হেল্পলাইন
09638-113322

Logo

রদ্দুল মুহতার (১/৪২, ৫৩৮; ৪/১২৩) গ্রন্থে মুসলিমের উপর ফরজে আইনকে বর্ণণা করতে গিয়ে বলা হয়েছে, “ফরজে আইনের মধ্যে সুনির্দিষ্ট ব্যক্তি উদ্দেশ্য, যার ফলে প্রত্যেক ব্যক্তি থেকে কাজটি সম্পাদিত হওয়া জরুরি। পক্ষান্তরে ফরজে কিফায়ার মধ্যে কাজটি অর্জিত হওয়া উদ্দেশ্য, যার ফলে প্রত্যেক ব্যক্তিকে কাজটি করতে হয় না; ব্যক্তি-সমষ্টি থেকে কাজটি সম্পাদিত হওয়াই যথেষ্ট।”

এজন্য আমাদের আগেই জানতে হবে কোনটি আমাদের জন্য ফরজে আইন এবং কোনটি ফরজে কিফায়া। এবং দুটিকে আলাদা করার জন্য ইলম অর্জন আবশ্যক৷ যার ফলশ্রুতিতে Islamic Online Madrasah থেকে আবারও আয়োজন করা হয়েছে “এসএসসি ফরজে আইন” কোর্সের। তবে এসএসসি সমমান ছাড়া অন্যরাও এই কোর্সটি করতে পারবেন ইনশাআল্লাহ।