Freelancing and Outsourcing related some QA

ফ্রিল্যান্সিং কি হালাল??

ফ্রিল্যান্সিং এ শরীয়াহ বিরোধী কোনো কাজ না হলে সেটি জায়েজ। ইনকামও হালাল হবে।

আরো জানুনঃ- লিংক:১ এবং লিংক:২

মুফতী ওলি উল্লাহ, ইফতা বিভাগ, Islamic Online Madrasah(IOM), আইফতোয়া নং: 73904

আসসালামু আলাইকুম। আমি একটি বিষয়ে জানতে চাইছি। আমি ফ্রিল্যান্সিং করতে চাই। কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজে আমার ছবি এন আইডি ব্যবহার করতে হবে। আমার ছবি ব্যবহার করলে যদি পর্দার খেলাফ হয় সেজন্য আমি আমার ছবি ব্যবহার করতে চাই না। এখন আমি ফ্রিল্যান্সিং এর কাজে আমার বাবার ছবি এন আইডি ব্যবহার করতে চাইছি। কিন্তু আমার বাবার ছবি এন আইডি ব্যবহার করলে এটা কি ধোঁকা দেয়া হবে? কারণ এই একাউন্ট টা তো সম্পূর্ণ আমি ব্যবহার করব, এখানে তো আমার বাবা কোনো কাজ করবে না। কিন্তু যারা আমাকে কাজ দিবে তারা তো জানবে এটা কোনো পুরুষের অর্থাৎ আমার বাবার আইডি,তারা তো জানবে একজন পুরুষ তাদের দেওয়া কাজগুলো করে দিচ্ছে।তো আমি যদি আমার বাবার ছবি,এন আইডি ব্যবহার করি তাহলে এটা কি তাদেরকে ধোঁকা দেয়া হবে?

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি আপনার বাবার অনুমতি স্বাপেক্ষে তার নামে ব্যবহার করতে পারবেন। আপনার বাবার ছবি,এন আইডি ব্যবহার করতে পারবেন। আপনি যেহেতু কাজ করেই টাকা নিবেন,তাছাড়া আপনি এখানে কাউকে ধোঁকা দিচ্ছেন না, বা কাউকে ধোঁকা দেওয়ারও আপাতত আপনার ইচ্ছা নেই, সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এতে ধোকার অন্তর্ভুক্ত হবেনা। আরো জানুনঃ- Click Here

মুফতী ওলি উল্লাহ, ইফতা বিভাগ, Islamic Online Madrasah(IOM), আইফতোয়া নং: 57003