Helpline 09638-113322 (10AM-5PM)
Email [email protected]
Helpline
09638-113322
Alhamdulillah Was Salamu Ala Rasulillah. Wa Ala Alihi Wa Ashabihi Wa Maan Walah.
The first revelation that was revealed to the Prophet in the Cave of Hera was - Read in the name of your Lord who created. He created man from clotted blood. Surely your Lord is Most Merciful. He who taught through the pen. He taught people what he did not know (Surah: Al-Alak, Verse No.: 1-5).
Just as worldly education is needed to maintain the rules and management of the world, religious education is needed for the preservation of religion and for all the affairs of the world to be in accordance with the pleasure of Allah. In order for all sections of the Muslim society to be able to follow the religion and live a halal life without the haram, it is essential to have a Jamaat versed in the Qur'an and Sunnah. In the Qur'an Majeed, why does not a group go out from every community, so that they may achieve Tafaqquh in the religion and show fear to their nation when they return to them. Perhaps they will gain the fear of God (Surah Tawbah, verse no: 122).
In order to open various opportunities for knowledge practice, IOM offers many short courses in addition to Alim courses.
About the year 2018... I must remember that at the beginning of the story I told about two travelers from different positions. Yes. One of them is Mufti Zubair Ahmad and another engineer Khandaker Marsus. Mufti Zubair Ahmad is a famous scholar and researcher and eminent authority on comparative theology, who has helped many non-Muslims to become Muslims by showing them the light of Islam using his Dawati method, every word of whose speech pours peace into the heart, awakens the pain of religion among the Ummah. On the other hand, Engineer Khandaker Marsus is an educated and talented person who has done Post-Graduate on IT Engineering and Business Management, whose mind always has new plans, initiatives, and efforts for the wisdom of the Ummah. The plan of how to revolutionize the religion by using his worldly knowledge and intelligence continues. Ma sha Allah only little can be said about both. Both are always busy with the thought of increasing the Fiqh of the Deen among the updated generation. May this dedication of theirs for the sake of religion reach Arshe Azeem forever.
Popular platform like Islamic Online Madrasah-IOM have been established today by the joint initiative of these two noble souls. Although the educational qualifications of these two people were different, the intentions and desires hidden in the corner of the heart were completely the same. Selflessly preaching religion among the Ummah. The Lord may have just kept the two positions different so that he could bring gold to the union of the two. An online education system named Islamic Online Madrasah-IOM has been formed so that every word of Al-Furqan can reach the doorstep of people of any age, class and profession, any sect or religion, and the words of guidance can take the form of dawah. It is basically a dawah platform of Deen. IOM is equally respectful of all ideologies. It is not intended to promote any particular group of Madhhab-Manhaj.
IOM was formally inaugurated on 1st Muharram 1440 (11-Sep-2018) in Masjid-e-Nababi in Madinah (although this website was created on: 17-Oct-2017). Syllabus planning of Alim course was also done sitting in Masjid-e-Nababi Alhamdulillah. It is a special grace of Allah that He started the tour of IOM in the holiest place at the holiest time! Subhanallah!
The first batch of our Madrasa started in 2018. 132 students enrolled in the first batch! Out of which 16/17 were MBBS doctors, 22 were engineers and students from different countries were admitted Alhamdulillah!
Alhamdulillah since the beginning till now we are getting great response from brothers and sisters. Currently we have 5 batches running Alhamdulillah.
Today Islamic Online Madrasah-IOM is gradually progressing in the path of light... at its own pace... in its own manner, in the infinite blessings of Allah.
Finally all praises to Allah Subhanahu Ta'ala, who has given us so much opportunity to acquire religious knowledge, making IOM a place of love for every good soul. Our IOM has taken the form of a sea of peace to quench the thirst of the souls who are wandering like sparrows in search of religious knowledge, completely away from factionalism and looking for a right-wing platform. IOM is now a beloved name among scholars who are seeking knowledge.
May Almighty Allah transform this academy from big to bigger, and give good reward to all those who are behind this great work, open the way of charity to all and accept everyone in the path of his religion. Ameen.
আইওএম(IOM) বাংলা ভাষায় ইসলামী শিক্ষা ও জ্ঞান অর্জনের একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম। মসজীদে নববীতে ১লা মহররম ১৪৪০(১১-সেপ্টেম্বর-২০১৮) উদ্বোধন হয় । যদিও এই ওয়েবসাইটটি তৈরী করা হয়: ১৭-অক্টোবর-২০১৭। মসজীদে নববীতে ১লা মহররম ১৪৪০(১১-সেপ্টেম্বর-২০১৮) উদ্বোধন হয় । ইসলামিক অনলাইন মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্য রয়েছে:-
মসজীদে নববীতে ১লা মহররম ১৪৪০(১১-সেপ্টেম্বর-২০১৮) উদ্বোধন হয়। যদিও এই ওয়েবসাইটটি তৈরী করা হয়: ১৭-অক্টোবর-২০১৭।
Founder
01
মুফতি জুবায়ের আহমদ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এবং দায়ী। একাধিক বিষয়ের উপর তার প্রায় ৪২ টির মত লিখিত বই বিভিন্ন অঙ্গনে সমাদৃত হয়েছে। তার লেখা বই মক্কা ও মদীনা লাইব্রেরীতে...
Read MoreFounder
02
খন্দকার মারছুছ বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন রুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে। এরপর আইটিতে এম.এস.সি করেছেন এমআইটি(JU), থেকে। এমবিএ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডিয়া থেকে । তিনি বর্তমানে...
Read Moreনা, এটা সম্পূর্ন অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। যেটা কোন বিশেষ দল বা গোষ্ঠীর না। কিন্তু সাবজেক্টের প্রয়োজনে যে শিক্ষকবৃন্দ ক্লাশ নিবেন উনারা হয়ত কখনও কওমি আলেম কিংবা সালাফী আলেম কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলার হতে পারেন। ক্লাশের বিষয়গুলো কোরআন ও হাদীস অনুসরন করেই পড়ানো হবে ইনশাআল্লাহ।
IOM এর আলিম প্রস্তুতিমূলক কোর্সে হুবহু
কওমি মাদ্রাসার সিলেবাস অনুসরণ করা হয়নি। বরং একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের
ভাই-বোনের জন্য যা কিছু দরকার, ৩ বছরে তার সবটুকুই একসাথে করার চেষ্টা করার হয়েছে।
আইওএম এর সিলেবাস শেষ করার পর আপনি ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার কুদুরী জামাতে ভর্তি
হতে পারবেন। আর কওমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী পরবর্তী চার বছরে চারটি জামাত শেষ
করতে হবে। ১। কুদুরী ২। হেদায়া ৩। মেশকাত ৪। দাওরা
অর্থাৎ আপনি আলিম প্রস্তুতি মূলক কোর্স এর ৩ বছর শেষ করার পর আরও ৪ বছর অফলাইন
মাদ্রাসায় পড়লে দাওরায় হাদিস পরীক্ষা দিতে পারবেন। আর এই পড়াশোনার জন্য আপনি আমাদের
নির্ধারিত কিছু মাদ্রাসায়ও ভর্তি হতে পারবেন অথবা অন্য যেকোন মাদ্রাসায় ভর্তি হতে
চাইলে আমাদের মাদ্রাসা থেকে চিঠি নিয়ে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এজন্যও IOM
ইনশাআল্লাহ আপনাকে সবধরনের সাহায্য করবে।
না, ক্লাশের জন্য নিকাব পড়া লাগবে না। কারন কোন স্টুডেন্টের ভিডিও টিচার বা অন্য কোন স্টুডেন্ট দেখবে না। শুধুমাত্র টিচারের ভিডিও এবং লেকচার কিংবা স্লাইড সবাই দেখবেন। আর তাজবীদ ক্লাশে উচ্চারন শোনার জন্য বোনদের আলাদা বোন মুক্বররিরাহর মাধ্যমে বিভিন্নগ্রুপ করে দেওয়া হবে যার ফলে মেয়েদের কন্ঠ শুধু মেয়েরাই শুনবে । অন্যদিকে সব স্টুডেন্ট ক্লাশে প্রবেশের সময় তার রোল/ স্টুডেন্ট আইডি দিয়ে জয়েন করবে। কেউ নাম দিয়ে জয়েনন করবে না। ফলে কে ছেলে কে মেয়ে এইটা কেউ স্পেসিফিক্যালি আইডিয়া করতে পারবে না।
দ্বীন শিক্ষার জন্য সর্বপ্রথম এবং প্রধান মাধ্যম অফলাইন কোর্স করা বা মাদ্রাসায়
গিয়ে পড়া। অর্থাৎ উস্তাদের কাছে সরাসরি গিয়ে দ্বীন শিখা। এখন অনেক মাদ্রাসাতেই নৈশ
কোর্স চালু আছে। সর্ব প্রথম চেষ্টা করতে হবে এরকম কোথাও যুক্ত হওয়া।যাদের এই সুযোগ
একেবারেই নেই তাদের জন্য অনলাইন মাদ্রাসা।
এখন পর্যন্ত অনলাইনে সম্পূর্ন মাদ্রাসা হিসেবে জনপ্রিয় দুইটা মাদ্রাসা: IOU এবং
IOM।
অন্যদিকে আরও কিছু অনলাইন প্লাটফর্ম রয়েছে যেখানে এখনও পুরোপুরি অনলাইন মাদ্রাসা
চালু করেন নাই। বরং উনারা কিছু সাবজেক্ট(আকিদা, ফিকহ ইত্যাদি) পড়াচ্ছেন।
IOU ড: বিলাল ফিলিপসের প্রতিষ্ঠান। গাম্বিয়াতে এর শুরু।
অন্যদিকে বাংলাদেশের প্রথম অনলাইন মাদ্রাসা IOM ।
IOM এখন স্টুডেন্ট প্রায় ৫০০০ এর কাছাকাছি। এর মধ্যে প্রায় ২০০ এর কাছাকাছি
এমবিবিএস ডক্টর, ১৫০০ এর কাছাকাছি ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশার জেনারেল লোকজন
পড়ছেন।
১। মিডিয়াম:
আপনি যদি ইংরেজীতে দক্ষ হন সেক্ষত্রে IOU এ ভর্তি হতে পারেন।
আর যদি বাংলায় কোর্স করতে চান IOM।
২। খরচঃ IOU তে সেমিস্টার ৪ মাসের, ফি ৯০ ডলার। প্রায় ৮০০০ টাকা। ৪ মাস পর পর ৮০০০
টাকা দেওয়া লাগে সেই হিসেবে মাসে ২০০০ টাকা।
অন্যদিকে IOM এর মাসিক খরচ ৫০০ টাকা। যা অনেকেটাই সবার সাধ্যের মধ্যে।
৩। লাইভ ক্লাশ:
IOU তে এখন লাইভ ক্লাশ এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পূর্বের রেকর্ড করা ভিডিও দেখে
ক্লাশ করতে হবে।
অন্যদিকে IOM এ ১০০% ক্লাশ লাইভ।
তাই লাইভ ক্লাশে ক্লাশ করে যে রিয়েল ফিলিংস রেকর্ডেড ক্লাশ অনেকটা ইউটিউব ভিডিও
দেখার মতই।
৪। সময়:
IOU তে কিছু লাইভ ক্লাশ হলেও সময় বাংলাদেশের সাথে মিলে না।
আর IOM এ সব ক্লাশ রাত ৯ টা থেকে ১১ টা। সপ্তাহে ৪ দিন। যেটা সবার জন্য জয়েন করা
সহজ।
৫। IOU তে শুধু এমসিকিউ পরীক্ষা হয়। যেটার মাধ্যমে একজন স্টুডেন্টকে পরিপূর্ন যাচাই
করা যায় না। বিশেষ করে কোরআনের ক্ষেত্রে তাজবীদ শুদ্ধ হয় না।
অন্যদিকে IOM এ ছেলেদের জন্য ছেলে উস্তাদ এবং মেয়েদের জন্য মেয়ে উস্তাদ প্রত্যেককে
ধরে ধরে কোরআন শুদ্ধ করেন।
আর অন্যদিকে পরীক্ষার ক্ষেত্রেও এমসিকিউ এবং ভাইবা দুইটা হয়।
৬। IOU যোগাযোগ: www.iou.edu.gm
IOM যোগাযোগ: www.iom.edu.bd
https://www.facebook.com/iom.edu.bd/
আল্লাহ আমাদের সবার দ্বীনের পথের যাত্রাকে কবুল করুন।
If you have any comments or suggestions about IOM, please let us know. We will consider your suggestion seriously.
Contact
IOM is an educational institution of international standards recognized by Hathajari Qoumi Board and ISO certified. IOM is the largest online madrasah in the Asian continent. "Islamic Online Madrasah" received the award in "As-Sunnah Foundation Young Entrepreneur Award- 2021" by being among the top 10 out of 3000 institutions.
Copyright © IOM - All Rights Reserved
If you have any more queries, you are requested to ask in facebook page, Support or can call in our hotline number.