IOM Charity

“IOM Charity” হলো IOM-এর একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালাই। এই প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য জরুরি খাদ্য, পোশাক, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা।

আমরা বিশ্বাস করি, এই কাজ কেবল মানবিক দায়িত্ব নয়, বরং রবের সন্তুষ্টি অর্জনের একটি অন্যতম উপায়।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে”

(সহীহ মুসলিম: ২৩১৪)

আরেক হাদীসে এসেছে:
“নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে”

(সহীহ বুখারী: ১৭৩২)

সুতরাং নিজেদের জীবনে আল্লাহর দয়ার বারিধারা বইয়ে দিতে হলে, আমাদেরকেও অন্যদের প্রতি দয়াশীল হতে হবে। জাতির সংকটকালে অসহায়দের পাশে দাঁড়ানো এর চেয়ে উত্তম কাজ আর কী হতে পারে?