Alhamdulillah was salamu ala Rasulillah. Wa ala alihi wa ashabihi wa man wa laah. The first revelation that was revealed to the Prophet (peace and blessings of Allaah be upon him) in the cave of Hira was: Read in the name of your Lord who created. He created man from a clot of blood. Indeed, your Lord is the Most Merciful. He taught by the pen. He taught man that which he did not know (Surah: Al-Alaq, verses no.: 1-5). Just as secular education is needed to maintain the rules and order of the world, so is religious education needed to safeguard the religion and for all the affairs of the world to be in accordance with the pleasure of Allah. In order for all classes of people in the Muslim society to be able to live according to the religion and to avoid the forbidden and live a lawful life, it is essential to have a community that is well versed in the Qur'aan and Sunnah. The Holy Quran says, "Why does not a group from every community go forth, so that they may gain religious understanding and warn their people when they return to them. Perhaps they will become pious." (Surah At-Tawbah, Verse No. 122) With the intention of opening up diverse opportunities for the pursuit of knowledge, IOM offers a number of short courses in addition to the Alim course.
২০১৮ সালের কথা গল্পের শুরুতে ভিন্ন ভিন্ন অবস্থানের দুজন মুসাফিরের কথা বলেছিলাম মনে আছে নিশ্চয়। জ্বি। তাদের একজন হলেন মুফতি জুবায়ের আহমাদ ও আরেকজন ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ। মুফতি জুবায়ের আহমাদ একজন বিখ্যাত আলেম ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর গবেষক এবং বিশিষ্ট দায়ী, যিনি তার দাওয়াতি কর্মপন্থা কাজে লাগিয়ে বহু অমুসলিমকে ইসলামের নূর দেখিয়ে মুসলিম হতে সাহায্য করেছেন, যার জবানের প্রতিটি শব্দ অন্তরে সুকূন ঢেলে দেয়, উম্মতের মাঝে দ্বীনের দরদকে জাগিয়ে তোলে। অন্যদিকে ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ হলেন আইটি ইঞ্জিনিয়ারিং ও বিজনেস ম্যানেজমেন্টের উপর Post - Graduate করা একজন শিক্ষিত মেধাবী মানুষ, যার মস্তিষ্কে সর্বক্ষণ উম্মতের হিকমতের জন্যে নিত্যনতুন পরিকল্পনা, উদ্যোগ, কর্মপ্রচেষ্টা লেগে থাকে। নিজের জাগতিক জ্ঞান ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে দ্বীনের বিপ্লব ঘটানো যায় সেই পরিকল্পনা চলতে থাকে। মা শা আল্লাহ। উভয়কে নিয়ে যত বলা যাবে কম হবে। উভয়ই আপডেট জেনারেশনের মাঝে দ্বীনের ফিকির বাড়ানোর চিন্তায় সর্বদা মশগুল। দ্বীনি স্বার্থে তাদের এই উৎসর্গ আরশে আযীমে পৌছে যাক এই দুয়া সর্বক্ষণ।
এই দুটি নেক রুহের সম্মিলিত উদ্যোগে আজ প্রতিষ্ঠা পেয়েছে Islamic Online Madrasah-IOM এর মত জনপ্রিয় প্লাটফর্ম। এই দুজন মানুষের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হলেও নিয়্যাত ও অন্তরের কোণে লুকায়িত তামান্নাগুলো ছিলো পুরোপুরি এক। নিঃস্বার্থে উম্মাহর মাঝে দ্বীনের দাওয়াহ প্রদান। রব্ব হয়তো ঠিক একারনেই দুজনের অবস্থানের ভিন্নতা রেখেছেন যাতে উভয়ের মেলবন্ধনে সোনায় সোহাগা করতে পারেন। যেকোন বয়সের, যেকোন শ্রেনী ও পেশার, যেকোন মাজহাব বা মানহাজের মানুষের দোরগোড়ায় যেন আল-ফুরক্বানের প্রতিটি বানী পৌছে যেতে পারে, হিদায়াতের বানীগুলো যেন দাওয়াতে রূপ নিতে পারে সেজন্য গঠন করা হয়েছে Islamic Online Madrasah-IOM নামে একটি অনলাইন শিক্ষাব্যবস্থার। এটি মূলত দ্বীনের দাওয়াহ প্লাটফর্ম। IOM প্রত্যেকটি মতাদর্শের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। মাজহাব-মানহাজের কোন একটি নির্দিষ্ট দলকে প্রমোট করা এর উদ্দেশ্য নয়।
IOM was formally inaugurated on 1st Muharram 1440 (11-Sep-2018) in Masjid-e-Nababi in Madinah (although this website was created on: 17-Oct-2017). Syllabus planning of Alim course was also done sitting in Masjid-e-Nababi Alhamdulillah. It is a special grace of Allah that He started the tour of IOM in the holiest place at the holiest time! Subhanallah!
আমাদের মাদ্রাসার প্রথম ব্যাচ শুরু হয় ২০১৮ সালে। প্রথম ব্যাচে ভর্তি হন ১৩২ জন স্টুডেন্ট! যাদের মধ্যে ১৬/১৭ জন ছিলেন এমবিবিএস ডাক্তার, ২২ জনের মত ছিলেন ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন দেশের স্টুডেন্টও ভর্তি হন আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ শুরুর দিক থেকে এখনো পর্যন্ত আমরা ভাই-বোনদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের ৫টি ব্যাচ রানিং আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ বারাকাতে আজ Islamic Online Madrasah-IOM ক্রমশঃ চলছে আলোর পাণে … তার নিজস্ব গতিতে … নিজস্ব আঙ্গিকে। সর্বশেষে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তা’লার, যিনি আমাদের দ্বীনি ইল্ম অর্জনের জন্য এতবড় সুযোগ করে দিয়েছেন, IOM কে প্রতিটি নেক রূহে মহব্বতের জায়গা বানিয়ে দিয়েছেন। যে রুহগুলো দ্বীনি ইল্মের তালাশে চাতকপাখির ন্যায় বিচরণ করে বেড়ায়, দলাদলি থেকে সম্পূর্ণ দূরে ও হকপন্থী কোন প্লাটফর্ম তালাশ করে, তাদের তৃষ্ণা মেটাতে সুকূনের সাগরে রূপ নিয়েছে আমাদের IOM. IOM এখন ত্বলিবে ইল্মদের কাছে একটি ভালোবাসার নাম। মহান আল্লাহ পাক এই একাডেমীকে বৃহৎ হতে আরো বৃহত্তরে রূপান্তরিত করুন, এবং এই মহান কাজের পিছনে যারা যারা খিদমতে আছেন তাদের সকলকে উত্তম জাযা দিন, সকলের সদকায়ে জারিয়াহর পথ উন্মুক্ত করে দিন ও সকলকে তার দ্বীনের পথে কবুল করে নিন। আমীন।
No, it is a completely non-political institution. It does not belong to any particular party or group. But the teachers who will take the classes due to the need of the subject may be Qawmi scholars or Salafi scholars or scholars from various universities. The subjects of the classes will be taught following the Quran and Hadith, InshaAllah.
IOM এর আলিম প্রস্তুতিমূলক কোর্সে হুবহু
কওমি মাদ্রাসার সিলেবাস অনুসরণ করা হয়নি। বরং একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের
ভাই-বোনের জন্য যা কিছু দরকার, ৩ বছরে তার সবটুকুই একসাথে করার চেষ্টা করার হয়েছে।
আইওএম এর সিলেবাস শেষ করার পর আপনি ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার কুদুরী জামাতে ভর্তি
হতে পারবেন। আর কওমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী পরবর্তী চার বছরে চারটি জামাত শেষ
করতে হবে। ১। কুদুরী ২। হেদায়া ৩। মেশকাত ৪। দাওরা
অর্থাৎ আপনি আলিম প্রস্তুতি মূলক কোর্স এর ৩ বছর শেষ করার পর আরও ৪ বছর অফলাইন
মাদ্রাসায় পড়লে দাওরায় হাদিস পরীক্ষা দিতে পারবেন। আর এই পড়াশোনার জন্য আপনি আমাদের
নির্ধারিত কিছু মাদ্রাসায়ও ভর্তি হতে পারবেন অথবা অন্য যেকোন মাদ্রাসায় ভর্তি হতে
চাইলে আমাদের মাদ্রাসা থেকে চিঠি নিয়ে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এজন্যও IOM
ইনশাআল্লাহ আপনাকে সবধরনের সাহায্য করবে।
না, ক্লাশের জন্য নিকাব পড়া লাগবে না। কারন কোন স্টুডেন্টের ভিডিও টিচার বা অন্য কোন স্টুডেন্ট দেখবে না। শুধুমাত্র টিচারের ভিডিও এবং লেকচার কিংবা স্লাইড সবাই দেখবেন। আর তাজবীদ ক্লাশে উচ্চারন শোনার জন্য বোনদের আলাদা বোন মুক্বররিরাহর মাধ্যমে বিভিন্নগ্রুপ করে দেওয়া হবে যার ফলে মেয়েদের কন্ঠ শুধু মেয়েরাই শুনবে । অন্যদিকে সব স্টুডেন্ট ক্লাশে প্রবেশের সময় তার রোল/ স্টুডেন্ট আইডি দিয়ে জয়েন করবে। কেউ নাম দিয়ে জয়েনন করবে না। ফলে কে ছেলে কে মেয়ে এইটা কেউ স্পেসিফিক্যালি আইডিয়া করতে পারবে না।
IOM is an open e-learning platform for Islamic education and knowledge acquisition in Bengali language. It was inaugurated on 1st Muharram 1440 (11-September-2018) at Masjid-e-Nabawi. Although this website was created: 17-October-2017. It was inaugurated on 1st Muharram 1440 (11-September-2018) at Masjid-e-Nabawi. The goals and objectives of the Islamic Online Madrasa include:-