Mufti Zubair Ahmad (Hafi.)

মুফতি জুবায়ের আহমদ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এবং দায়ী। একাধিক বিষয়ের উপর তার প্রায় ৪২ টির মত লিখিত বই বিভিন্ন অঙ্গনে সমাদৃত হয়েছে। তার লেখা বই মক্কা ও মদীনা লাইব্রেরীতে গৃহীত হয়েছে। তিনি একাধিক মাদ্রাসার সাথে জড়িত থেকে দ্বীনের কাজ করে যাচ্ছেন। তিনি ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদা এর প্রিন্সিপাল। তিনি শিক্ষাগত জীবনে মেশকাত(স্নাতোক) শেষ করেছেন জামিয়া রহমানিয়া , ঢাকা থেকে। এরপর দাওরা হাদীস (মাস্টার্স) শেষ করেছেন দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়া থেকে । এছাড়াও উচ্চতর অরবী সাহিত্যের উপর তিনি উচ্চতর পড়াশোনা করেন দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌ, ইউপি, ইন্ডিয়া থেকে।