IOM এর মাধ্যমে খুব সহজেই হাসিল করা যায় আলহামদুলিল্লাহ।এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কোর্স মাশাআল্লাহ, অনেক উপকারী। সব উস্তাদের ক্লাস, নসিহা মুক্তর মতো দামি। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক।এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত প্রতিটা উস্তাদ ,উস্তাজাদের এবং ইলম পিপাসু প্রতিটা ভাই বোনকে আল্লাহ তায়ালা দ্বীনের জন্য কবুল করুক আফিয়াতের সাথে কল্যাণের সাথে।আমিন
আলহামদুলিল্লাহ ,অনলাইনে যে এতো চমৎকার একটি দ্বীনি প্লাটফর্ম থাকতে পারে IOM এর সাথে পরিচয় না হলে জানতেই পারতাম না। বিশেষ করে হেফাজতের আমল গুলোর আপডেট যেভাবে প্রতি বেলায় আদায় করা হয়, সয়তানের ফেতনা ফ্যাসাদ থেকে হেফাজত থেকে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে অভ্যস্ত করে তুলতে খুবই সহায়ক মাশাআল্লাহ।স্টাডি গ্ৰুপ, সি আর আপুদের হেল্পফুল আচরণ সবকিছু মিলিয়েই মুগ্ধ আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা IOM এর মেহনতের সাথে যতজন যতভাবে জড়িত আছেন সবাইকে জাযায়ে খাইরের সাথে কবুল করে নিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইওএম সম্পর্কে যত বলবো কম হয়ে যাবে, জেনারেল থেকে উঠে আসা হাজারো ভাই বোনদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ইসলামিক অনলাইন মাদ্রাসা, জেনারেল পড়ুয়াদের জন্য এটি একটি বেস্ট মাদ্রাসা বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। রব আইওএম এর সাথে জড়িয়ে থাকা সকলকে কবুল করে নিন আমিন। আমাদের আরো বেশি ইলম অর্জন এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন আমিন, রব আপনাদের উত্তম জাযা দান করুন ❤️🩹
IOM এ ভর্তি হবার অনেক আগ্রহ ছিলো।আলহামদুলিল্লাহ এবার ভর্তি হয়েছি।উস্তাদদের ক্লাসগুলো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ।আমি ইলম অর্জনের জন্য অনলাইনের মধ্যে বেস্ট একটা মাদ্রাসা পেয়েছি বলে মনে হচ্ছে।
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ জেনারেল পড়ুয়া দ্বীনের ইলম অর্জনের জন্য আকাক্ষায়ীত ভাই ও বোনদের জন্য উত্তম একটি প্লার্টফর্ম "IOM" আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুক আমীন।
আলহামদুলিল্লাহ, আমি সম্প্রতি IOM-এ ভর্তি হয়েছি এবং আমার অভিজ্ঞতা অত্যন্ত সন্তোষজনক। অনলাইন ভিত্তিক হলেও তাদের পাঠদানের মান খুবই উন্নত।
ওস্তাজগণ অত্যন্ত জ্ঞানী, আন্তরিক ও সুন্দরভাবে বুঝিয়ে পড়ান। বিশেষ করে তাজবিদ, কুরআন শিক্ষা ও ফরজে আইন বিষয়গুলো খুব সুন্দরভাবে সাজানো।
তাদের ‘আই দারস’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রি-রেকর্ডেড ক্লাস দেখার সুযোগ থাকায়, ব্যস্ত থাকলেও নিজের সময় অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাওয়া যায়—এটা খুবই উপকারী।
সবচেয়ে ভালো লেগেছে, জেনারেল লাইনে পড়াশোনা করেও এখানে দ্বীনি জ্ঞান অর্জনের পথ এত সহজ করে দেওয়া হয়েছে। সত্যিই IOM আমাদের সময়ের জন্য এক অসাধারণ উদ্যোগ।
আল্লাহ তাআলা IOM-কে আরও বরকত দান করুন এবং তাদের এই মহান উদ্যোগে সফলতা দান করুন। আমীন।